কোচবিহার, 7 মে : তৃণমূল নেতা উদয়ন গুহের উপর হামলার প্রতিবাদে তৃণমূলের ডাকা বনধে সকাল থেকে শুনশান দিনহাটা ৷ রাস্তাঘাট ফাঁকা । দোকান-বাজার খোলেনি । সরকারি-বেসরকারি বাসের দেখা মেলেনি । নতুন করে যাতে অশান্তি না ছড়ায় সেজন্য কড়া পুলিশি প্রহরা রয়েছে বিভিন্ন এলাকায় ।
বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন দিনহাটার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক ৷ ফল ঘোষণার পর থেকেই শহর জুড়ে চলছে চরম রাজনৈতিক উত্তেজনা ৷ ঘর পুড়েছে তৃণমূল-বিজেপি কর্মী সমর্থকদের ৷ আহতও হয়েছেন দুই দলের বেশ কয়েকজন কর্মী ৷ এই পরিস্থিতিতে গতকাল দুপুরে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে দিনহাটার পাওয়ার হাউজ়ের দিকে যাচ্ছিলেন দিনহাটার পরাজিত তৃণমূল প্রার্থী উদয়ন গুহ ৷ সেইসময় বিজেপি আশ্রিত কয়েকজন দুষ্কৃতী তাঁর গাড়ি লক্ষ্য করে ইট-পাথর ছোঁড়ে ৷ যার জেরে তাঁর গাড়ির কাঁচ ভেঙে যায় ৷ ঘটনায় উদয়ন গুহের ডানহাত ভেঙ্গে যায় । তাঁর মেরুদণ্ডে চোট লাগে । বর্তমানে তিনি দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । আরও তিনজন তৃণমূল কর্মী জখম হন ৷ তাদেরও দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে ৷
আরও পড়ুন, দিনহাটায় উদয়ন গুহের গাড়ি ভাঙচুর ও হামলা, অভিযুক্ত বিজেপি
এই ঘটনার প্রতিবাদে তৃণমূলের তরফে দিনহাটায় 24 ঘণ্টার বনধ ডাকা হয় । আজ সকাল থেকে বনধের প্রভাব পড়েছে দিনহাটার সর্বত্র ৷