ETV Bharat / state

Anandadhara Project: চলতি মাসেই আনন্দধারায় মিলবে 200 কোটি ঋণ ! ঘোষণা কোচবিহার জেলা প্রশাসনের

কোচবিহার (Cooch Behar) জেলায় 'আনন্দধারা প্রকল্প' (Anandadhara Project)-এর আওতায় চলতি মাসেই (September, 2022) 200 কোটি টাকা ঋণ দেওয়া হবে ৷ ঘোষণা জেলা প্রশাসনের ৷

200 crore rupee loan will be sanctioned in September 2022 under Anandadhara Project in Cooch Behar
Anandadhara Project: চলতি মাসেই আনন্দধারায় মিলবে 200 কোটি ঋণ ! ঘোষণা কোচবিহার জেলা প্রশাসনের
author img

By

Published : Sep 8, 2022, 7:32 PM IST

কোচবিহার, 8 সেপ্টেম্বর: 'আনন্দধারা প্রকল্প' (Anandadhara Project)-এর আওতায় কোচবিহার (Cooch Behar) জেলার 12টি ব্লকে চলতি মাসের মধ্যেই (September, 2022) সংশ্লিষ্ট স্বনির্ভর গোষ্ঠীগুলিকে 200 কোটি টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোচবিহার জেলা প্রশাসন (Cooch Behar District Administration) ৷ এর আগে গত অগস্ট মাসে (August 2022) আলাদা আলাদা শিবির করে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীকে 139 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে ৷ এবার ঋণদানের সেই লক্ষ্যমাত্রা বাড়িয়ে করা হয়েছে 200 কোটি ৷ কোচবিহার জেলা প্রশাসনের পক্ষ থেকে একথা জানানো হয়েছে ৷

কোচবিহার জেলা গ্রামোন্নয়ন দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক খালিদ কায়সার এই প্রসঙ্গে বলেন, "গত অর্থবর্ষে আমরা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণদানের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গিয়েছিলাম ৷ আশা করছি এবারও সময়ের মধ্যেই নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করতে পারব ৷" সূত্রের খবর, 200 কোটি ঋণ দেওয়ার ক্ষেত্রে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে জেলা প্রশাসন ৷

আরও পড়ুন: কোচবিহারে উদ্ধার 5 হাজার বোতল কাশির ওষুধ, ধৃত 4

আনন্দধারা প্রকল্পের আওতাতেই কোচবিহার জেলার বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ঋণ দেওয়া হয় ৷ জেলায় বর্তমানে প্রায় 54 হাজার স্বনির্ভর গোষ্ঠী রয়েছে ৷ গত অর্থবর্ষে (2021-2022) এই স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল 816 কোটি টাকা ৷ আর ঋণ দেওয়া হয়েছিল 840 কোটি টাকা !

এই প্রেক্ষাপটে চলতি অর্থবর্ষে (2022-23) 800 কোটি টাকা ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে ৷ ইতিমধ্যেই গত এপ্রিল মাস থেকে অগস্ট মাস পর্যন্ত প্রায় 350 কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে ৷ এর মধ্যে শুধুমাত্র অগস্ট মাসেই (2022) 139 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে ৷ চলতি মাসে (সেপ্টেম্বর, 2022) আরও 200 কোটি টাকার ঋণ বণ্টন করার কথা রয়েছে ৷ সেই লক্ষ্যমাত্রা নিয়েই এগোনো হচ্ছে ৷

জেলা প্রশাসন সূত্রে খবর, ঋণ দেওয়ার জন্য কোচবিহার জেলার প্রতিটি বিডিও অফিস সংলগ্ন এলাকায় শিবির করা হবে ৷ সেই শিবিরগুলিতে সংশ্লিষ্ট দফতরের আধিকারিক ও ব্যাংক কর্মীরা পৌঁছে যাবেন ৷ সেখানেই আবেদনকারীদের গ্রহণযোগ্যতা খতিয়ে দেখা হবে ৷ সংশ্লিষ্ট সমস্ত শর্ত পূরণ করতে পারলে তবেই আবেদনকারীকে ঋণ প্রদান করা হবে ৷ কোচবিহার জেলায় বর্তমানে প্রায় 54 হাজার স্বনির্ভর গোষ্ঠী রয়েছে ৷ এদের মধ্যে গত বছর যারা ঋণ পেয়েছিল, এবছর তাদের বাদ দিয়ে বাকি স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আবেদনের ভিত্তিতে ঋণ দেওয়া হবে ৷

কোচবিহার, 8 সেপ্টেম্বর: 'আনন্দধারা প্রকল্প' (Anandadhara Project)-এর আওতায় কোচবিহার (Cooch Behar) জেলার 12টি ব্লকে চলতি মাসের মধ্যেই (September, 2022) সংশ্লিষ্ট স্বনির্ভর গোষ্ঠীগুলিকে 200 কোটি টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোচবিহার জেলা প্রশাসন (Cooch Behar District Administration) ৷ এর আগে গত অগস্ট মাসে (August 2022) আলাদা আলাদা শিবির করে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীকে 139 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে ৷ এবার ঋণদানের সেই লক্ষ্যমাত্রা বাড়িয়ে করা হয়েছে 200 কোটি ৷ কোচবিহার জেলা প্রশাসনের পক্ষ থেকে একথা জানানো হয়েছে ৷

কোচবিহার জেলা গ্রামোন্নয়ন দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক খালিদ কায়সার এই প্রসঙ্গে বলেন, "গত অর্থবর্ষে আমরা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণদানের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গিয়েছিলাম ৷ আশা করছি এবারও সময়ের মধ্যেই নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করতে পারব ৷" সূত্রের খবর, 200 কোটি ঋণ দেওয়ার ক্ষেত্রে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে জেলা প্রশাসন ৷

আরও পড়ুন: কোচবিহারে উদ্ধার 5 হাজার বোতল কাশির ওষুধ, ধৃত 4

আনন্দধারা প্রকল্পের আওতাতেই কোচবিহার জেলার বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ঋণ দেওয়া হয় ৷ জেলায় বর্তমানে প্রায় 54 হাজার স্বনির্ভর গোষ্ঠী রয়েছে ৷ গত অর্থবর্ষে (2021-2022) এই স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল 816 কোটি টাকা ৷ আর ঋণ দেওয়া হয়েছিল 840 কোটি টাকা !

এই প্রেক্ষাপটে চলতি অর্থবর্ষে (2022-23) 800 কোটি টাকা ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে ৷ ইতিমধ্যেই গত এপ্রিল মাস থেকে অগস্ট মাস পর্যন্ত প্রায় 350 কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে ৷ এর মধ্যে শুধুমাত্র অগস্ট মাসেই (2022) 139 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে ৷ চলতি মাসে (সেপ্টেম্বর, 2022) আরও 200 কোটি টাকার ঋণ বণ্টন করার কথা রয়েছে ৷ সেই লক্ষ্যমাত্রা নিয়েই এগোনো হচ্ছে ৷

জেলা প্রশাসন সূত্রে খবর, ঋণ দেওয়ার জন্য কোচবিহার জেলার প্রতিটি বিডিও অফিস সংলগ্ন এলাকায় শিবির করা হবে ৷ সেই শিবিরগুলিতে সংশ্লিষ্ট দফতরের আধিকারিক ও ব্যাংক কর্মীরা পৌঁছে যাবেন ৷ সেখানেই আবেদনকারীদের গ্রহণযোগ্যতা খতিয়ে দেখা হবে ৷ সংশ্লিষ্ট সমস্ত শর্ত পূরণ করতে পারলে তবেই আবেদনকারীকে ঋণ প্রদান করা হবে ৷ কোচবিহার জেলায় বর্তমানে প্রায় 54 হাজার স্বনির্ভর গোষ্ঠী রয়েছে ৷ এদের মধ্যে গত বছর যারা ঋণ পেয়েছিল, এবছর তাদের বাদ দিয়ে বাকি স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আবেদনের ভিত্তিতে ঋণ দেওয়া হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.