কোচবিহার, 30 জুলাই : বিপুল পরিমাণ মাদক ট্যাবলেট-সহ দুজনকে গ্রেপ্তার করল ঘোকসাডাঙা থানার পুলিশ । ধৃতদের নাম পিন্টু দাস(32) ও তারকেশ্বর মহন্ত(36) । উভয়েই উত্তর 24 পরগনার বরানগর এর বাসিন্দা । পুলিশের প্রাথমিক অনুমান, এই বিপুল পরিমাণ মাদক ট্যাবলেট কলকাতায় পাচারের চেষ্টা করছিল পাচারকারীরা ।
গোপন সুত্রে খবর পেয়ে, কোচবিহারের মাথাভাঙা 2 নং ব্লকের নিউ চ্যাংরাবান্ধায় অভিযান চালায় । আজ দুপুরে কোচবিহার -আলিপুরদুয়ার আন্তঃজেলা নাকা চেকিং সংলগ্ন এলাকায় একটি ছোটো গাড়ি থেকে 220 প্যাকেট ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে । যাতে 44000 টি ট্যাবলেট রয়েছে । উদ্ধার হওয়া মাদক ট্যাবলেটের আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় 13 লাখ টাকা ।
এই বিপুল পরিমাণ মাদক ট্যাবলেট কোথা থেকে নিয়ে আসা হয়েছিল এবং কোথায় পাচার করার পরিকল্পনা ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ । পাচারকারীদের সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত নেমেছে ।