ETV Bharat / state

কোচবিহারে আফিম সহ গ্রেপ্তার 2 - আফিম উদ্ধার কোচবিহারে

গাড়ি থেকে উদ্ধার 640 গ্রাম ওজনের আফিম । ধৃত 2 জন বিহারের বাসিন্দা ।

কোচবিহারে আফিম সহ গ্রেপ্তার 2
কোচবিহারে আফিম সহ গ্রেপ্তার 2
author img

By

Published : Jan 22, 2021, 3:49 PM IST

কোচবিহার, 22 জানুয়ারি : একটি এসইউভি গাড়ি থেকে উদ্ধার হল 640 গ্রাম আফিম । ঘটনায় গ্রেপ্তার হয়েছে 2 জন । ঘটনাটি ঘটে কোচবিহারের মেখলিগঞ্জের ডরাডরি এলাকায় । গতরাতে মাথাভাঙায় একটি বিয়ে বাড়িতে বৌভাত খেয়ে এসইউভিটি চ্যাংরাবান্ধা হয়ে বিহারের দিকে যাচ্ছিল । সেই সময় ডরাডরি এলাকায় বিএসএফ কর্মীরা এসইউভি গাড়ি থেকে আফিম উদ্ধার করে ।

আরও পড়ুন : 2 লাখ টাকার তরল আফিমসহ গ্রেপ্তার ব্যক্তি

ধৃতদের নাম তরুণ কুমার রায় ও সুরজ কুমার মুন্ডা । দুজনেই বিহারের বাসিন্দা । গতরাতে মাথাভাঙায় এক বিয়ে বাড়ি থেকে বিহারে নিজেদের বাড়ি ফিরছিল । ডরাডরি রাজ্য সড়কে বিএসএফের 148 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা তল্লাশি চালাচ্ছিল । জওয়ানরা সেই সময় এসইউভি গাড়িটি তল্লাশি চালায় । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় 640 গ্রাম আফিম ।

গতরাতে ডরাডরি এলাকায় বিএসএফের 148 নম্বর ব্যাটেলিয়ানের সিও দেবেন্দ্রর সিংয়ের নির্দেশে অভিযান চলে । ধৃতদের মেখলিগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় । পুলিশ জানিয়েছে, ধৃত দুজনের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে ।

কোচবিহার, 22 জানুয়ারি : একটি এসইউভি গাড়ি থেকে উদ্ধার হল 640 গ্রাম আফিম । ঘটনায় গ্রেপ্তার হয়েছে 2 জন । ঘটনাটি ঘটে কোচবিহারের মেখলিগঞ্জের ডরাডরি এলাকায় । গতরাতে মাথাভাঙায় একটি বিয়ে বাড়িতে বৌভাত খেয়ে এসইউভিটি চ্যাংরাবান্ধা হয়ে বিহারের দিকে যাচ্ছিল । সেই সময় ডরাডরি এলাকায় বিএসএফ কর্মীরা এসইউভি গাড়ি থেকে আফিম উদ্ধার করে ।

আরও পড়ুন : 2 লাখ টাকার তরল আফিমসহ গ্রেপ্তার ব্যক্তি

ধৃতদের নাম তরুণ কুমার রায় ও সুরজ কুমার মুন্ডা । দুজনেই বিহারের বাসিন্দা । গতরাতে মাথাভাঙায় এক বিয়ে বাড়ি থেকে বিহারে নিজেদের বাড়ি ফিরছিল । ডরাডরি রাজ্য সড়কে বিএসএফের 148 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা তল্লাশি চালাচ্ছিল । জওয়ানরা সেই সময় এসইউভি গাড়িটি তল্লাশি চালায় । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় 640 গ্রাম আফিম ।

গতরাতে ডরাডরি এলাকায় বিএসএফের 148 নম্বর ব্যাটেলিয়ানের সিও দেবেন্দ্রর সিংয়ের নির্দেশে অভিযান চলে । ধৃতদের মেখলিগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় । পুলিশ জানিয়েছে, ধৃত দুজনের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.