মাথাভাঙা, 5 মার্চ : আগ্নেয়াস্ত্র সহ 2 জনকে গ্রেফতার করল পুলিশ । গতরাতে মাথাভাঙা থানার পুলিশের হাতে ধরা পড়ে ওই 2 জন । শিকারপুর ও শীতলকুচির ধরলা সেতু সংলগ্ন এলাকায় পুলিশি অভিযানে উদ্ধার হয় 2 টি পাইপ গান, 1 টি পিস্তল এবং 19 টি গুলি ।
আরও পড়ুন : ভোটের আগে শহরে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার যুবক
ধৃতদের নাম বিপিন বর্মন ও মহাবুল আলি খন্দকার । এদের মধ্যে একজনের বাড়ি মাথাভাঙা 1 নম্বর ব্লকের নয়ারহাট এলাকায়, অপর জনের বাড়ি জোড়পাকরি এলাকায় । পুলিশি তদন্ত শুরু হয়েছে । নির্বাচনের আগে এই আগ্নেয়াস্ত্র উদ্ধারকে ঘিরে এলাকায় ইতিমধ্যে উত্তেজনা ছড়িয়েছে ।
বিপিন ও মহাবুল কী কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে ওই স্থানে উপস্থিত ছিল তার জিজ্ঞাসাবাদ চলছে । এদের সঙ্গে কারা জড়িত তাদের খোঁজ চলছে । বিধানসভা নির্বাচন নির্ঘণ্ট প্রকাশ হয়ে গেছে । বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশি টহলদারি চলছে ।