ETV Bharat / state

পার্কস্ট্রিটে যুবতির শ্লীলতাহানি, গ্রেপ্তার - Kolkata

পার্কস্ট্রিটে শ্লীলতাহানির শিকার এক যুবতি । অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jul 11, 2019, 6:57 PM IST

Updated : Jul 11, 2019, 8:40 PM IST

কলকাতা, 11 জুলাই : কলকাতার রাস্তায় ঘটেই চলেছে হেনস্থার ঘটনা । অভিনেত্রী উষশী সেনগুপ্ত থেকে শুরু করে বক্সার সুমন কুমারী, ঘটনার শেষ নেই । এবার ভরদুপুরে পার্কস্ট্রিটে শ্লীলতাহানির শিকার হলেন এক যুবতি । তবে তৎপর ছিল পুলিশ । খবর পেয়েই ঘটনাস্থান থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে ।

সার্ভে পার্ক থানা এলাকার বাসিন্দা বছর 24-র এক যুবতি ব্যক্তিগত কাজকর্মের জন্য এসেছিলেন পার্কস্ট্রিটে । তখন দুপুর প্রায় দেড়টা । হঠাৎই ওই যুবতিকে পেছন থেকে এসে জড়িয়ে ধরে এক যুবক । কিছু বুঝে ওঠার আগেই চলে হেনস্থা । ঘটনাস্থান, 57 বি মির্জা গালিব স্ট্রিট । আকস্মিকতা কাটিয়ে ওই যুবতি ফোন করেন 100 নম্বরে । লালবাজার কন্ট্রোল রুম থেকে তৎক্ষণাৎ খবর পাঠানো হয় পার্কস্ট্রিট থানার OC, শেক্সপিয়র সরণি থানার OC এবং ওই এলাকায় কর্তব্যরত ট্র্যাফিক পুলিশের কর্মীদের । দ্রুত ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । ততক্ষণে যুবতির চিৎকারে ভিড় জমে গেছে এলাকায় । স্থানীয় মানুষজন ঘিরে ধরেছেন যুবককে । পুলিশ এসে তৎক্ষণাত ওই যুবককে আটক করে ।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তার নাম মহম্মদ সাদিস(32) । পরে তাকে গ্রেপ্তার করা হয় । যুবতিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পার্কস্ট্রিট থানায় ।

কলকাতা, 11 জুলাই : কলকাতার রাস্তায় ঘটেই চলেছে হেনস্থার ঘটনা । অভিনেত্রী উষশী সেনগুপ্ত থেকে শুরু করে বক্সার সুমন কুমারী, ঘটনার শেষ নেই । এবার ভরদুপুরে পার্কস্ট্রিটে শ্লীলতাহানির শিকার হলেন এক যুবতি । তবে তৎপর ছিল পুলিশ । খবর পেয়েই ঘটনাস্থান থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে ।

সার্ভে পার্ক থানা এলাকার বাসিন্দা বছর 24-র এক যুবতি ব্যক্তিগত কাজকর্মের জন্য এসেছিলেন পার্কস্ট্রিটে । তখন দুপুর প্রায় দেড়টা । হঠাৎই ওই যুবতিকে পেছন থেকে এসে জড়িয়ে ধরে এক যুবক । কিছু বুঝে ওঠার আগেই চলে হেনস্থা । ঘটনাস্থান, 57 বি মির্জা গালিব স্ট্রিট । আকস্মিকতা কাটিয়ে ওই যুবতি ফোন করেন 100 নম্বরে । লালবাজার কন্ট্রোল রুম থেকে তৎক্ষণাৎ খবর পাঠানো হয় পার্কস্ট্রিট থানার OC, শেক্সপিয়র সরণি থানার OC এবং ওই এলাকায় কর্তব্যরত ট্র্যাফিক পুলিশের কর্মীদের । দ্রুত ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । ততক্ষণে যুবতির চিৎকারে ভিড় জমে গেছে এলাকায় । স্থানীয় মানুষজন ঘিরে ধরেছেন যুবককে । পুলিশ এসে তৎক্ষণাত ওই যুবককে আটক করে ।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তার নাম মহম্মদ সাদিস(32) । পরে তাকে গ্রেপ্তার করা হয় । যুবতিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পার্কস্ট্রিট থানায় ।

Intro:সার্ভে পার্কের যুবতীকে শ্রীলতাহানিBody:গ্রেপ্তার মহম্মদ সাদিসConclusion:
Last Updated : Jul 11, 2019, 8:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.