ETV Bharat / state

দিল্লি গিয়ে যোগদান নয়, নির্দেশ রাজ্য BJP নেতৃত্বের - mamata banerjee

দিল্লি গিয়ে যোগদান নয় । এবার থেকে রাজ্যেই যোগদান করতে হবে । কড়া নির্দেশ BJP নেতৃত্বের ।

দিল্লিতে নয়, বিড়ম্বনা এড়াতে রাজ্যেই যোগদানের নির্দেশ BJP নেতৃত্বের
author img

By

Published : Jul 16, 2019, 4:05 AM IST

Updated : Jul 16, 2019, 6:07 AM IST

কলকাতা, 16 জুলাই : দিল্লিতে নয় । তৃণমূল, কংগ্রেস, CPI(M) থেকে কেউ দলে যোগ দিতে চাইলে তাঁকে রাজ্যেই যোগ দিতে হবে । রাজ্য BJP-র তরফে জারি করা হল এই নির্দেশিকা । হালিশহর ও কাঁচরাপাড়ার বেশ কয়েকজন তৃণমূল কাউন্সিলর দিল্লি গিয়ে BJP-তে যোগ দিলেও কয়েকদিনের মধ্যেই তাঁদের অনেকেই পুরোনো দলে ফিরে যান । তাই বিড়ম্বনা এড়াতেই এই পদক্ষেপ বলে মনে করছেন অনেকে ।

লোকসভা নির্বাচনের পর থেকেই মুকুল রায়ের হাত ধরে তৃণমূলের অনেকেই BJP-তে যোগ দেন । দিল্লি গিয়ে দলে যোগ দেন তাঁরা । সেই যোগদান অনুষ্ঠানে দলের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাও উপস্থিত ছিলেন । কিন্তু, BJP-তে যোগদানের কয়েকদিনের মধ্যেই তাঁদের অনেককেই ফের তৃণমূল ভবনে দেখা যায় । পুরোনো দলে ফিরে যান তাঁরা। বিড়ম্বনায় পড়ে BJP নেতৃত্ব । আবার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম যোগ দেওয়ার পর বিরোধিতা করেছে দলেরই একাংশ । এরপরই যোগদান নিয়ে জারি করা হল কড়া নির্দেশ ।

নির্দেশিকায় বলা হয়েছে, কেউ BJP-তে যোগ দিতে চাইলে তাঁকে বুথ স্তরে যোগ দিতে হবে। নিতে হবে BJP-র সদস্যপদ । এর পর মণ্ডল, জেলা ও রাজ্য স্তরে আলাদা আলাদা কমিটি তৈরি করা হচ্ছে । তবে বিধায়ক ও সাংসদদের দলে যোগ দেওয়ার জন্য রাজ্য দপ্তরে ব্যবস্থা করা হবে ।

রাজ্য় BJP-র সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় বলেন , "দিল্লি গিয়ে যোগ দিলেও তাঁকে তো কাজ করতে হবে বাংলায় । তাই কলকাতায় যোগ দেওয়াই ভালো । দিল্লি গিয়ে যোগ দিলে হবে না । দলের অনুমোদন নিয়ে এখানেই যোগ দিতে হবে । মেনে চলতে হবে রাজ্য নেতৃত্বের নির্দেশ ৷"

কলকাতা, 16 জুলাই : দিল্লিতে নয় । তৃণমূল, কংগ্রেস, CPI(M) থেকে কেউ দলে যোগ দিতে চাইলে তাঁকে রাজ্যেই যোগ দিতে হবে । রাজ্য BJP-র তরফে জারি করা হল এই নির্দেশিকা । হালিশহর ও কাঁচরাপাড়ার বেশ কয়েকজন তৃণমূল কাউন্সিলর দিল্লি গিয়ে BJP-তে যোগ দিলেও কয়েকদিনের মধ্যেই তাঁদের অনেকেই পুরোনো দলে ফিরে যান । তাই বিড়ম্বনা এড়াতেই এই পদক্ষেপ বলে মনে করছেন অনেকে ।

লোকসভা নির্বাচনের পর থেকেই মুকুল রায়ের হাত ধরে তৃণমূলের অনেকেই BJP-তে যোগ দেন । দিল্লি গিয়ে দলে যোগ দেন তাঁরা । সেই যোগদান অনুষ্ঠানে দলের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাও উপস্থিত ছিলেন । কিন্তু, BJP-তে যোগদানের কয়েকদিনের মধ্যেই তাঁদের অনেককেই ফের তৃণমূল ভবনে দেখা যায় । পুরোনো দলে ফিরে যান তাঁরা। বিড়ম্বনায় পড়ে BJP নেতৃত্ব । আবার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম যোগ দেওয়ার পর বিরোধিতা করেছে দলেরই একাংশ । এরপরই যোগদান নিয়ে জারি করা হল কড়া নির্দেশ ।

নির্দেশিকায় বলা হয়েছে, কেউ BJP-তে যোগ দিতে চাইলে তাঁকে বুথ স্তরে যোগ দিতে হবে। নিতে হবে BJP-র সদস্যপদ । এর পর মণ্ডল, জেলা ও রাজ্য স্তরে আলাদা আলাদা কমিটি তৈরি করা হচ্ছে । তবে বিধায়ক ও সাংসদদের দলে যোগ দেওয়ার জন্য রাজ্য দপ্তরে ব্যবস্থা করা হবে ।

রাজ্য় BJP-র সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় বলেন , "দিল্লি গিয়ে যোগ দিলেও তাঁকে তো কাজ করতে হবে বাংলায় । তাই কলকাতায় যোগ দেওয়াই ভালো । দিল্লি গিয়ে যোগ দিলে হবে না । দলের অনুমোদন নিয়ে এখানেই যোগ দিতে হবে । মেনে চলতে হবে রাজ্য নেতৃত্বের নির্দেশ ৷"

Intro:

15-07-19



সুজয় ঘোষ, কলকাতা



কলকাতা: বিজেপিতে যোগদান পর্ব নিয়ে এবার ফতোয়া জারি করল রাজ্য বিজেপি। তৃণমূল- কংগ্রেস- সিপিএম সহ যে কোনও রাজনৈতিক দল থেকে বিজেপিতে যোগদিতে চাইলে তাকে দিল্লিতে নয়। কলকাতাতেই যোগদিতে হবে এই মর্মে বিজ্ঞপ্তিও জারি হল দলে।

মূলত, বিজেপির নির্বাচণ কমিটির আহ্বায়ক মুকুল রায় কে আটকাতে এই নির্দেশিকা জারি হল বলে দলের অন্দরে খবর। কারণ মুকুল রায় শয়ে শয়ে বিজেপিতে যোগদান করালেও বেশীরভাগই তারা তৃণমূলে চলে যাচ্ছে। কাচড়াপাড়া ও হালিশহরে তৃণমূল কাউন্সিলার মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগদিলেও। তারা ফের অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত থেকে পতাকা তুলে নিয়ে তৃণমূলে ফিরে যায়। যেখানে বিজেপির প্রচন্ড পরিমানে ফেস লস হয় বলে জানা গিয়েছে। এর পরই দল এই সিদ্ধান্ত নিয়েছে।



বিজেপি সূত্রে জানা গিয়েছে, বিজেপির জারি করা নির্দেশীকায় বলা হয়েছে। বিজেপিতে যোগদিতে চাইলে তাকে বুথ স্থরে বিজেপিতে যোগদিতে হবে। সেখানে বিজেপির নতূন সদস্য পদও নিতে হবে। এর পর মন্ডল, জেলা ও রাজ্য স্থরে আলাদা আলাদা কমিটি তৈরি করা হচ্ছে। তবে একমাত্র বিধায়ক ও সাংসদদের বিজেপিতে যোগ দেওয়ার জন্য রাজ্য দপ্তরে যোগদানের ব্যবস্থা করা হবে। তবে অন্যদল থেকে আসা কর্মীদের সেই জেলাকেই প্রধান্য দেওয়া হচ্ছে।



বিজেপির সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় জানলেন , " দিল্লিতে বিজেপিতে যোগদিলেও তাকে তো কাজ করতে হবে বাংলায়। তাই তার থেকে কলকাতায় যোগ দেওয়াই ভালো। কারণ দল চাইছে দিল্লির থেকে যেখানে রাজনীতি করবেন। সেখানকার নেতৃত্বে সঙ্গে যোগাযোগ করলে ভাল হয়।
দিল্লি গিয়ে যোগ দিলে হবে না । রাজ্য দলের অনুমোদনে রাজ্যে যোগ দিতে হবে । রাজ্য নেতৃত্বের নির্দেশ মেনে চলতে হবে "
Body:কপিConclusion:
Last Updated : Jul 16, 2019, 6:07 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.