ETV Bharat / state

স্বাস্থ্যদপ্তরে চাকরির সুযোগ, শূন্যপদ আট হাজারেরও বেশি - চাকরি

স্টাফ নার্স (গ্রেড II) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ হেলথ্ রিক্রুটমেন্ট বোর্ড । মহিলা ও পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jul 15, 2019, 8:52 PM IST

Updated : Jul 15, 2019, 9:12 PM IST

কলকাতা, 15 জুলাই : স্টাফ নার্স (গ্রেড II) নিয়োগের সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ হেলথ্ রিক্রুটমেন্ট বোর্ডের । নিয়োগ হবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে । 19 জুলাই থেকে 29 জুলাই পর্যন্ত করা যাবে আবেদন । 29 জুলাই রাত 8 টা অবধি আবেদন করা যাবে । www.wbhrb.in- এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রার্থীরা । আপাতত অস্থায়ী হিসেবে এই নিয়োগ হবে, তবে পরে স্থায়ী হয়ে যেতে পারে চাকরি ।

মোট শূন্যপদ 8159 । আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীও । GNM, বেসিক বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং ক্যাটেগরির প্রার্থীরা আবেদন করতে পারবেন ।

যোগ্যতামান :

ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং সংশ্লিষ্ট স্টেট নার্সিং কাউন্সিল থেকে অনুমোদিত যে কোনও নার্সিং ট্রেনিং স্কুল/কলেজ অফ নার্সিং থেকে জেনেরাল নার্সিং বা মিডওয়াইফারি/বেসিক বিএসসি নার্সিং/পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স পাশ করতে হবে প্রার্থীকে ।

পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল থেকে মহিলা/পুরুষ নার্স মিডওয়াইফারি হিসেবে রেজিস্ট্রেশন থাকতে হবে ।

বাংলা / নেপালিতে কথা বলতে এবং লিখতে জানতে হবে ।

01.01.2019-এ প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 39 বছরের মধ্যে । SC/ST/OBC/PWD-দের জন্য নিয়মানুযায়ী ছাড় থাকছে ।

ফি : 210 টাকা । SC/ST/PWD-প্রার্থীদের আবেদন করতে কোনও ফি জমা দিতে হবে না ।

এই বিষয়ে বিস্তারিত জানতে প্রার্থীরা www.wbhrb.in-এ প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিটিতে নজর রাখুন।

Disclaimer : চাকরি সংক্রান্ত খবরটুকু শুধু দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু না । প্রার্থীদের কাছে অনুরোধ, আবেদন করার আগে নিয়োগ ও পরীক্ষা সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তিটি ভালোভাবে খুঁটিয়ে দেখুন ও তা অনুসরণ করুন ।

কলকাতা, 15 জুলাই : স্টাফ নার্স (গ্রেড II) নিয়োগের সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ হেলথ্ রিক্রুটমেন্ট বোর্ডের । নিয়োগ হবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে । 19 জুলাই থেকে 29 জুলাই পর্যন্ত করা যাবে আবেদন । 29 জুলাই রাত 8 টা অবধি আবেদন করা যাবে । www.wbhrb.in- এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রার্থীরা । আপাতত অস্থায়ী হিসেবে এই নিয়োগ হবে, তবে পরে স্থায়ী হয়ে যেতে পারে চাকরি ।

মোট শূন্যপদ 8159 । আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীও । GNM, বেসিক বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং ক্যাটেগরির প্রার্থীরা আবেদন করতে পারবেন ।

যোগ্যতামান :

ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং সংশ্লিষ্ট স্টেট নার্সিং কাউন্সিল থেকে অনুমোদিত যে কোনও নার্সিং ট্রেনিং স্কুল/কলেজ অফ নার্সিং থেকে জেনেরাল নার্সিং বা মিডওয়াইফারি/বেসিক বিএসসি নার্সিং/পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স পাশ করতে হবে প্রার্থীকে ।

পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল থেকে মহিলা/পুরুষ নার্স মিডওয়াইফারি হিসেবে রেজিস্ট্রেশন থাকতে হবে ।

বাংলা / নেপালিতে কথা বলতে এবং লিখতে জানতে হবে ।

01.01.2019-এ প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 39 বছরের মধ্যে । SC/ST/OBC/PWD-দের জন্য নিয়মানুযায়ী ছাড় থাকছে ।

ফি : 210 টাকা । SC/ST/PWD-প্রার্থীদের আবেদন করতে কোনও ফি জমা দিতে হবে না ।

এই বিষয়ে বিস্তারিত জানতে প্রার্থীরা www.wbhrb.in-এ প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিটিতে নজর রাখুন।

Disclaimer : চাকরি সংক্রান্ত খবরটুকু শুধু দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু না । প্রার্থীদের কাছে অনুরোধ, আবেদন করার আগে নিয়োগ ও পরীক্ষা সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তিটি ভালোভাবে খুঁটিয়ে দেখুন ও তা অনুসরণ করুন ।

Intro:স্টাফ নার্স (গ্রেড II ) নিয়োগের সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ হেলথ্ রিক্রুটমেন্ট বোর্ডের। নিয়োগ হবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে। ১৯ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত করা যাবে আবেদন। ২৯ জুলাই রাত ৮ টা অবধি আবেদন করা যাবে। www.wbhrb.in-এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রার্থীরা। আপাতত অস্থায়ী হিসেবে এই নিয়োগ হবে, তবে পরে স্থায়ী হয়ে যেতে পারে চাকরি।Body:মোট শূন্যপদ ৮১৫৯ পদটি। আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীও। GNM, বেসিক বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং ক্যাটিগরির প্রার্থীরা আবেদন করতে পারবেন।

যোগ্যতামান :
ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং সংশ্লিষ্ট স্টেট নার্সিং কাউন্সিল থেকে অনুমোদিত যে কোনও নার্সিং ট্রেনিং স্কুল/কলেজ অফ নার্সিং থেকে জেনেরাল নার্সিং বা মিডউইফ্রি/বেসিক বিএসসি নার্সিং/পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স পাশ করতে হবে প্রার্থীকে।

পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল থেকে মহিলা/পুরুষ নার্স মিডউইফ্রি হিসেবে রেজিস্ট্রেশন থাকতে হবে

বাংলা / নেপালিতে কথা বলতে এবং লিখতে জানতে হবে

০১.০১.২০১৯-এ প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে। SC/ST/OBC/PWD-দের জন্য নিয়মানুযায়ী ছাড় থাকছে।

ফি : ২১০ টাকা। SC/ST/PWD-প্রার্থীদের আবেদন করতে কোনও ফি জমা দিতে হবে না।

এই বিষয়ে বিস্তারিত জানতে প্রার্থীরা www.wbhrb.in-এ প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিটিতে নজর রাখুন।

Conclusion:Disclaimer : চাকরি সংক্রান্ত খবরটুকু শুধু দেয় ETV ভারত বাংলা। এর বেশি কিছু না। প্রার্থীদের কাছে অনুরোধ, আবেদন করার আগে নিয়োগ ও পরীক্ষা সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তিটি ভালোভাবে খুঁটিয়ে দেখুন ও তা অনুসরণ করুন ।
Last Updated : Jul 15, 2019, 9:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.