কলকাতা, 15 মে : অমিত শাহ ও রোড শো-র আয়োজকদের বিরুদ্ধে FIR-এর সিদ্ধান্ত নিল বিদ্যাসাগর কলেজ । আজ কলেজের গভর্নিং বডির বৈঠকে এই সিদ্ধান্ত হয় । একথা জানালেন কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট তথা ইতিহাস বিভাগের অধ্যাপক জীবন মুখোপাধ্যায় । গতকাল অমিত শাহের রোড শো-কে কেন্দ্র করে কলেজ স্ট্রিটে তুমুল গোলমাল হয় । তখন বিদ্যাসাগর কলেজ চত্বরে ঢুকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙে দুষ্কৃতীরা ।
জীবনবাবু বলেন, " আমরা প্রাথমিকভাবে আলোচনা করেছি । আলোচনা করে আমরা একটা নিন্দা প্রস্তাব এনেছি । GB - (গভর্নিং বডি)-তে নিন্দা প্রস্তাব নেওয়া হয়েছে । সমস্ত টিচিং, নন- টিচিং স্টাফ, স্টুডেন্টদের নিয়ে একটা মিটিং-এ বসব । সেই মিটিংয়ে বসে আমরা এই ঘটনার নিন্দা করব । এরপরে আমরা FIR করব । আমরা সরকারের কাছে একটা রিপোর্ট পাঠাচ্ছি । রিপোর্টে ক্ষয়ক্ষতির পরিমাণ, কীভাবে গোটা ব্যাপারটা ঘটল তা থাকবে । আজকেই রিপোর্ট পাঠাব । "
FIR কার বিরুদ্ধে করা হবে?
জীবনবাবু বলেন, " FIR হবে রোড-শো অর্গানাইজারদের বিরুদ্ধে এবং অমিত শাহর বিরুদ্ধে হবে।"
বিদ্যাসাগরের মূর্তি কি আবার তৈরি করা হবে?
জীবনবাবু বলেন, "একশোবার হবে । বাঙালি জাতি যতদিন থাকবে, হিন্দু-মুসলমান, বাঙালি, বিদ্যাসাগর আমাদের হৃদয়ে অক্ষুন্ন থাকবেন । আমি যখন শুনলাম এই জাতীয় ঘটনা হয়েছে আমি তখন একটা মিটিংয়ে ছিলাম আমার এলাকাতে । কেঁদে ফেললাম আমি । আমরা যখন ঢুকতাম তখন আমরা বিদ্যাসাগরের মূর্তির কাছে প্রণাম করে ঢুকতাম । ন্যাচারালি এই জিনিসটা আমাদের পক্ষে সহ্য করা বড় মুশকিলের ।"
সরকারের কাছে কী সাহায্য চাইবেন ক্ষয়ক্ষতির জন্য?
জীবনবাবু বলেন, "সাহায্য এখনও কিছু আসেনি আমাদের কাছে। আমরা রিপোর্টটা আগে দিই । তবে, ইতিমধ্যে আমাদের প্রাক্তন পড়ুয়া যাঁরা রয়েছেন, তাঁরা অনেকেই বলেছেন, আমরা কলেজের এই ব্যাপারটায় সাহায্য করব । সুতরাং আমাদের এই বিদ্যাসাগর কলেজ ও বিদ্যাসাগরের যে স্ট্যাচু এবং এই ব্যাপারটার প্রতি আমাদের প্রাক্তন পড়ুয়াদের যে শ্রদ্ধা আছে তা এর দ্বারা প্রমাণিত হল । কালকে রাতে তাঁরা অনেকেই এসেছিলেন । আজকেও তাঁরা অনেকেই এসেছেন। আরও আসবেন তাঁরা ।"
আজ বিদ্যাসাগর কলেজের ভিতরে গভর্নিং বডির বৈঠক চলার সময় কলেজের বাইরে অবস্থানে বসেন TMCP-র সদস্যরা । ঘটনার তীব্র নিন্দা করেন কলেজের গভর্নিং বডির সদস্যরা । গভর্নিং বডির বিশ্ববিদ্যালয় নমিনি উদয় শংকর হাজরা বলেন, " সাহায্যটা কোনও ব্যাপার না। আমরা নিজেরাই এটা করে নিতে পারব। আমরা নিন্দার ভাষা খুঁজে পাচ্ছি না যে এই ঘটনাটা ঘটতে পারে। অর্থ দিয়ে যে কোনও সময় এটা মেক-আপ করা যায় । বুকের ক্ষত, মনের ক্ষত, এটা কে মেক-আপ করবে আমাদের ?"