ETV Bharat / state

খুলে দেওয়া হল উলটোডাঙা উড়ালপুলের এয়ারপোর্টগামী শাখা - Kolkata

উলটোডাঙা উড়ালপুলের এয়ারপোর্টগামী শাখাটি খুলে দেওয়া হয়েছে । পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, উড়ালপুল মেরামত করতে প্রায় দু'মাস সময় লেগে যাবে ।

উলটোডাঙা উড়ালপুল
author img

By

Published : Jul 11, 2019, 11:56 PM IST

উলটোডাঙা, 11 জুলাই : খুলে দেওয়া হল উলটোডাঙা উড়ালপুলের এয়ারপোর্টগামী শাখা । আজ রাত 9টা 50 মিনিটে উড়ালপুলের এই শাখাটি খুলে দেওয়া হয় । পাশাপাশি উলটোডাঙাগামী শাখাটি মেরামতের জন্য বন্ধ রাখা হয়েছে ।

9 জুলাই (মঙ্গলবার) উলটোডাঙা উড়ালপুলের পিলারে ফাটল নজরে আসে । উড়ালপুলে বসানো সেনসরের মাধ্যমে ফাটলটি ধরা পড়ে । সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেওয়া হয় যান চলাচল । EM বাইপাস হয়ে বিমানবন্দরগামী যান চলাচলের জন্য চিংড়িঘাটা উড়ালপুল ব্যবহারের নির্দেশ দেয় KMDA । তাছাড়া বিমানবন্দরগামী গাড়িগুলিকে AJC বোস রোড, APC রায় রোড, শ্যামবাজার 5 পয়েন্ট, RG কর রোড ও যশোর রোড ব্যবহারের নির্দেশ দেওয়া হয় ।

আজ পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, উড়ালপুল পরিদর্শন করেছে বিশেষজ্ঞ দল । মোট আটটি জায়গায় ফাটল ধরা পড়েছে । সেই জায়গাগুলি মেরামত করে আজই চালু হবে উলটোডাঙা উড়ালপুল । এরপরই চালু হয় উড়ালপুলের এয়ারপোর্টগামী শাখা ।

ফিরহাদ হাকিম আরও বলেন, "উড়ালপুল মেরামত করতে প্রায় দু'মাস সময় লেগে যাবে । সেক্ষেত্রে বেইলি ব্রিজ তৈরি করা হবে ।"

উলটোডাঙা, 11 জুলাই : খুলে দেওয়া হল উলটোডাঙা উড়ালপুলের এয়ারপোর্টগামী শাখা । আজ রাত 9টা 50 মিনিটে উড়ালপুলের এই শাখাটি খুলে দেওয়া হয় । পাশাপাশি উলটোডাঙাগামী শাখাটি মেরামতের জন্য বন্ধ রাখা হয়েছে ।

9 জুলাই (মঙ্গলবার) উলটোডাঙা উড়ালপুলের পিলারে ফাটল নজরে আসে । উড়ালপুলে বসানো সেনসরের মাধ্যমে ফাটলটি ধরা পড়ে । সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেওয়া হয় যান চলাচল । EM বাইপাস হয়ে বিমানবন্দরগামী যান চলাচলের জন্য চিংড়িঘাটা উড়ালপুল ব্যবহারের নির্দেশ দেয় KMDA । তাছাড়া বিমানবন্দরগামী গাড়িগুলিকে AJC বোস রোড, APC রায় রোড, শ্যামবাজার 5 পয়েন্ট, RG কর রোড ও যশোর রোড ব্যবহারের নির্দেশ দেওয়া হয় ।

আজ পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, উড়ালপুল পরিদর্শন করেছে বিশেষজ্ঞ দল । মোট আটটি জায়গায় ফাটল ধরা পড়েছে । সেই জায়গাগুলি মেরামত করে আজই চালু হবে উলটোডাঙা উড়ালপুল । এরপরই চালু হয় উড়ালপুলের এয়ারপোর্টগামী শাখা ।

ফিরহাদ হাকিম আরও বলেন, "উড়ালপুল মেরামত করতে প্রায় দু'মাস সময় লেগে যাবে । সেক্ষেত্রে বেইলি ব্রিজ তৈরি করা হবে ।"

Intro:উল্টোডাঙ্গা ফ্লাইওভার হবে তা এখনো অনিশ্চিত। গতকাল সন্ধ্যায় ফ্লাইওভারে ফাটল ধরা পড়ার পরই তড়িঘড়ি ফ্লাইওভারটি বন্ধ করে দেওয়া হয় সাধারণের জন্য। এই ফ্লাইওভার কবে খোলা হবে তা তা নির্ভর করছে বিশেষজ্ঞদের রিপোর্টের উপর।মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন মুম্বাই থেকে বিশেষজ্ঞরা আজ আসছেন কলকাতায়। আগামী কাল এপিসোড অল পরিদর্শনে যাবে উল্টোডাঙ্গা ফ্লাইওভারে। এই বিশেষজ্ঞ দলের রিপোর্টের উপর নির্ভর করছে তবে এই ফ্লাইওভার চালু করা যাবে।Body:গতকালকে এমডিএফ এক বিশেষজ্ঞ দল উল্টোডাঙা ফ্লাইওভার পরিদর্শনে যায়। উল্টোডাঙা ফ্লাইওভারে ফাটল নজরে আসার পরে ফ্লাইওভারটি বন্ধ করে দেওয়া হয়।মুম্বাই থেকে আসা বিশেষজ্ঞ দল এর রিপোর্ট অনুযায়ী এই ফ্লাইওভার থেকে চালু করা হবে জানিয়েছেন মেয়র। যানজটের কথা মেনে নিয়ে মেয়র জানিয়েছেন মানুষের নিরাপত্তার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জীবনের ঝুঁকি নিয়ে ফ্লাইওভারটি চালু রাখার সম্ভব নয়। তাই বিশেষজ্ঞ দল জেল খাটবে রিপোর্ট দেবে ঠিক সেইভাবেই ফ্লাইওভারটি মেরামতি করা হবে।Conclusion:সেইসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন ইতিমধ্যেই মাজেরহাট ব্রিজ কাজ শুরু হয়ে গেছে। ঠিকমতো কাজ হলে এ বছরের শেষেই মাজেরহাট ব্রিজ খুলে দেয়া হবে জনসাধারণের জন্য।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.