হাওড়া, 5 জুলাই : রেলে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করল রেলের ভিজিলেন্স বিভাগ । একজনের নাম স্বপনকুমার রায় । তাকে হাওড়া স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে । অন্যজনকে পূর্ব রেলের সদর দপ্তর ফেয়ারলি প্লেসের কাছে গ্রেপ্তার করা হয় । তার পরিচয় জানানো হয়নি ।
রেলে চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে ফেয়ারলি প্লেসের কাছে একজন টাকা হাতাচ্ছিল । খবর পেয়েই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে ভিজিলেন্স বিভাগ । অন্যদিকে, হাওড়া স্টেশনে নিজেকে হেড TTE বলে পরিচয় দিচ্ছিল এক ব্যক্তি । তাকে দেখে সন্দেহ হয় ভিজিলেন্স অফিসারদের । তল্লাশি চালিয়ে তার থেকে বেশ কয়েকটি ভুয়ো TTE নেম কার্ড, মোবাইল এবং ট্যাব উদ্ধার হয় । জিজ্ঞাসাবাদে উঠে আসে, রেলে চাকরি দেওয়ার নাম করে এর আগেও অনেককে ঠকিয়েছে সে । পরে দুজনকেই পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।
তদন্তকারীদের অনুমান, প্রতারণার পিছনে বড় কোনও চক্র কাজ করছে । তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ।