ETV Bharat / state

রেলে চাকরির টোপে প্রতারণা, গ্রেপ্তার 2 - TTE

একজনকে হাওড়া স্টেশন থেকে গ্রেপ্তার করেছে ভিজিলেন্স বিভাগ । অপরজনকে পূর্ব রেলের সদর দপ্তর ফেয়ারলি প্লেসের কাছে গ্রেপ্তার করা হয়েছে । তদন্তকারীদের অনুমান, এর পিছনে বড় কোনও চক্র কাজ করছে ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jul 5, 2019, 6:35 AM IST

হাওড়া, 5 জুলাই : রেলে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করল রেলের ভিজিলেন্স বিভাগ । একজনের নাম স্বপনকুমার রায় । তাকে হাওড়া স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে । অন্যজনকে পূর্ব রেলের সদর দপ্তর ফেয়ারলি প্লেসের কাছে গ্রেপ্তার করা হয় । তার পরিচয় জানানো হয়নি ।

রেলে চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে ফেয়ারলি প্লেসের কাছে একজন টাকা হাতাচ্ছিল । খবর পেয়েই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে ভিজিলেন্স বিভাগ । অন্যদিকে, হাওড়া স্টেশনে নিজেকে হেড TTE বলে পরিচয় দিচ্ছিল এক ব্যক্তি । তাকে দেখে সন্দেহ হয় ভিজিলেন্স অফিসারদের । তল্লাশি চালিয়ে তার থেকে বেশ কয়েকটি ভুয়ো TTE নেম কার্ড, মোবাইল এবং ট্যাব উদ্ধার হয় । জিজ্ঞাসাবাদে উঠে আসে, রেলে চাকরি দেওয়ার নাম করে এর আগেও অনেককে ঠকিয়েছে সে । পরে দুজনকেই পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।

তদন্তকারীদের অনুমান, প্রতারণার পিছনে বড় কোনও চক্র কাজ করছে । তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ।

হাওড়া, 5 জুলাই : রেলে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করল রেলের ভিজিলেন্স বিভাগ । একজনের নাম স্বপনকুমার রায় । তাকে হাওড়া স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে । অন্যজনকে পূর্ব রেলের সদর দপ্তর ফেয়ারলি প্লেসের কাছে গ্রেপ্তার করা হয় । তার পরিচয় জানানো হয়নি ।

রেলে চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে ফেয়ারলি প্লেসের কাছে একজন টাকা হাতাচ্ছিল । খবর পেয়েই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে ভিজিলেন্স বিভাগ । অন্যদিকে, হাওড়া স্টেশনে নিজেকে হেড TTE বলে পরিচয় দিচ্ছিল এক ব্যক্তি । তাকে দেখে সন্দেহ হয় ভিজিলেন্স অফিসারদের । তল্লাশি চালিয়ে তার থেকে বেশ কয়েকটি ভুয়ো TTE নেম কার্ড, মোবাইল এবং ট্যাব উদ্ধার হয় । জিজ্ঞাসাবাদে উঠে আসে, রেলে চাকরি দেওয়ার নাম করে এর আগেও অনেককে ঠকিয়েছে সে । পরে দুজনকেই পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।

তদন্তকারীদের অনুমান, প্রতারণার পিছনে বড় কোনও চক্র কাজ করছে । তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ।

Intro:কলকাতা, 5 জুলাই: দিনের আলোয় হাওড়া স্টেশনে চলছিল জালিয়াতি। আরপিএফ, জিআরপি সহ রেলকর্মীদের মাঝেই। কিন্তু শেষ রক্ষা হল না। ধরা পড়ে গেল জাল TTE। রেল দপ্তরের ভিজিলেন্স ডিপার্টমেন্টের বিশেষ নজরদারিতে উঠে এল রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্র। ঘটনায় আপাতত গ্রেপ্তার করা হয়েছে দু'জনকে।Body:লোকাল ট্রেনের কম্পার্টমেন্ট কিংবা বড় রেলওয়ে স্টেশন। সর্বত্রই চলছে প্রচার। “ রেলের চাকরি বিক্রি হয় না। কঠোর পরিশ্রমই আপনাকে সাফল্য এনে দিতে পারে।" সেই প্রচারে যে কাজের কাজ হয়নি প্রমাণ মিলল এবার। বেকারত্বের জ্বালায় জ্বলতে থাকা কিছু যুবক খড়কুটোর মতো আঁকড়ে ধরেছিল একজনকে। তিনি নাকি রেলের চাকরি করিয়ে দিতে পারেন। পূর্ব রেলের সদর দপ্তর ফেয়ারলি প্লেসের কাছে ওই প্রতারক চাকরিপ্রার্থীকে বোঝাচ্ছিল আরো টাকা দেওয়ার জন্য। বিষয়টি রেলের ভিজিলান্স অফিসার এবং আরপিএফ এর নজর চলে আসে। রেল সূত্রে খবর ওই ব্যক্তিকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ওই ব্যক্তির নাম পরিচয় গোপন রাখা হয়েছে। কারণ, তদন্তকারীদের ধারণা এর পেছনে রয়েছে বড় চক্র। রেল দপ্তর সূত্রে খবর, সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে তল্লাশি শুরু হয়েছে।Conclusion:অন্যদিকে, হাওড়া স্টেশনে দিনের আলোয় এই কর্মীদের সামনেই এক ব্যক্তি নিজেকে হেড TTE বলে মাতব্বরি করছিল। তাকে পাকড়াও করে ভিজিলান্স অফিসাররা। জিজ্ঞাসাবাদ করতে জানা যায়, তার নাম স্বপন কুমার রায়। তল্লাশি চালাতে তার কাছ থেকে বেরিয়ে পড়ে বেশ কয়েকটি রেলের আসল TTE দের মত নেম কার্ড, মোবাইল ফোন এবং ট্যাব। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, সেও রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্রের সঙ্গে জড়িত। এর আগে বহু ব্যক্তিকে রেলে চাকরি দেওয়ার নামে ঠকিয়েছে সে। ধৃত দু'জনকেই তুলে দেয়া হয়েছে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের হাতে। রেলের তরফে জানানো হয়েছে এবার থেকে নিরবিচ্ছিন্ন এমন অভিযান চলবে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.