ETV Bharat / state

21 জুলাই : বাড়ছে ভিড় ধর্মতলায় - ২১ শে জুলাই

সকাল থেকেই 21 জুলাইয়ের সমাবেশে আসছে তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ ধীরে ধীরে সমাবেশে জমায়েত হচ্ছে তৃণমূল কর্মী সমর্থকরা ৷ তবে রাজনৈতিক মহলের বক্তব্য, অন্যবারের তুলনায় এবার ভিড় কিছুটা কম ৷

ভিড়
author img

By

Published : Jul 21, 2019, 10:26 AM IST

Updated : Jul 21, 2019, 12:22 PM IST

কলকাতা, 21 জুলাই : 21 জুলাইয়ের সমাবেশ উপলক্ষ্যে সকাল থেকেই তৃণমূল কর্মী-সমর্থকরা ব্রিগেডে ভিড় জমাতে শুরু করেছে ৷ শিয়ালদা-মৌলালি, শ্যামবাজার, হাওড়া থেকে আসছে মিছিল ৷ তবে, অন্যবারের তুলনায় এবার জনসমাগম কিছুটা হলেও কম ৷ তা নিয়ে চিন্তিত নন তৃণমূল নেতারা ৷ তাঁদের বক্তব্য , বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই পুরো ভরে যাবে সমাবেশ ৷

লোকসভা ভোটের পর তৃণমূল কংগ্রেসের সবথেকে বড় সমাবেশ ৷ যা তৃণমূলের কাছে অগ্নিপরীক্ষা ৷ বিশেষত, রাজ্যে BJP-র উত্থানের মধ্যে 21 জুলাইয়ের সমাবেশ সফলভাবে করাই বড় চ্যালেঞ্জ ৷ তাই এবার আয়োজনে কোনও খামতি রাখেনি তৃণমূল ৷ কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে সভাস্থানের উদ্দেশে রওনা দিয়েছে তৃণমূল কর্মীরা ৷ শ্যামবাজার পাঁচমাথা মোড়ের তৃণমূল কর্মীরা জমায়েত করে ৷ সেজন্য পাঁচমাথা মোড়ে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে ৷ সেখান থেকে গিরিশ পার্ক, মহাত্মা গান্ধি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, চাঁদনি চক দিয়ে সমাবেশের মঞ্চে যাচ্ছে ৷ বেশ কয়েকটি মিছিল শ্যামবাজার, হাতিবাগান, বিধান সরণি, সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে সভাস্থানে যাচ্ছে ৷ শিয়ালদা থেকেও তৃণমূল কর্মীরা সভাস্থানে যাচ্ছে ৷ গতকাল উত্তরবঙ্গ থেকে কর্মী চলে এসেছিল ৷ আজ মূলত নদিয়া, বহরমপুর থেকে তৃণমূল কর্মীরা এসেছেন ৷ তবে, অন্যবারের নিরিখে ভিড় বেশ কিছুটা ফিকে ৷

দেখুন ভিডিয়ো

পাশাপাশি, সল্টলেকের সেন্ট্রাল পার্ক থেকে বাইপাস পর্যন্ত প্রায় হাজার দেড়েক তৃণমূল কর্মী মিছিল করে ৷ মিছিলে বাউল গান, আদিবাসী নৃত্য, রবীন্দ্র সংগীত পরিবেশিত হয় ৷ সেখান থেকে বাসে করে ধর্মতলার উদ্দেশে রওনা দিয়েছে ৷ হাওড়া ব্রিজ থেকে 5 হাজার লোকের একটি মিছিল ধর্মতলার দিকে যাচ্ছে ৷ হাওড়া জেটিতেও মোটের উপর ভিড় রয়েছে ৷ নজরদারি চালাচ্ছে রিভার ট্র্যাফিক পুলিশ ৷ মাইকিং করছে ৷ রাত থেকেই একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হয়েছে ৷ কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন মোড়ে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে ।

অন্যদিকে, ধর্মতলায় সমাবেশের মঞ্চে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, সোনালি গুহরা ৷ তাঁরা মঞ্চের তদারকি করছেন ৷ সভা সকাল 11টার সময় শুরু হলেও মমতা বন্দ্যোপাধ্যায় একটা নাগাদ আসবেন ৷ তবে, এবার জনসমাগম নিয়ে সংশয়ী ছিলেন খোদ মমতা ৷ রাজনৈতিক মহলের বক্তব্য, তাঁর সংশয় যে খুব একটা ভুল ছিল না, তা সকাল থেকেই স্পষ্ট ৷ অন্যবার সকাল সাড়ে 9টা করে মোটামুটি ভরে যায় সভাস্থান ৷ কিন্তু, এবার ভিড় কিছুটা কম নজরে পড়েছে ৷

Sahid Diwas
শহিদ দিবসে ধর্মতলায় ভিড় তৃণমূল কর্মীদের

কলকাতা, 21 জুলাই : 21 জুলাইয়ের সমাবেশ উপলক্ষ্যে সকাল থেকেই তৃণমূল কর্মী-সমর্থকরা ব্রিগেডে ভিড় জমাতে শুরু করেছে ৷ শিয়ালদা-মৌলালি, শ্যামবাজার, হাওড়া থেকে আসছে মিছিল ৷ তবে, অন্যবারের তুলনায় এবার জনসমাগম কিছুটা হলেও কম ৷ তা নিয়ে চিন্তিত নন তৃণমূল নেতারা ৷ তাঁদের বক্তব্য , বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই পুরো ভরে যাবে সমাবেশ ৷

লোকসভা ভোটের পর তৃণমূল কংগ্রেসের সবথেকে বড় সমাবেশ ৷ যা তৃণমূলের কাছে অগ্নিপরীক্ষা ৷ বিশেষত, রাজ্যে BJP-র উত্থানের মধ্যে 21 জুলাইয়ের সমাবেশ সফলভাবে করাই বড় চ্যালেঞ্জ ৷ তাই এবার আয়োজনে কোনও খামতি রাখেনি তৃণমূল ৷ কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে সভাস্থানের উদ্দেশে রওনা দিয়েছে তৃণমূল কর্মীরা ৷ শ্যামবাজার পাঁচমাথা মোড়ের তৃণমূল কর্মীরা জমায়েত করে ৷ সেজন্য পাঁচমাথা মোড়ে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে ৷ সেখান থেকে গিরিশ পার্ক, মহাত্মা গান্ধি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, চাঁদনি চক দিয়ে সমাবেশের মঞ্চে যাচ্ছে ৷ বেশ কয়েকটি মিছিল শ্যামবাজার, হাতিবাগান, বিধান সরণি, সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে সভাস্থানে যাচ্ছে ৷ শিয়ালদা থেকেও তৃণমূল কর্মীরা সভাস্থানে যাচ্ছে ৷ গতকাল উত্তরবঙ্গ থেকে কর্মী চলে এসেছিল ৷ আজ মূলত নদিয়া, বহরমপুর থেকে তৃণমূল কর্মীরা এসেছেন ৷ তবে, অন্যবারের নিরিখে ভিড় বেশ কিছুটা ফিকে ৷

দেখুন ভিডিয়ো

পাশাপাশি, সল্টলেকের সেন্ট্রাল পার্ক থেকে বাইপাস পর্যন্ত প্রায় হাজার দেড়েক তৃণমূল কর্মী মিছিল করে ৷ মিছিলে বাউল গান, আদিবাসী নৃত্য, রবীন্দ্র সংগীত পরিবেশিত হয় ৷ সেখান থেকে বাসে করে ধর্মতলার উদ্দেশে রওনা দিয়েছে ৷ হাওড়া ব্রিজ থেকে 5 হাজার লোকের একটি মিছিল ধর্মতলার দিকে যাচ্ছে ৷ হাওড়া জেটিতেও মোটের উপর ভিড় রয়েছে ৷ নজরদারি চালাচ্ছে রিভার ট্র্যাফিক পুলিশ ৷ মাইকিং করছে ৷ রাত থেকেই একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হয়েছে ৷ কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন মোড়ে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে ।

অন্যদিকে, ধর্মতলায় সমাবেশের মঞ্চে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, সোনালি গুহরা ৷ তাঁরা মঞ্চের তদারকি করছেন ৷ সভা সকাল 11টার সময় শুরু হলেও মমতা বন্দ্যোপাধ্যায় একটা নাগাদ আসবেন ৷ তবে, এবার জনসমাগম নিয়ে সংশয়ী ছিলেন খোদ মমতা ৷ রাজনৈতিক মহলের বক্তব্য, তাঁর সংশয় যে খুব একটা ভুল ছিল না, তা সকাল থেকেই স্পষ্ট ৷ অন্যবার সকাল সাড়ে 9টা করে মোটামুটি ভরে যায় সভাস্থান ৷ কিন্তু, এবার ভিড় কিছুটা কম নজরে পড়েছে ৷

Sahid Diwas
শহিদ দিবসে ধর্মতলায় ভিড় তৃণমূল কর্মীদের
Last Updated : Jul 21, 2019, 12:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.