ETV Bharat / state

মহম্মদ আলি পার্কে এবছর দুর্গাপুজো হচ্ছে না, উদ্যোক্তাদের চিঠি পৌরনিগমকে

দর্শনার্থীদের সুরক্ষার কথা ভেবে এবছর পুজো মহম্মদ আলি পার্কে হচ্ছে না দুর্গা পুজো । পরিবর্তে তারাচাঁদ দত্ত লেনের মুনলাইট সিনেমা হলের কাছে পুজোর জন্য অনুমতি চাওয়া হয়েছে পুজো উদ্যোক্তাদের তরফে ।

author img

By

Published : Jul 4, 2019, 9:43 PM IST

Updated : Jul 4, 2019, 10:35 PM IST

মহম্মদ আলি পার্ক

কলকাতা, 4 জুলাই : এবছর মহম্মদ আলি পার্কে দুর্গাপুজো করা যাবে না । কারণ পার্কের অবস্থা বিপজ্জনক । তাই মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত পুজো উদ্যোক্তাদের । পুজো উদ্যোক্তাদের তরফে অন্যত্র পুজো করার অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছে কলকাতা পৌরনিগমে । তাদের পক্ষ থেকে তারাচাঁদ দত্ত লেনের মুনলাইট সিনেমা হলের কাছে পুজোর জন্য অনুমতি চাওয়া হয়েছে ।

kolkata, durgapuja
মহম্মদ আলি পার্ক

কলকাতার ঐতিহ্যবাহী পুজোগুলির মধ্যে অন্যতম এই পুজো । প্রচুর মানুষ প্রতিবছর এই পুজো দেখতে আসেন । গত মার্চ মাসে পার্কের জলাধারটির একাংশ ভেঙে পড়েছিল । জলাধারের উপরে পার্কটি তৈরি হওয়ায় জলাধারের ভালবের মুখগুলি বন্ধ হয়ে গিয়েছে । ব্রিটিশ আমলে তৈরি হওয়া জলাধারটির দীর্ঘদিন মেরামতি হয়নি । ফলে বহু জায়গায় ফাটল ধরেছে । উল্লেখ্য, জলাধারটি থেকে উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ করা হয় । তাই মহম্মদ আলি পার্কটি আপাতত জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে । গত জুনে মেয়র পার্ক পরিদর্শনে গিয়েছিলেন । জলাধার মেরামতির জন্য একটি বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগ জলাধারটির মেরামতি সংক্রান্ত রিপোর্ট দেবে কলকাতা পৌরনিগমকে । রিপোর্ট পাওয়ার পর শুরু হবে মেরামতির কাজ । মেয়র জানিয়েছিলেন, যে অংশে জলাধার রয়েছে সেই অংশে পুজো করা যাবে না । তবে পার্কের অন্য অংশে প্রয়োজনে অস্থায়ী কাঠামো বানিয়ে পুজো করা যেতে পারে । তবে দুর্ঘটনার আশঙ্কায় পুজো কমিটির তরফ থেকেই পার্ক চত্বরে এবছর পুজো না করার সিদ্ধান্ত নেওয়া হয় । তারাচাঁদ দত্ত লেনের মুনলাইট সিনেমাহলের কাছে পুজো করার অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয় ।

kolkata, durgapuja
মহম্মদ আলি পার্ক

মেয়র পারিষদ (উদ্যান) দেবাশিস কুমার বলেন, " যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট আসার পর আমরা বিষয়টি বিবেচনা করব । " এবছর মহম্মদ আলি পার্কের পুজোর 51 তম বর্ষ । পুজোর কমিটির আহ্বায়ক নরেশ জৈন জানিয়েছেন, 1959 সাল থেকে 1982 সাল পর্যন্ত এই পুজো হত তারাচাঁদ দত্ত লেনের মুনলাইট সিনেমার পাশেই । পরে 1982 সালে মহম্মদ আলি পার্কে এই পুজো স্থানান্তরিত করা হয় । এবছর দুর্ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে পুজো কমিটি । আগামী বছর পার্কের মেরামতির কাজ সম্পূর্ণ হলে ফের মহম্মদ আলি পার্কেই পুজো করা হবে ।

কলকাতা, 4 জুলাই : এবছর মহম্মদ আলি পার্কে দুর্গাপুজো করা যাবে না । কারণ পার্কের অবস্থা বিপজ্জনক । তাই মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত পুজো উদ্যোক্তাদের । পুজো উদ্যোক্তাদের তরফে অন্যত্র পুজো করার অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছে কলকাতা পৌরনিগমে । তাদের পক্ষ থেকে তারাচাঁদ দত্ত লেনের মুনলাইট সিনেমা হলের কাছে পুজোর জন্য অনুমতি চাওয়া হয়েছে ।

kolkata, durgapuja
মহম্মদ আলি পার্ক

কলকাতার ঐতিহ্যবাহী পুজোগুলির মধ্যে অন্যতম এই পুজো । প্রচুর মানুষ প্রতিবছর এই পুজো দেখতে আসেন । গত মার্চ মাসে পার্কের জলাধারটির একাংশ ভেঙে পড়েছিল । জলাধারের উপরে পার্কটি তৈরি হওয়ায় জলাধারের ভালবের মুখগুলি বন্ধ হয়ে গিয়েছে । ব্রিটিশ আমলে তৈরি হওয়া জলাধারটির দীর্ঘদিন মেরামতি হয়নি । ফলে বহু জায়গায় ফাটল ধরেছে । উল্লেখ্য, জলাধারটি থেকে উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ করা হয় । তাই মহম্মদ আলি পার্কটি আপাতত জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে । গত জুনে মেয়র পার্ক পরিদর্শনে গিয়েছিলেন । জলাধার মেরামতির জন্য একটি বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগ জলাধারটির মেরামতি সংক্রান্ত রিপোর্ট দেবে কলকাতা পৌরনিগমকে । রিপোর্ট পাওয়ার পর শুরু হবে মেরামতির কাজ । মেয়র জানিয়েছিলেন, যে অংশে জলাধার রয়েছে সেই অংশে পুজো করা যাবে না । তবে পার্কের অন্য অংশে প্রয়োজনে অস্থায়ী কাঠামো বানিয়ে পুজো করা যেতে পারে । তবে দুর্ঘটনার আশঙ্কায় পুজো কমিটির তরফ থেকেই পার্ক চত্বরে এবছর পুজো না করার সিদ্ধান্ত নেওয়া হয় । তারাচাঁদ দত্ত লেনের মুনলাইট সিনেমাহলের কাছে পুজো করার অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয় ।

kolkata, durgapuja
মহম্মদ আলি পার্ক

মেয়র পারিষদ (উদ্যান) দেবাশিস কুমার বলেন, " যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট আসার পর আমরা বিষয়টি বিবেচনা করব । " এবছর মহম্মদ আলি পার্কের পুজোর 51 তম বর্ষ । পুজোর কমিটির আহ্বায়ক নরেশ জৈন জানিয়েছেন, 1959 সাল থেকে 1982 সাল পর্যন্ত এই পুজো হত তারাচাঁদ দত্ত লেনের মুনলাইট সিনেমার পাশেই । পরে 1982 সালে মহম্মদ আলি পার্কে এই পুজো স্থানান্তরিত করা হয় । এবছর দুর্ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে পুজো কমিটি । আগামী বছর পার্কের মেরামতির কাজ সম্পূর্ণ হলে ফের মহম্মদ আলি পার্কেই পুজো করা হবে ।

Intro:মোহাম্মদ আলী পার্কে এবছর দূর্গা পূজা না করার অনুমতির জন্য আবেদন জানিয়ে চিঠি দিল পুজো উদ্যোক্তারা কলকাতা পৌরনিগমে। মোহাম্মদ আলী উদ্যোক্তা অ্যাসোসিয়েশন এবছর মোহাম্মদ আলী পার্কের পুজো না করে অন্যত্র পুজো করার অনুমতির জন্য চিঠি দিয়েছে কলকাতা পৌরনিগমে। মেয়র পরিষদ উদ্যান দেবাশীষ কুমার জানিয়েছেন তারা চাঁদ স্ট্রিটে মুনলাইট সিনেমা হল এর কাছে পুজো উদ্যোক্তারা পুজোর জন্য আবেদন করে চিঠি দিয়েছে পুজো কমিটি। জনসাধারণের নিরাপত্তার কথা ভেবেই এই আবেদন করেছে পুজো কমিটি। মোহাম্মদ আলী পার্ক বিপদজনক অবস্থায় কারণেই এই সিদ্ধান্ত। বর্তমানে পার্কটি বন্ধ করা আছে জনসাধারণের জন্য।


Body:কলকাতার ঐতিহ্যবাহী পুজো গুলির মধ্যে একটি অন্যতম নাম মোহাম্মদ আলী পার্ক এর দুর্গাপুজো। মানুষ দূর-দূরান্ত থেকে আসে এই পুজো দেখতে। গত মার্চ মাসে মোহাম্মদ আলী পার্ক এর জলাধারটি একাংশ ভেঙে বিপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। জলাধার এর ওপর পার্ক তৈরি হওয়ার ফলে জলাধারের ভালবের মুখ গুলি বন্ধ হয়ে যায়। ব্রিটিশ আমলে তৈরি হওয়া এই জলাধার দীর্ঘ দিন মেরামত না হওয়ার ফলে বহু জায়গায় ফাটল ধরেছে। এই জলাধার থেকে উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ হয়। বর্তমানে মোহাম্মদ আলী পার্ক টি বন্ধ করা হয়েছে জনসাধারণের জন্য। গত জুন মাসে মেয়র পর্যবেক্ষণে গিয়েছিলেন মোহাম্মদ আলী পার্কে। এই জলাধার মেরামতির জন্য একটি বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং বিভাগ এই জলাধারের রিপোর্ট দেবে কলকাতা পৌরনিগমকে। রিপোর্ট পাওয়ার পর এই মেরামতির কাজ শুরু হবে। মেয়র জানিয়েছিলেন যে অংশে জলাধার রয়েছে সেই অংশে পুজো করা যাবে না। তবে পার্কের যে অংশে মাটি রয়েছে সেখানে পুজো করা যেতে পারে প্রয়োজনে অস্থায়ী স্ট্রাকচার বানিয়ে পূজা করার কথা পূজা কমিটি কে জানানো হয়েছিল। মেয়াদকাল সর্ট দেবাশীষ কুমার জানিয়েছে অস্থায়ী স্ট্রাকচার লাগিয়ে কলকাতা পৌরনিগম মোহাম্মদ আলী পার্ক পূজা করার জন্য অনুমতি দিয়েছিল পুজো কমিটিকে। তবে যে কোন রকম দুর্ঘটনা কে এড়াতে পুজো কমিটির নিজেই এই ইচ্ছা প্রকাশ করে কলকাতা পৌর নিগমের সদর দপ্তরে চিঠি দিয়েছে। তারা চাঁদ স্ট্রীট এর মুনলাইট সিনেমা হল এর কাছে তারা পুজো করার জন্য অনুমতি চেয়েছে। আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে পুজো কমিটির কাছে। তবে রাস্তা বন্ধ করে পুজো পড়া নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। নির্দেশিকা না দেখে বিষয়ে কিছু বলেন বলব না জানিয়েছেন দেবাশীষ কুমার।


Conclusion:এবছর মোহাম্মদ আলী পার্ক এর 51 তম বর্ষ। পুজোর উদ্যোক্তা আহবায়ক নরেশ জৈন জানিয়েছেন 1 959 সাল থেকে 1982 সাল পর্যন্ত এই তারা চাঁদ স্ট্রিটে মুনলাইট সিনেমার পাশেই এই পুজো হত। পরে 19 82 সালে মোহাম্মদ আলী পার্কে এই পুজো স্থানান্তরিত হয়। । বর্তমানে মোহাম্মদ আলী পার্কে অবস্থা খুবই আশঙ্কাজনক । যে কোন রকম দুর্ঘটনা কে রাতেই এই সিদ্ধান্ত নিয়েছে পুজো কমিটি। পূজা কমিটি চাইছে এ বছর পুরনো জায়গাতেই পুজো করার অনুমতি দেওয়া হোক। আগামী বছর মোহাম্মদ আলী পার্ক সম্পূর্ণভাবে মেরামতির কাজ হয়ে গেলে ফের মোহাম্মদ আলী পার্ক পূজা হবে
Last Updated : Jul 4, 2019, 10:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.