ETV Bharat / state

ফের মেট্রোয় ঝাঁপ, অফিস টাইমে চূড়ান্ত দুর্ভোগ - Kolkata Metro

ডাউন লাইনে দমদম থেকে শ্যামবাজার পর্যন্ত 36 মিনিট মেট্রো চলাচল বন্ধ থাকে । পরে স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jun 20, 2019, 10:27 AM IST

Updated : Jun 20, 2019, 1:58 PM IST

কলকাতা, 20 জুন : মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক ব্যক্তি । এর জেরে ডাউন লাইনে দমদম থেকে শ্যামবাজার পর্যন্ত 36 মিনিট মেট্রো চলাচল বন্ধ ছিল । অফিস টাইমে মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা ।

আজ সকাল 9 টা 33 মিনিট নাগাদ কবি সুভাষগামী একটি মেট্রো শ্যামবাজারে ঢুকছিল । সেই সময় মাঝ বয়সি এক ব্যক্তি মেট্রোর সামনে ঝাঁপ মারেন । থার্ড লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয় । আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর ।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম অমিয়কুমার মণ্ডল । তিনি নোয়াপাড়ার বাসিন্দা । আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি ।

কলকাতা, 20 জুন : মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক ব্যক্তি । এর জেরে ডাউন লাইনে দমদম থেকে শ্যামবাজার পর্যন্ত 36 মিনিট মেট্রো চলাচল বন্ধ ছিল । অফিস টাইমে মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা ।

আজ সকাল 9 টা 33 মিনিট নাগাদ কবি সুভাষগামী একটি মেট্রো শ্যামবাজারে ঢুকছিল । সেই সময় মাঝ বয়সি এক ব্যক্তি মেট্রোর সামনে ঝাঁপ মারেন । থার্ড লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয় । আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর ।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম অমিয়কুমার মণ্ডল । তিনি নোয়াপাড়ার বাসিন্দা । আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি ।

Intro:অনুব্রত মন্ডলের মামলা Body:
মানস নস্কর---

অনুব্রত মন্ডলের নজরবন্দির উপর কোন অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল না হাইকোর্ট

কলকাতা ২৯ এপ্রিলঃ
নির্বাচন কমিশন অনুব্রত মন্ডলের বিরুদ্ধে যে নজরবন্দির ব্যাবস্থা গ্রহন করেছে তার উপর কোন অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল না হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক দুই পক্ষকেই আগামী তিন সপ্তাহের মধ্যে এই বিষয়ে হলফনামা পেশের নির্দেশ দিয়েছেন।

আজ সকালে অনুব্রত মন্ডলের তরফে আইনজীবী বৈশ্বানর চ্যাটার্জি সকালে বিচারপতি দেবাংশু বসাকের সিংগল বেঞ্চে এসে জানান তার মক্কেলের বিরুদ্ধে নির্বাচন একটা অসাংবিধানিক পদক্ষেপে গ্রহণ করেছে। ২৮ তারিখ তাকে একটি ইমেল পাঠিয়ে জানানো হয়েছে ২৮ তারিখ সন্ধ্যা ৬ টা থেকে ৩০ এপ্রিল সকাল ৭ টা পর্যন্ত তার উপর নজরদারি থাকবে ইলেকশন কমিশনের। তখন বিচারপতি দেবাংশু বসাক জানান ফ্রি এন্ড ফেয়ার ইলেকশনের জন্য নির্বাচন কমিশন একটা সিদ্ধান্ত নিয়েছে তাতে সমস্যা কোথায়?তখন আইনজীবী জানান এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী। তখন বিচারপতি বলেন ঠিক আছে আপনি নির্বাচন কমিশনের তরফে আইনজীবী জিনি আছেন তাকে বিষয়টি জানান। বেলা ১২টার সময় আমি বিষয়টি শুনবো।

বেলা ১২টায় মামলার শুনানি শুরু হলে অনুব্রত মন্ডলের তরফে আইনজীবী প্রথমেই বলেন," আমার মক্কেলের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে। এই মুহুর্তে ওনার স্ত্রী ক্যানসারের পেশেন্ট। তার চিকিৎসা চলছে টাটা ক্যান্সার হাসপাতালে। কিছুদিন আগে মা মারা গেছে। এই পরিস্থিতিতে তিনি কারো সাথে জোগাজোগ রাখতে পারছেন না।এটা সংবিধানের বিরোধী। "

কিন্ত বিচারপতি দুই পক্ষের বক্তব্য শোনার পর নির্বাচন কমিশনের নির্দেশের উপর কোন অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেন নি।পাশাপাশি আগামী তিন সপ্তাহের মধ্যে দুপক্ষকেই হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাতে বলেছেন তিনি।

প্রসঙ্গত অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফে মামলা দায়ের করেন আইনজীবী বৈশ্বানর চ্যাটার্জি। মামলার যখন শুনানি চলছে সেই সময় বাইরে সামান্য জটলা তৈরি হয়।এবং বিচারপতি দেবাংশু বসাকের এজলাস থেকে মামলার শুনানি শেষ করে বেরতেই তার মামলা লড়া নিয়ে ছি ছি করতে থাকেন বেশ কিছু আইনজীবী। Conclusion:
Last Updated : Jun 20, 2019, 1:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.