কলকাতা, 16 মে : রাজ্যের 9টি লোকসভা কেন্দ্রে প্রচার শেষের সময়সীমা এগিয়ে আনা হয়েছে । একইভাবে সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে মদ বিক্রি ও পরিবেশন বন্ধের সময়ও এগিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে । আজ রাত 10টার পর থেকে 9টি লোকসভা কেন্দ্রে মদ বিক্রি বা পরিবেশন করা যাবে না । আগামী রবিবার ভোট প্রক্রিয়া চলা পর্যন্ত এই বিধিনিষেধ লাগু থাকবে । আবগারি দপ্তর এই নির্দেশিকা জারি করেছে ।
আগামী রবিবার রাজ্যের 9টি লোকসভা কেন্দ্রে ভোট । নিয়ম অনুযায়ী, শুক্রবার বিকেল 5টা পর্যন্ত রাজনৈতিক দলগুলি প্রচার করতে পারত । তারপর থেকে সংশ্লিষ্ট 9টি লোকসভা কেন্দ্রে মদ বিক্রি ও পরিবেশন বন্ধ থাকত। কিন্তু, রাজ্যের আইনশৃঙ্খলার পরিবর্তিত পরিস্থিতিতে প্রচার শেষের সময়সীমা এগিয়ে আনে নির্বাচন কমিশন । জানানো হয়, আজ রাত 10টা পর থেকে লোকসভা ভোটের সপ্তম দফার প্রচার বন্ধ থাকবে । সংবিধানের 324 ধারা প্রয়োগ করে এই বিশেষ নির্দেশ দেয় নির্বাচন কমিশন ।
আজ রাত থেকেই ওই 9টি লোকসভা কেন্দ্রে মদ বিক্রি ও পরিবেশন বন্ধের উপর নির্দেশ দেয় নির্বাচন কমিশন । তারপর আবগারি দপ্তরের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়, ওই 9টি কেন্দ্রের হোটেল, রেস্তরাঁ, ধাবা, টুরিস্ট লজ, দোকান সহ সমস্ত পাবলিক ও প্রাইভেট প্লেসে মদ বিক্রি বা পরিবেশন করা যাবে না । রবিবার ভোট পর্ব চলা পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে । অন্যদিকে, রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য সেই এলাকাগুলিতে শনিবার বিকেল পাঁচটা থেকে মদ বিক্রি বন্ধ থাকবে ।