ETV Bharat / state

বাড়ল অস্থায়ী সরকারি কর্মীদের বেতন - Salary

বাড়ানো হল অস্থায়ী সরকারি কর্মীদের বেতন । পাশাপাশি, প্রতিবছর 1 জুলাই তিন শতাংশ হারে বেতন বাড়বে ।

টাকা
author img

By

Published : Jul 16, 2019, 12:00 AM IST

কলকাতা, 16 জুলাই : ঘোষণা হয়েছিল রাজ্য বাজেটে । সেইমতো বেতন বাড়ানো হল অস্থায়ী সরকারি ঠিকাকর্মীদের । গতকাল এবিষয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয় । চলতি মাস থেকেই সুবিধা পাবেন সরকারি ঠিকাকর্মীরা ।

গতবছর বঙ্গবিভূষণের মঞ্চ । সিভিক ভলান্টিয়ার ও আশা কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সঙ্গে অন্যান্য সরকারি কর্মীদের ও একগুচ্ছ সুযোগ-সুবিধা বাড়ানোর কথা বলেন । তারও আগে মুর্শিদাবাদে একটি প্রশাসনিক বৈঠকে খোলা মঞ্চে মুখ্যমন্ত্রীর ঘোষণা ছিল, ঠিকা শ্রমিকদের চাকরির সুরক্ষার । তিনি ঘোষণা করেন, 60 বছর পর্যন্ত অস্থায়ী কর্মীরা চাকরি করতে পারবেন । সেই ব্যবস্থা করছে সরকার । পাশাপাশি আরও কয়েকটি সামাজিক সুরক্ষা প্রকল্প নিয়ে আসার কথা বলেন অস্থায়ী কর্মীদের । এমন কী সিভিক ভলান্টিয়াররাও আসবেন এই প্রকল্পের আওতায় । পরে গত রাজ্য বাজেটে অর্থমন্ত্রী অমিত মিত্র ঘোষণা করেন, অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির । গতকাল সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হল ।

Salary
রাজ্য সরকারের বিজ্ঞপ্তি

ঠিক কত টাকা মাইনে পাবেন অস্থায়ী কর্মীরা ?

গ্রুপ D কর্মী :

  • 5 বছর পর্যন্ত অভিজ্ঞতাসম্পন্ন কর্মীরা পাবেন 12 হাজার টাকা ।
  • 5-10 বছর পর্যন্ত অভিজ্ঞতাসম্পন্ন কর্মীরা পাবেন 14 হাজার টাকা ।
  • 10-15 বছর পর্যন্ত কর্মীরা পাবেন 16 হাজার টাকা ।
  • 15-20 বছর পর্যন্ত অভিজ্ঞতাসম্পন্ন কর্মীরা পাবেন 19 হাজার টাকা ।
  • 20 বছরের অধিক অভিজ্ঞতাসম্পন্ন কর্মীরা পাবেন 22 হাজার টাকা ।


গ্রুপ C কর্মী :

  • 5 বছর পর্যন্ত অভিজ্ঞতাসম্পন্ন কর্মীরা পাবেন 13 হাজার 500 টাকা ।
  • 5-10 বছর পর্যন্ত অভিজ্ঞতাসম্পন্ন কর্মীরা পাবেন 15 হাজার 500 টাকা ।
  • 10-15 বছর পর্যন্ত কর্মীরা পাবেন 18 হাজার টাকা ।
  • 15-20 বছর পর্যন্ত অভিজ্ঞতাসম্পন্ন কর্মীরা পাবেন 21 হাজার টাকা ।
  • 20 বছরের অধিক অভিজ্ঞতাসম্পন্ন কর্মীরা পাবেন 24 হাজার 500 টাকা ।

গ্রুপ A ও B গ্রুপে যদি কোনও অস্থায়ী কর্মী থাকেন তাদের ক্ষেত্রে অর্থদপ্তর সংশ্লিষ্ট ক্ষেত্র অনুযায়ী বেতন বৃদ্ধি করা হবে । রাজ্য সরকারের ঘোষণা, প্রতিবছর 1 জুলাই তিন শতাংশ হারে বেতন বাড়বে । 60 বছর পর্যন্ত নিশ্চয়তার সঙ্গে কাজ করতে পারবেন অস্থায়ী কর্মীরা । অবসর সময় তাঁরা পাবেন 3 লাখ টাকা । অস্থায়ী কর্মী এবং তার পরিবারের সদস্যরা স্বাস্থ্যসাথি প্রকল্পের অন্তর্ভুক্ত হবেন । মাতৃত্বকালীন ছুটি 180 দিন পাওয়া যাবে ।

কলকাতা, 16 জুলাই : ঘোষণা হয়েছিল রাজ্য বাজেটে । সেইমতো বেতন বাড়ানো হল অস্থায়ী সরকারি ঠিকাকর্মীদের । গতকাল এবিষয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয় । চলতি মাস থেকেই সুবিধা পাবেন সরকারি ঠিকাকর্মীরা ।

গতবছর বঙ্গবিভূষণের মঞ্চ । সিভিক ভলান্টিয়ার ও আশা কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সঙ্গে অন্যান্য সরকারি কর্মীদের ও একগুচ্ছ সুযোগ-সুবিধা বাড়ানোর কথা বলেন । তারও আগে মুর্শিদাবাদে একটি প্রশাসনিক বৈঠকে খোলা মঞ্চে মুখ্যমন্ত্রীর ঘোষণা ছিল, ঠিকা শ্রমিকদের চাকরির সুরক্ষার । তিনি ঘোষণা করেন, 60 বছর পর্যন্ত অস্থায়ী কর্মীরা চাকরি করতে পারবেন । সেই ব্যবস্থা করছে সরকার । পাশাপাশি আরও কয়েকটি সামাজিক সুরক্ষা প্রকল্প নিয়ে আসার কথা বলেন অস্থায়ী কর্মীদের । এমন কী সিভিক ভলান্টিয়াররাও আসবেন এই প্রকল্পের আওতায় । পরে গত রাজ্য বাজেটে অর্থমন্ত্রী অমিত মিত্র ঘোষণা করেন, অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির । গতকাল সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হল ।

Salary
রাজ্য সরকারের বিজ্ঞপ্তি

ঠিক কত টাকা মাইনে পাবেন অস্থায়ী কর্মীরা ?

গ্রুপ D কর্মী :

  • 5 বছর পর্যন্ত অভিজ্ঞতাসম্পন্ন কর্মীরা পাবেন 12 হাজার টাকা ।
  • 5-10 বছর পর্যন্ত অভিজ্ঞতাসম্পন্ন কর্মীরা পাবেন 14 হাজার টাকা ।
  • 10-15 বছর পর্যন্ত কর্মীরা পাবেন 16 হাজার টাকা ।
  • 15-20 বছর পর্যন্ত অভিজ্ঞতাসম্পন্ন কর্মীরা পাবেন 19 হাজার টাকা ।
  • 20 বছরের অধিক অভিজ্ঞতাসম্পন্ন কর্মীরা পাবেন 22 হাজার টাকা ।


গ্রুপ C কর্মী :

  • 5 বছর পর্যন্ত অভিজ্ঞতাসম্পন্ন কর্মীরা পাবেন 13 হাজার 500 টাকা ।
  • 5-10 বছর পর্যন্ত অভিজ্ঞতাসম্পন্ন কর্মীরা পাবেন 15 হাজার 500 টাকা ।
  • 10-15 বছর পর্যন্ত কর্মীরা পাবেন 18 হাজার টাকা ।
  • 15-20 বছর পর্যন্ত অভিজ্ঞতাসম্পন্ন কর্মীরা পাবেন 21 হাজার টাকা ।
  • 20 বছরের অধিক অভিজ্ঞতাসম্পন্ন কর্মীরা পাবেন 24 হাজার 500 টাকা ।

গ্রুপ A ও B গ্রুপে যদি কোনও অস্থায়ী কর্মী থাকেন তাদের ক্ষেত্রে অর্থদপ্তর সংশ্লিষ্ট ক্ষেত্র অনুযায়ী বেতন বৃদ্ধি করা হবে । রাজ্য সরকারের ঘোষণা, প্রতিবছর 1 জুলাই তিন শতাংশ হারে বেতন বাড়বে । 60 বছর পর্যন্ত নিশ্চয়তার সঙ্গে কাজ করতে পারবেন অস্থায়ী কর্মীরা । অবসর সময় তাঁরা পাবেন 3 লাখ টাকা । অস্থায়ী কর্মী এবং তার পরিবারের সদস্যরা স্বাস্থ্যসাথি প্রকল্পের অন্তর্ভুক্ত হবেন । মাতৃত্বকালীন ছুটি 180 দিন পাওয়া যাবে ।

Intro:কলকাতা, 15 জুলাই: ঘোষণা হয়েছিল রাজ্য বাজেটে। সরকারি ঠিকা কর্মীদের বেতন বাড়ানোর প্রস্তাব রেখেছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। ঘোষণা করেছিলেন, একগুচ্ছ সুযোগ-সুবিধার। সঙ্গে 60 বছর পর্যন্ত চাকরির নিশ্চয়তা। আজ জারি হল সে বিষয়ে সরকারি নোটিফিকেশন। চলতি মাস থেকেই সুবিধা পাবেন সরকারি টিকা কর্মীরা। Body:গতবছর বঙ্গবিভূষণের মঞ্চ। সিভিক ভলান্টিয়ার ও আশা কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে অন্যান্য সরকারি কর্মীদের ও একগুচ্ছ সুযোগ-সুবিধা বাড়ানোর কথা বলেন। তারও আগে মুর্শিদাবাদে একটি প্রশাসনিক বৈঠকে খোলা মঞ্চে মুখ্যমন্ত্রীর ঘোষণা ছিল, ঠিকা শ্রমিকদের চাকরির সুরক্ষার। তিনি ঘোষণা করেন, ষাট বছর পর্যন্ত অস্থায়ী কর্মীরা চাকরি করতে পারবেন। সেই ব্যবস্থা করছে সরকার। পাশাপাশি আরও কয়েকটি সামাজিক সুরক্ষা প্রকল্প নিয়ে আসার কথা বলেন অস্থায়ী কর্মীদের। এমনকি সিভিক ভলেন্টিয়াররাও আসবেন এই প্রকল্পের আওতায়। পরে গত রাজ্য বাজেটে অমিত মিত্র ঘোষণা করেন, অস্থায়ী কর্মীদের ভাতা বৃদ্ধির। আজ সেই সংক্রান্ত নোটিফিকেশন জারি হল।
Conclusion:ঠিক কত টাকা মাইনে পাবেন অস্থায়ী কর্মীরা?

গ্রুপ ডির ক্ষেত্রে--

৫ বছর পর্যন্ত অভিজ্ঞতাসম্পন্ন কর্মীরা পাবেন ১২ হাজার টাকা। পাঁচ থেকে দশ বছর পর্যন্ত অভিজ্ঞতাসম্পন্ন কর্মীরা পাবেন 14 হাজার টাকা। 10 থেকে 15 বছর পর্যন্ত কর্মীরা পাবেন 16 হাজার টাকা। 15 থেকে কুড়ি বছর পর্যন্ত অভিজ্ঞতাসম্পন্ন কর্মীরা পাবেন 19 হাজার টাকা। কুড়ি বছরের অধিক অভিজ্ঞতা সম্পন্ন কর্মীরা পাবেন ২২ হাজার টাকা।

গ্রুপ সি কর্মীদের ক্ষেত্রে--

পাঁচ বছর পর্যন্ত অভিজ্ঞতাসম্পন্ন কর্মীরা পাবেন ১৩.৫০০ টাকা। পাঁচ থেকে দশ বছর পর্যন্ত অভিজ্ঞতাসম্পন্ন কর্মীরা পাবেন ১৫.৫০০ হাজার টাকা। 10 থেকে 15 বছর পর্যন্ত কর্মীরা পাবেন ১৮ হাজার টাকা। 15 থেকে কুড়ি বছর পর্যন্ত অভিজ্ঞতাসম্পন্ন কর্মীরা পাবেন ২১ হাজার টাকা। কুড়ি বছরের অধিক অভিজ্ঞতা সম্পন্ন কর্মীরা পাবেন ২৪.৫০০ হাজার টাকা।

বি এবং এ গ্রুপে যদি কোন অস্থায়ী কর্মী থাকেন তাদের ক্ষেত্রে অর্থ দপ্তর কেস টু কেস বিচার করে ঠিক করবে মাইনে। রাজ্য সরকারের ঘোষণা, প্রতিবছর 1 জুলাই এই মাইনে 3 শতাংশ হারে বাড়বে। 60 বছর পর্যন্ত নিশ্চয়তার সঙ্গে কাজ করতে পারবেন অস্থায়ী কর্মীরা। অবসর সময় তারা পাবেন 3 লাখ টাকা। অস্থায়ী কর্মী এবং তার পরিবারের সদস্যরা স্বাস্থ্য সাথী প্রকল্পের অন্তর্ভুক্ত হবেন। প্রতি বছর বৃষ্টি অতিরিক্ত ছুটি এবং চিকিৎসা সংক্রান্ত কারণে আরও দশটি অতিরিক্ত সূত্রটি পাবেন অস্থায়ী কর্মীরা। মহিলাদের ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি হিসেবে 180 দিন ছুটি পেতে পারেন মহিলারা। সরকারের তরফে এই নোটিফিকেশন জারির পর খুশিতে বেড়েছে অস্থায়ী কর্মীরা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.