কলকাতা, 16 জুলাই : ঘোষণা হয়েছিল রাজ্য বাজেটে । সেইমতো বেতন বাড়ানো হল অস্থায়ী সরকারি ঠিকাকর্মীদের । গতকাল এবিষয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয় । চলতি মাস থেকেই সুবিধা পাবেন সরকারি ঠিকাকর্মীরা ।
গতবছর বঙ্গবিভূষণের মঞ্চ । সিভিক ভলান্টিয়ার ও আশা কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সঙ্গে অন্যান্য সরকারি কর্মীদের ও একগুচ্ছ সুযোগ-সুবিধা বাড়ানোর কথা বলেন । তারও আগে মুর্শিদাবাদে একটি প্রশাসনিক বৈঠকে খোলা মঞ্চে মুখ্যমন্ত্রীর ঘোষণা ছিল, ঠিকা শ্রমিকদের চাকরির সুরক্ষার । তিনি ঘোষণা করেন, 60 বছর পর্যন্ত অস্থায়ী কর্মীরা চাকরি করতে পারবেন । সেই ব্যবস্থা করছে সরকার । পাশাপাশি আরও কয়েকটি সামাজিক সুরক্ষা প্রকল্প নিয়ে আসার কথা বলেন অস্থায়ী কর্মীদের । এমন কী সিভিক ভলান্টিয়াররাও আসবেন এই প্রকল্পের আওতায় । পরে গত রাজ্য বাজেটে অর্থমন্ত্রী অমিত মিত্র ঘোষণা করেন, অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির । গতকাল সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হল ।
ঠিক কত টাকা মাইনে পাবেন অস্থায়ী কর্মীরা ?
গ্রুপ D কর্মী :
- 5 বছর পর্যন্ত অভিজ্ঞতাসম্পন্ন কর্মীরা পাবেন 12 হাজার টাকা ।
- 5-10 বছর পর্যন্ত অভিজ্ঞতাসম্পন্ন কর্মীরা পাবেন 14 হাজার টাকা ।
- 10-15 বছর পর্যন্ত কর্মীরা পাবেন 16 হাজার টাকা ।
- 15-20 বছর পর্যন্ত অভিজ্ঞতাসম্পন্ন কর্মীরা পাবেন 19 হাজার টাকা ।
- 20 বছরের অধিক অভিজ্ঞতাসম্পন্ন কর্মীরা পাবেন 22 হাজার টাকা ।
গ্রুপ C কর্মী :
- 5 বছর পর্যন্ত অভিজ্ঞতাসম্পন্ন কর্মীরা পাবেন 13 হাজার 500 টাকা ।
- 5-10 বছর পর্যন্ত অভিজ্ঞতাসম্পন্ন কর্মীরা পাবেন 15 হাজার 500 টাকা ।
- 10-15 বছর পর্যন্ত কর্মীরা পাবেন 18 হাজার টাকা ।
- 15-20 বছর পর্যন্ত অভিজ্ঞতাসম্পন্ন কর্মীরা পাবেন 21 হাজার টাকা ।
- 20 বছরের অধিক অভিজ্ঞতাসম্পন্ন কর্মীরা পাবেন 24 হাজার 500 টাকা ।
গ্রুপ A ও B গ্রুপে যদি কোনও অস্থায়ী কর্মী থাকেন তাদের ক্ষেত্রে অর্থদপ্তর সংশ্লিষ্ট ক্ষেত্র অনুযায়ী বেতন বৃদ্ধি করা হবে । রাজ্য সরকারের ঘোষণা, প্রতিবছর 1 জুলাই তিন শতাংশ হারে বেতন বাড়বে । 60 বছর পর্যন্ত নিশ্চয়তার সঙ্গে কাজ করতে পারবেন অস্থায়ী কর্মীরা । অবসর সময় তাঁরা পাবেন 3 লাখ টাকা । অস্থায়ী কর্মী এবং তার পরিবারের সদস্যরা স্বাস্থ্যসাথি প্রকল্পের অন্তর্ভুক্ত হবেন । মাতৃত্বকালীন ছুটি 180 দিন পাওয়া যাবে ।