ETV Bharat / state

ভারতী ঘনিষ্ঠ প্রদীপ রথের জামিন মঞ্জুর - jalpaiguri circuit bench

বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চ প্রদীপবাবুর শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছে।

জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে
author img

By

Published : Apr 18, 2019, 4:48 PM IST

কলকাতা ১৮ এপ্রিল : ভারতী ঘোষের ঘনিষ্ঠ পুলিশ আধিকারিক প্রদীপ রথের জামিন মঞ্জুর করল হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। গতকাল জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলাটির শুনানি ছিল। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চ প্রদীপবাবুর শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছে। শর্ত হিসেবে তদন্ত চলাকালীন বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনও থানাতেই ঢুকতে পারবেন না প্রদীপবাবু। শুধুমাত্র তদন্তের স্বার্থে তাঁকে ডাকা হলে তবেই তিনি যাবেন।

আলিপুরদুয়ার থেকে প্রদীপবাবুকে চলতি বছরের 9 ফেব্রুয়ারি গ্রেপ্তার করে CID। প্রদীপবাবু আলিপুরদুয়ার পুলিশ সুপারের স্পেশাল অপারেশন গ্রুপের সাব অফিসার ইনচার্জ পদে ছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ভারতীর সঙ্গে ষড়যন্ত্র করে পুলিশের ইমেল হ্যাক করে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি "সানডে গার্ডিয়ান" বলে একটি পত্রিকাকে দেন। তাঁর বিরুদ্ধে CID 409, 167, 168, 120b ধারায় মামলা দায়ের করে।

এর আগে প্রদীপবাবুর বিরুদ্ধে দাসপুর থানায় সোনাপাচারের অভিযোগে FIR দায়ের হয়। সেই অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্ত সেই সময় তাঁর বিরুদ্ধে চার্জশিট দিতে পারেনি পুলিশ। ফলে সেই মামলায় তিনি জামিন পান।

গতকাল মামলাটি আদালতে উঠলে সরকারি আইনজীবী অদিতি শংকর চক্রবর্তী বলেন, "একজন পাবলিক সারভেন্ট হয়ে বিশ্বাসভঙ্গ করেছেন প্রদীপবাবু। তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে।" অন্যদিকে প্রদীপবাবুর আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় বলেন, "যেহেতু আমার মক্কেল ভারতী ঘোষের ঘনিষ্ঠ ছিলেন তাই পুলিশ তাঁকে বারবার গ্রেপ্তার করছে। তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণিত হয়নি অথচ ৬৯ দিন ধরে জেলে রাখা হয়েছে।" এরপরই বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চ প্রদীপবাবুর শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করে।

কলকাতা ১৮ এপ্রিল : ভারতী ঘোষের ঘনিষ্ঠ পুলিশ আধিকারিক প্রদীপ রথের জামিন মঞ্জুর করল হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। গতকাল জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলাটির শুনানি ছিল। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চ প্রদীপবাবুর শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছে। শর্ত হিসেবে তদন্ত চলাকালীন বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনও থানাতেই ঢুকতে পারবেন না প্রদীপবাবু। শুধুমাত্র তদন্তের স্বার্থে তাঁকে ডাকা হলে তবেই তিনি যাবেন।

আলিপুরদুয়ার থেকে প্রদীপবাবুকে চলতি বছরের 9 ফেব্রুয়ারি গ্রেপ্তার করে CID। প্রদীপবাবু আলিপুরদুয়ার পুলিশ সুপারের স্পেশাল অপারেশন গ্রুপের সাব অফিসার ইনচার্জ পদে ছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ভারতীর সঙ্গে ষড়যন্ত্র করে পুলিশের ইমেল হ্যাক করে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি "সানডে গার্ডিয়ান" বলে একটি পত্রিকাকে দেন। তাঁর বিরুদ্ধে CID 409, 167, 168, 120b ধারায় মামলা দায়ের করে।

এর আগে প্রদীপবাবুর বিরুদ্ধে দাসপুর থানায় সোনাপাচারের অভিযোগে FIR দায়ের হয়। সেই অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্ত সেই সময় তাঁর বিরুদ্ধে চার্জশিট দিতে পারেনি পুলিশ। ফলে সেই মামলায় তিনি জামিন পান।

গতকাল মামলাটি আদালতে উঠলে সরকারি আইনজীবী অদিতি শংকর চক্রবর্তী বলেন, "একজন পাবলিক সারভেন্ট হয়ে বিশ্বাসভঙ্গ করেছেন প্রদীপবাবু। তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে।" অন্যদিকে প্রদীপবাবুর আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় বলেন, "যেহেতু আমার মক্কেল ভারতী ঘোষের ঘনিষ্ঠ ছিলেন তাই পুলিশ তাঁকে বারবার গ্রেপ্তার করছে। তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণিত হয়নি অথচ ৬৯ দিন ধরে জেলে রাখা হয়েছে।" এরপরই বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চ প্রদীপবাবুর শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করে।

Intro:পুরুলিয়ার টুরগা জলবিদ্যুৎপ্রকল্পের কাজ আপাতত বন্ধই থাকবে। Body:মানস নস্কর---


অযোধ্যা পাহাড়ের টুরগা জলবিদ্যুৎ প্রকল্পের কাজ আগামী ৩১ অগাস্ট পর্যন্ত বন্ধ থাকবে -হাইকোর্ট

কলকাতা ১৭ এপ্রিল ঃ
পুরুলিয়া টুরগা জলবিদ্যুৎ প্রকল্পের উপর স্থগিতাদেশ আরো বাড়ালো। আগামী ৩১ অগাস্ট পর্যন্ত এই প্রকল্পের কাজের উপর স্থগিতাদেশের নির্দেশ দিলেন বিচারপতি দেবাংশু বসাক।

অযোধ্যা পাহাড়ের টুরগা জলবিদ্যুৎ প্রকল্পের কাজের উপর আগেই হাইকোর্ট ৩১ মার্চ পর্যন্ত স্থগিতাদেশ দিয়ে রাখায় আপাতত বন্ধ রয়েছে প্রকল্পের কাজ। সেই স্থগিতাদেশের সময়সীমা আজ আরো বাড়ালো বিচারপতির দেবাংশু বসাকের সিংগল বেঞ্চ।

আইনজীবীদের সুত্রে জানা যাচ্ছে, অযোধ্যা পাহাড়ের টুরগা ঝর্ণাকে লাজে লাগিয়ে জাপানের আর্থিক সহায়তায় প্রায় ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করে ২৩৪ হেক্টর জমির ওপর তৈরী করা হবে এই প্রকল্প।এর বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয় আদিবাসীদের থেকে শুরু করে বিভিন্ন পরিবেশ প্রেমী লোকজনও। ২০১৬ সাল থেকে এই প্রকল্পের কাজ শুরু হলেও গত বছরের শেষ দিক থেকে কাজ বন্ধ রয়েছে স্থানীয় মানুষের আন্দোলনের জন্য।বনদপ্তরের হিসাবে এই প্রকল্পের কাজ হলে প্রায় ১০ হাজার গাছ কেটে ফেলতে হবে।ফলে স্থানীয় আদিবাসী জনতা যাদের জীবন, জীবিকা নির্ভর করে এই বনভুমির উপর তারা পথে বসবেন।পাশাপাশি অযোধ্যা পাহাড়ের প্রাকৃতিক পরিবেশের উপরও এর প্রভাব পড়বে।প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে। এর দাবিতে এলাকারই লোকজন হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিসট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই প্রকল্পের মাধ্যমে ২৫০ মেগাওয়াট করে চারটি ইউনিটে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে তাদের।

আজ মামলাটি উঠলে, মামলাকারীদের তরফে আইনজীবী অম্বর মজুমদার ও শান্তনু চক্রবর্তী বলেন,"নির্বিচারে গাছ কাটা হচ্ছে।বনভূমি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে অবাদে এই কাজ চালানো হচ্ছে।স্থানীয় আদিবাসী জনগণ ও এর ফলে কর্মহারা হবে।কারন তারা জীবিকা নির্বাহ করে এই বনভূমিকে কেন্দ্র করেই।"অন্যদিকে রাজ্যের তরফে আইনজীবী শাক্য সেন বলেন,"আমরা ওদের পুনর্বাসনের কথা ভাবছি। আমাদের আরো একটু সময় দেওয়া হোক।"এরপরই বিচারপতি ৩১ অগাস্ট পর্যন্ত প্রকল্পের কাজের উপর স্থগিতাদেশ বজায় থাকবে বলে নির্দেশ দেন। Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.