কলকাতা, 9 জুলাই : মহিলা বক্সারকে হেনস্থার ঘটনায় 11 দিনের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট পেশ করল পুলিশ । ঘটনার প্রথমদিকে পুলিশি সাহায্য না পেলেও পরে তদন্তকারী অফিসারদের তৎপরতায় খুশি বক্সার সুমন কুমারী ।
28 জুন বেলা সাড়ে 11টা নাগাদ স্কুটিতে করে অফিসে যাচ্ছিলেন আন্তর্জাতিক স্তরের বক্সার সুমন কুমারী । মোমিনপুর বাসস্ট্যান্ডের কাছে তাঁর স্কুটির সামনে দাঁড়ায় এক যুবক । সুমনকে গালিগালাজ করে সে । বাসে ওঠার পরও সুমনকে লক্ষ্য করে গালিগালাজ করতে থাকে অভিযুক্ত ।
এই সংক্রান্ত আরও খবর : কলকাতার রাস্তায় মহিলা বক্সারকে হেনস্থা, দাঁড়িয়ে দেখল পুলিশ !
প্রতিবাদ করেন সুমন । বাসটিকে ধাওয়া করেন । পরের স্টপেজে বাস থামলে অভিযুক্তকে প্রশ্ন করেন, কেন তাঁকে গালিগালাজ করা হয়েছে । সুমনের অভিযোগ, এরপর ওই যুবক বাস থেকে নেমে তাঁকে মারতে উদ্যত হয় । গলা চেপে ধরে । তখন সামনেই দাঁড়িয়েছিলেন এক পুলিশকর্মী । তিনি কোনও সাহায্য করেননি । উলটে ওই পুলিশকর্মী থানায় গিয়ে অভিযোগ জানানোর পরামর্শ দেন । পরে ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সুমন ।
এই সংক্রান্ত আরও খবর : "আমি বক্সার বলে বাঁচতে পেরেছিলাম, সাধারণ মেয়েরা তো পারবে না"
এই খবর ETV ভারতে প্রকাশিত হতেই তৎপর হয় পুলিশ । সুমনের সঙ্গে যোগাযোগ করে অভিযোগ নথিভুক্ত করা হয় । সেদিনই সন্ধ্যায় তিন অভিযুক্ত রাহুল শর্মা, শেখ ফিরোজ়, ওয়াসিম খানকে গ্রেপ্তার করে দক্ষিণ বন্দর থানা । ধৃতদের সনাক্ত করেন সুমন । এরপর 11 দিনের মধ্যে চার্জশিট পেশ করল পুলিশ ।
এই সংক্রান্ত আরও খবর : ধন্যবাদ ETV ভারত : সুমন