কলকাতা, 19 এপ্রিল : কলকাতার হাসপাতালে ফের এক সোয়াইন ফ্লু আক্রান্তের মৃত্যু হল। মৃতের নাম কৃষ্ণা শর্মা (74)। বাড়ি নৈহাটির গরিফা অঞ্চলে। গতকাল তাঁর মৃত্যু হয় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে।
9 এপ্রিল থেকে সল্টলেকের ওই বেসরকারি হাসপাতালে কৃষ্ণা শর্মার চিকিৎসা চলছিল। হাসপাতাল সূত্রে খবর, সোয়াইন ফ্লু সন্দেহে ভরতি করানো হয়েছিল। এরপর পরীক্ষা-নিরীক্ষায় সোয়াইন ফ্লু অর্থাৎ, H1N1 ভাইরাস ধরা পড়ে। ওই বৃদ্ধা ডায়াবিটিসেও আক্রান্ত ছিলেন। চিকিৎসা চললেও ক্রমে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। যার জেরে তাঁকে শেষপর্যন্ত হাই ডিপেন্ডেন্সি ইউনিট (HDU)-এ রাখতে হয়েছিল। সেখানে গতকাল সকালে আচমকা তাঁর হার্ট অ্যাটাক হয়। ডেথ সার্টিফিকেটে এই হার্ট অ্যাটাকের কারণ হিসেবে H1N1 ভাইরাস সংক্রমণের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
এর আগে 21 মার্চ সল্টলেকের এই বেসরকারি হাসপাতালে 80 বছর বয়সি এক রোগিণীর মৃত্যু হয়েছিল। তিনিও সোয়াইন ফ্লু-তে আক্রান্ত ছিলেন। ওই বৃদ্ধা মহেশতলা মণ্ডলপাড়ার বাসিন্দা ছিলেন। এই নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত সোয়াইন ফ্লু আক্রান্ত 6 জনের মৃত্যুর কথা জানা গেল। মৃতদের মধ্যে 10 মাস বয়সি দুই শিশু এবং 62 ও 85 বছর বয়সি দুই বৃদ্ধাও রয়েছেন। গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সোয়াইন ফ্লু আক্রান্ত 6 জনের মৃত্যুর কথা জানা গেছিল।