ETV Bharat / state

লোকসভা নির্বাচনে সব্যসাচীর ভূমিকা BJP-র পক্ষে ভালো ছিল : মুকুল - mukul roy

আজ ICCR প্রেক্ষাগৃহে দলের সাংগঠনিক বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকুল রায় সব্যসাচী দত্তের প্রশংসা করেন ।

মুকুল
author img

By

Published : Jul 7, 2019, 3:41 PM IST

কলকাতা, 7 জুলাই : "বিগত লোকসভা নির্বাচনে সব্যসাচীর ভূমিকা BJP-র পক্ষে ভালো ছিল ।" আজ ICCR প্রেক্ষাগৃহে দলের সাংগঠনিক বৈঠকে এমনই বিস্ফোরক মন্তব্য করেন BJP নেতা মুকুল রায় ।

মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে মুকুল রায় বলেন, "বিগত লোকসভা নির্বাচনে বহু বিরোধী দলের বিধায়ক আমাদের পক্ষে কাজ করেছেন । তাই তো আমরা 121টি বিধানসভায় এগিয়ে আছি ।"

তিনি আরও বলেন, "বিধাননগরের দু'জন কাউন্সিলর ওর (সব্যসাচীর) বিপক্ষে । বাকি 44 জন ওর পক্ষে । তা হলে অঙ্কটা কী দাঁড়ায় ?"

কলকাতা, 7 জুলাই : "বিগত লোকসভা নির্বাচনে সব্যসাচীর ভূমিকা BJP-র পক্ষে ভালো ছিল ।" আজ ICCR প্রেক্ষাগৃহে দলের সাংগঠনিক বৈঠকে এমনই বিস্ফোরক মন্তব্য করেন BJP নেতা মুকুল রায় ।

মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে মুকুল রায় বলেন, "বিগত লোকসভা নির্বাচনে বহু বিরোধী দলের বিধায়ক আমাদের পক্ষে কাজ করেছেন । তাই তো আমরা 121টি বিধানসভায় এগিয়ে আছি ।"

তিনি আরও বলেন, "বিধাননগরের দু'জন কাউন্সিলর ওর (সব্যসাচীর) বিপক্ষে । বাকি 44 জন ওর পক্ষে । তা হলে অঙ্কটা কী দাঁড়ায় ?"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.