ETV Bharat / state

দীনেশ, অর্জুনকে নিয়ে বৈঠক মমতার - barrackpore

অর্জুন সিংয়ের BJP যোগ নিয়ে জোর চর্চার মধ্যেই আজ তাঁকে নবান্নে ডেকে পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়। অর্জুনের পাশাপাশি দীনেশ ত্রিবেদীকেও ডাকেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। দু'জনের সঙ্গে একান্ত বৈঠক করেন তিনি।

author img

By

Published : Mar 11, 2019, 8:15 PM IST

কলকাতা, ১১ মার্চ : অর্জুন সিংয়ের BJP যোগ নিয়ে জোর চর্চার মধ্যেই আজ তাঁকে নবান্নে ডেকে পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়। অর্জুনের পাশাপাশি দীনেশ ত্রিবেদীকেও ডাকেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। দু'জনের সঙ্গে একান্ত বৈঠক করেন তিনি। সূত্রের খবর, ব্যারাকপুর লোকসভা আসনের প্রার্থীপদ নিয়েই আলোচনা করেন তিনি। তবে বৈঠকের পরেও পরিষ্কার নয় তৃণমূলের তরফে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে টিকিট কাকে দেওয়া হবে, অর্জুন সিং নাকি দীনেশ ত্রিবেদী ? নাকি পৃথক পৃথক কেন্দ্র থেকে দু'জনই প্রার্থী হবেন ?

ব্যারাকপুরের সম্ভাব্য তৃণমূল প্রার্থী হিসেবে নাম উঠে আসছে দীনেশ ত্রিবেদীর। সূত্রের খবর, এই কথা শোনার পর থেকে যারপরনাই ক্ষুব্ধ অর্জুন সিং। পরপর দু'বার তৃণমূলের টিকিটে জয়ী দীনেশের প্রতি দল ভরসা করছে বলেই খবর। তবে হাল ছাড়ার পাত্র নন অর্জুন সিংও। মন্ত্রী হওয়ার আশায় ছিলেন। সম্প্রতি মন্ত্রিসভায় রদবদল হলেও মন্ত্রী করা হয়নি অর্জুনকে। এমন কী এবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের জন্যও ভাবা হচ্ছে না তাঁর নাম। ফলে চড়ছে ক্ষোভের পারদ। BJP-র সঙ্গে তাঁর কথাবার্তা চলছে বলেও রাজ্য রাজনীতিতে ছড়িয়েছে গুঞ্জন। এমতাবস্থায় পরিস্থিতি স্বাভাবিক করতেই আসরে নামতে হয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে।

অন্যদিকে, আজ অর্জুন‌ ও দীনেশ ছাড়াও নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আসেন দলের বর্তমান তিন সাংসদ উমা সোরেন, সন্ধ্যা রায় এবং অপরূপা পোদ্দার। এই তিন জনকে তৃণমূল নেত্রী এবার টিকিট দিচ্ছেন না বলেই জোর খবর।

কলকাতা, ১১ মার্চ : অর্জুন সিংয়ের BJP যোগ নিয়ে জোর চর্চার মধ্যেই আজ তাঁকে নবান্নে ডেকে পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়। অর্জুনের পাশাপাশি দীনেশ ত্রিবেদীকেও ডাকেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। দু'জনের সঙ্গে একান্ত বৈঠক করেন তিনি। সূত্রের খবর, ব্যারাকপুর লোকসভা আসনের প্রার্থীপদ নিয়েই আলোচনা করেন তিনি। তবে বৈঠকের পরেও পরিষ্কার নয় তৃণমূলের তরফে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে টিকিট কাকে দেওয়া হবে, অর্জুন সিং নাকি দীনেশ ত্রিবেদী ? নাকি পৃথক পৃথক কেন্দ্র থেকে দু'জনই প্রার্থী হবেন ?

ব্যারাকপুরের সম্ভাব্য তৃণমূল প্রার্থী হিসেবে নাম উঠে আসছে দীনেশ ত্রিবেদীর। সূত্রের খবর, এই কথা শোনার পর থেকে যারপরনাই ক্ষুব্ধ অর্জুন সিং। পরপর দু'বার তৃণমূলের টিকিটে জয়ী দীনেশের প্রতি দল ভরসা করছে বলেই খবর। তবে হাল ছাড়ার পাত্র নন অর্জুন সিংও। মন্ত্রী হওয়ার আশায় ছিলেন। সম্প্রতি মন্ত্রিসভায় রদবদল হলেও মন্ত্রী করা হয়নি অর্জুনকে। এমন কী এবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের জন্যও ভাবা হচ্ছে না তাঁর নাম। ফলে চড়ছে ক্ষোভের পারদ। BJP-র সঙ্গে তাঁর কথাবার্তা চলছে বলেও রাজ্য রাজনীতিতে ছড়িয়েছে গুঞ্জন। এমতাবস্থায় পরিস্থিতি স্বাভাবিক করতেই আসরে নামতে হয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে।

অন্যদিকে, আজ অর্জুন‌ ও দীনেশ ছাড়াও নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আসেন দলের বর্তমান তিন সাংসদ উমা সোরেন, সন্ধ্যা রায় এবং অপরূপা পোদ্দার। এই তিন জনকে তৃণমূল নেত্রী এবার টিকিট দিচ্ছেন না বলেই জোর খবর।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.