ETV Bharat / state

জল সংরক্ষণে বার্তা, পথে মমতা

দেশের একাধিক জায়গায় জল সংকট দেখা দিয়েছে । বিশেষজ্ঞদের মত, ভবিষ্যতে কলকাতাতেও জলের জন্য হাহাকার দেখা দেবে । তাই জল সংরক্ষণ বাড়াতে পদযাত্রা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

author img

By

Published : Jul 12, 2019, 4:07 PM IST

Updated : Jul 12, 2019, 7:21 PM IST

মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 12 জুলাই : দেশের একাধিক জায়গায় প্রবল জলসংকট দেখা দিয়েছে । এখনই সচেতন না হলে ভবিষ্যতে কলকাতাও প্রবল জলকষ্টের মুখে পড়বে । তাই জল সচেতনতা বাড়াতে জোড়াসাঁকো থেকে গান্ধি মূর্তির পাদদেশ পর্যন্ত পদযাত্রা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । স্লোগান, "সেভ ওয়াটার ও সেভ লাইফ" ।

নীতি আয়োগের রিপোর্ট বলছে, আগামী কয়েক বছরের মধ্যে দেশের বিভিন্ন অংশে ভূগর্ভস্থ জলের ভান্ডার ফুরিয়ে যাবে । এর জেরে চেন্নাই, হায়দরাবাদ, দিল্লি সহ একাধিক শহরে তীব্র জল সংকট দেখা দেবে । তালিকায় রয়েছে কলকাতাও । শহরের একাধিক ট্যাপ কলের মুখ খোলা থাকে । তা থেকে ক্রমাগত জল বেরিয়ে যায় । ফলে বিপুল পরিমাণ জল নষ্ট হয় । পাশাপাশি, সাধারণ মানুষের মধ্যেও জল অপচয়ের প্রবণতা রয়েছে । তা রুখতে টালা এলাকায় জলমিটারও বসিয়েছে কলকাতা পৌরনিগম । দক্ষিণ কলকাতার টালিগঞ্জ, চেতলাতেও জলমিটার বসানোর পরিকল্পনা চলছে । বিশেষজ্ঞদের মতে, আগেভাগে সচেতন না হলে খুব শীঘ্রই ভূগর্ভস্থ জলের ভান্ডার ফুরিয়ে যাবে । জলের জন্য হাহাকার হবে ।

তাই জল সচেতনতা বাড়াতে পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী । মিছিলে রয়েছেন পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সহ টলিউডের সেলিব্রিটিরা । সামিল হয়েছেন সুতপা চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তীরাও ।

পদযাত্রা শেষে মুখ্যমন্ত্রী মেয়ো রোডে বক্তব্য রাখেন । জল সংরক্ষণের গুরুত্ব প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, কীভাবে তিনি বিদ্যুৎ বাঁচান । মুখ্যমন্ত্রীর কথায়, "আমাদের বাড়িতে এসে আত্মীয়রা বলেন, দিদি তুমি পুরো ঘর অন্ধকার করে রাখো । তুমি কি কিপটে ? আমি বলি, কিপটের বিষয় নয় । আমার ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করব ।"

কলকাতা, 12 জুলাই : দেশের একাধিক জায়গায় প্রবল জলসংকট দেখা দিয়েছে । এখনই সচেতন না হলে ভবিষ্যতে কলকাতাও প্রবল জলকষ্টের মুখে পড়বে । তাই জল সচেতনতা বাড়াতে জোড়াসাঁকো থেকে গান্ধি মূর্তির পাদদেশ পর্যন্ত পদযাত্রা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । স্লোগান, "সেভ ওয়াটার ও সেভ লাইফ" ।

নীতি আয়োগের রিপোর্ট বলছে, আগামী কয়েক বছরের মধ্যে দেশের বিভিন্ন অংশে ভূগর্ভস্থ জলের ভান্ডার ফুরিয়ে যাবে । এর জেরে চেন্নাই, হায়দরাবাদ, দিল্লি সহ একাধিক শহরে তীব্র জল সংকট দেখা দেবে । তালিকায় রয়েছে কলকাতাও । শহরের একাধিক ট্যাপ কলের মুখ খোলা থাকে । তা থেকে ক্রমাগত জল বেরিয়ে যায় । ফলে বিপুল পরিমাণ জল নষ্ট হয় । পাশাপাশি, সাধারণ মানুষের মধ্যেও জল অপচয়ের প্রবণতা রয়েছে । তা রুখতে টালা এলাকায় জলমিটারও বসিয়েছে কলকাতা পৌরনিগম । দক্ষিণ কলকাতার টালিগঞ্জ, চেতলাতেও জলমিটার বসানোর পরিকল্পনা চলছে । বিশেষজ্ঞদের মতে, আগেভাগে সচেতন না হলে খুব শীঘ্রই ভূগর্ভস্থ জলের ভান্ডার ফুরিয়ে যাবে । জলের জন্য হাহাকার হবে ।

তাই জল সচেতনতা বাড়াতে পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী । মিছিলে রয়েছেন পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সহ টলিউডের সেলিব্রিটিরা । সামিল হয়েছেন সুতপা চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তীরাও ।

পদযাত্রা শেষে মুখ্যমন্ত্রী মেয়ো রোডে বক্তব্য রাখেন । জল সংরক্ষণের গুরুত্ব প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, কীভাবে তিনি বিদ্যুৎ বাঁচান । মুখ্যমন্ত্রীর কথায়, "আমাদের বাড়িতে এসে আত্মীয়রা বলেন, দিদি তুমি পুরো ঘর অন্ধকার করে রাখো । তুমি কি কিপটে ? আমি বলি, কিপটের বিষয় নয় । আমার ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করব ।"

Intro:

মমতার বৈঠক চলাকালীন তৃণমূল ভবনের বাইরে ক্ষোভ কিসের ?


কলকাতা, ১১ জুলাই : তৃণমূল ভবনে বিধায়কদের সঙ্গে দলনেত্রীর বৈঠক শুরুর কিছু সময় পরই, বাইরে শুরু হল তামাম বিক্ষোভ। যদিও এটি কোনও রাজনৈতিক বিক্ষোভ আন্দোলন নয়। কয়েকজন যুবক মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে না পেরে তৃণমূল ভবনের সামনে বিক্ষোভে সামিল হয়েছিলেন। যদিও শুরুতেই তাদের ছত্রখান করে পুলিশ।

Body:




গ্রামীন কম্পিউটর ডাটা এন্ট্রির কাজ করে এমন শতাধিক যুবক নথিপত্র ভর্তি ফাইল সঙ্গে নিয়ে এসে জড়ো হয়েছিলেন তপসিয়ার তৃণমূল ভবনে। এদের মূল উদ্দেশ্য ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে নিজেদের দাবি-দাওয়া জানানো। মুখ্যমন্ত্রীকে আগেও চিঠি দিয়ে বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি জানিয়েছিলেন তাঁরা। কিন্তু তার কোনও সদুত্তর মেলেনি। আজ ভবনের সামনে পুলিশ ব‍্যারিকেড করে রেখে এদের ঢুকতে বাধা দেয়। এরপরই ক্ষোভে ফেটে পড়ে আগত যুবকেরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবি নিয়ে বাইরেই চিৎকার-চেচামেচি শুরু করে তাঁরা। তৃণমূল ভবনের ভেতরে তখন দলীয় বিধায়কদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে ব‍্যস্ত ছিলেন মমতা। ঘটনাস্থল থেকে পুলিশ আগত যুবকদের ছত্রখান করে। তবুও হাল না ছেড়ে বেশ কয়েকজন যুবক একদম শেষ পর্যন্ত দেখা করার জন‍্য লড়াই চালায়। যদিও মমতার সাক্ষাৎ পাননি তাঁরা। আগত যুবকদের সামনে দিয়েই তৃণমূল ভবনের বৈঠক শেষ করে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী।
Conclusion:
Last Updated : Jul 12, 2019, 7:21 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.