ETV Bharat / state

বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে মিছিল বামেদের

কলেজ স্ট্রিট থেকে শুরু হয়ে বেথুন কলেজ পর্যন্ত এক প্রতিবাদ মিছিল বের করা হয় বামফ্রন্টের তরফ থেকে । বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে সেই মিছিলে হাঁটেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাট, সূর্যকান্ত মিশ্র সহ অন্য বাম নেতারা ।

মূর্তি ভাঙার প্রতিবাদে মিছিল বামেদের
author img

By

Published : May 15, 2019, 2:48 PM IST

কলকাতা, 15 মে : বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল বের করা হয় বামফ্রন্টের তরফ থেকে । মিছিল থেকে গতকালের ঘটনার তীব্র ধিক্কার জানান বাম নেতারা । কলেজ স্ট্রিট থেকে শুরু হয় মিছিল । শেষ হয় বেথুন কলেজের সামনে । মিছিলের নেতৃত্বে ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । মিছিল শেষে বক্তব্য রাখেন সীতারাম ইয়েচুরি । ছিলেন প্রকাশ কারাট, সূর্যকান্ত মিশ্র সহ অন্য বাম নেতারা ।

সীতারাম ইয়েচুরি বলেন, "মহর্ষি বিদ্যাসাগরের মূর্তি ভাঙা খুবই নিন্দনীয় কাজ । বিদ্যাসাগর শুধু বাংলার নয় গোটা দেশের কাছে সম্মানীয় । শুধু বাংলা ভাষার পৃষ্ঠপোষকতা নয় দেশের নবজাগরণের ক্ষেত্রে বিদ্যাসাগরের বড় ভূমিকা ছিল ।" তিনি আরও বলেন, "যারা বাংলা ও দেশের রুচি সংস্কৃতি শিক্ষা নিয়ে কথা বলে তাদের কাছ থেকে এই কাজ কাম্য নয় ।" পাশাপাশি তিনি অভিযোগ করেন, "এখন BJP-তৃণমূল পরষ্পরকে দোষারোপ করে বিভ্রান্তি ছড়াতে চাইছে । দ্রুত কমিটি গঠন করে গতকালের ঘটনার তদন্ত করা উচিত প্রশাসনের । এবং নির্বাচনের ফলাফল প্রকাশের আগেই দোষীদের চিহ্নিত করে শাস্তি দিক প্রশাসন ।"

বিমান বসু বলেন, "যে বেথুন কলেজের সামনে এখন আমরা আছি সেটি বেথুন সাহেবের টাকায় তৈরি করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর । বিদ্যাসাগরের মূর্তির উপর আক্রমণের এই প্রতিবাদ মিছিল তাই আমরা তাঁর তৈরি করা কলেজের সামনেই শেষ করলাম । বাংলার সংস্কৃতি, বাংলার সৃষ্টি, বাংলার ঐতিহ্যকে তুলে ধরব আমরা ।"

কলকাতা, 15 মে : বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল বের করা হয় বামফ্রন্টের তরফ থেকে । মিছিল থেকে গতকালের ঘটনার তীব্র ধিক্কার জানান বাম নেতারা । কলেজ স্ট্রিট থেকে শুরু হয় মিছিল । শেষ হয় বেথুন কলেজের সামনে । মিছিলের নেতৃত্বে ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । মিছিল শেষে বক্তব্য রাখেন সীতারাম ইয়েচুরি । ছিলেন প্রকাশ কারাট, সূর্যকান্ত মিশ্র সহ অন্য বাম নেতারা ।

সীতারাম ইয়েচুরি বলেন, "মহর্ষি বিদ্যাসাগরের মূর্তি ভাঙা খুবই নিন্দনীয় কাজ । বিদ্যাসাগর শুধু বাংলার নয় গোটা দেশের কাছে সম্মানীয় । শুধু বাংলা ভাষার পৃষ্ঠপোষকতা নয় দেশের নবজাগরণের ক্ষেত্রে বিদ্যাসাগরের বড় ভূমিকা ছিল ।" তিনি আরও বলেন, "যারা বাংলা ও দেশের রুচি সংস্কৃতি শিক্ষা নিয়ে কথা বলে তাদের কাছ থেকে এই কাজ কাম্য নয় ।" পাশাপাশি তিনি অভিযোগ করেন, "এখন BJP-তৃণমূল পরষ্পরকে দোষারোপ করে বিভ্রান্তি ছড়াতে চাইছে । দ্রুত কমিটি গঠন করে গতকালের ঘটনার তদন্ত করা উচিত প্রশাসনের । এবং নির্বাচনের ফলাফল প্রকাশের আগেই দোষীদের চিহ্নিত করে শাস্তি দিক প্রশাসন ।"

বিমান বসু বলেন, "যে বেথুন কলেজের সামনে এখন আমরা আছি সেটি বেথুন সাহেবের টাকায় তৈরি করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর । বিদ্যাসাগরের মূর্তির উপর আক্রমণের এই প্রতিবাদ মিছিল তাই আমরা তাঁর তৈরি করা কলেজের সামনেই শেষ করলাম । বাংলার সংস্কৃতি, বাংলার সৃষ্টি, বাংলার ঐতিহ্যকে তুলে ধরব আমরা ।"

Intro:বিজেপি তৃণমূলের উস্কানিমূলক বিশৃঙ্খলা সৃষ্টি এবং বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে আজ ব্রাউন ফন্ট প্রতিবাদ মিছিল করে। এদিন কলেজ স্কোয়ারের বিদ্যাসাগর মূর্তির পাদদেশে থেকে হেদুয়া পার্ক পর্যন্ত বামফ্রন্টের মিছিল হয়। মিছিলে উপস্থিত ছিলেন সীতারাম ইয়েচুরি প্রকাশ কারাত বিমান বসু সূর্যকান্ত মিশ্র সহ একাধিক বাম নেতারা। এদিনের মিছিল থেকে গতকালের ঘটনার তীব্র ধিক্কার জানানো হয়। এ দিনের মিছিলে থেকে সীতারাম ইয়েচুরি বলেন নির্বাচনের শেষ দফার আগে তৃণমূল ও বিজেপি যৌথভাবে সন্ত্রাস চালাচ্ছে যা কখনোই কাম্য নয়। শেষ দফার ভোটের আগেই বিজেপি ও তৃণমূল সন্ত্রাসের আবহ তৈরি করতে চাইছে বলে অভিযোগ করেন তিনি।


Body:পলিটব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি বলেন মহর্ষি বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গা খুবই অনুচিত কাজ হয়েছে। বিদ্যাসাগর শুধু বাংলার নয় গোটা দেশের সম্মানীয়। শুধু বাংলা ভাষার পৃষ্ঠপোষকতায় নয় দেশের স্বাধীনতার আনতে বিদ্যাসাগরের অগ্রনি ভূমিকা ছিল। সেই রকম একজন মহর্ষির মূর্তি ভাঙ্গা খুবই নিন্দনীয় কাজ। তিনি বলেন যারা বাংলা ও দেশের রুচি সংস্কৃতি শিক্ষা নিয়ে কথা বলেন তারা যখন এই ধরনের কাজ করেন এর থেকে প্রমাণিত হয় আসলে তাদের রুচি সংস্কৃতি ও শিক্ষা কি রকমের। এখন বিজেপি তৃণমূল পরস্পরকে দোষারোপ করে বিভ্রান্তি ছড়াতে চাইছে। পরস্পরকে দোষারোপ না করে দ্রুত কমিটি গঠন করে গতকালের ঘটনার তদন্ত করা উচিত প্রশাসনের। এবং ফলাফল প্রকাশের আগেই দোষীদের চিহ্নিত করে শাস্তির দিক প্রশাসন।


Conclusion:দোষারোপ ও পাল্টা দোষারোপ এর খেলায় মেতেছে বিজেপি ও তৃণমূল। এই সব করে শেষ দফার নির্বাচনের আগে বিজেপি ও তৃণমূল নির্বাচনী বৈতরণী পার করতে চাইছে। ভোটের আগে সন্ত্রাস করে ভোটব্যাঙ্ক বানাতে চাইছে বিজেপি ও তৃণমূল বললেন পলিটব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.