ETV Bharat / state

কলকাতা পুলিশের পালটা, CBI-র যুগ্ম অধিকর্তাকে প্রতারণা মামলায় নোটিশ - cbi joint director

পঙ্কজ শ্রীবাস্তবকে নোটিশ পাঠানো হয়

CBI-র যুগ্ম অধিকর্তা (কলকাতা জ়োন) পঙ্কজ শ্রীবাস্তব
author img

By

Published : Feb 4, 2019, 11:54 PM IST

কলকাতা, ৪ ফেব্রুয়ারি : CBI ও কলকাতা পুলিশ মুখোমুখি সংঘাতে নামল। প্রতারণার মামলায় CBI-র যুগ্ম অধিকর্তা (কলকাতা জ়োন) পঙ্কজ শ্রীবাস্তবকে নোটিশ পাঠাল কলকাতা পুলিশ। ভবানীপুর থানার তরফে আজ দুপুরে নোটিশটি পাঠানো হয়। নিজাম প্যালেসে সেই নোটিশ দিয়ে আসে ভবানীপুর থানার দু'জন পুলিশকর্মী। পঙ্কজ শ্রীবাস্তব নোটিশ প্রাপ্তির বিষয়টি স্বীকার করেছেন। আজ দুপুরে কলকাতা থেকে দিল্লি রওনা দেন তিনি।

এদিকে, আজ মেট্রো চ্যানেলে ধরনা মঞ্চে মমতা প্রায় হুমকির সুরে CBI ও কেন্দ্রীয় সরকারের উদ্দেশে বলেছেন, "তোমাদের ৩৫৫, ৩৫৬ থাকলে, আমাদেরও ৪২০ আছে।" প্রসঙ্গত, CRPC-র ৪২০ ধারায় প্রতারণার বিষয়টিই বলা আছে।

গতকাল পঙ্কজ শ্রীবাস্তব বলেন, "প্রয়োজনীয় নথি নিয়ে পুলিশ কমিশনার রাজীব কুমারের বাসভবনে গিয়েছিল CBI। কিন্তু সেখানে তদন্তকারী দলকে যেভাবে পুলিশ বাধা দিয়েছে, তা নজিরবিহীন। এজন্য আমরা উপযুক্ত পদক্ষেপ নেব। রাজীব কুমারকে গত দু'বছরে বারবার ডাকা হয়েছে। কিন্তু তিনি CBI-এর ডাকে সাড়া দেননি। গতকাল সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে যাওয়ার পরেও বাধা পেল CBI। কিন্তু তদন্ত প্রক্রিয়া থামবে না।"

গতকাল CRPF জওয়ানদের নিজাম প্যালেস ও CGO কমপ্লেক্সে CBI অফিসের নিরাপত্তায় মোতায়েন করা হয়। আজ কলকাতা পুলিশের তরফে ৪৫ লাখ টাকার প্রতারণার মামলায় নোটিশ পাঠানো হয় পঙ্কজকে।

undefined

এবিষয়ে পঙ্কজ শ্রীবাস্তব বলেন, "হ্যাঁ, নোটিশ পেয়েছি। সবদিক খতিয়ে দেখে আইন মেনে পদক্ষেপ নেব।"

ভবানীপুর থানা থেকে নোটিশ পাওয়ার পর নিজাম প্যালেস থেকে তড়িঘড়ি পঙ্কজ শ্রীবাস্তবকে বেরিয়ে যেতে দেখা যায়। প্রাথমিকভাবে তিনি কিছু না বললেও পরে জানা যায়, তিনি দিল্লি যাচ্ছেন। এয়ারপোর্টে তাঁর দিল্লি যাওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এবিষয়ে কথা বলার আইনি অধিকার তাঁর নেই।

এদিকে কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে, প্রতারণার মামলায় পঙ্কজ শ্রীবাস্তবকে জিজ্ঞাসাবাদের জন্য পাঠানো হয়েছে নোটিশ। পুলিশের এই পদক্ষেপকে কাউন্টার অ্যাটাক বলে মনে করছেন কেউ কেউ। ধরনা মঞ্চে আজ ৪২০ ধারা নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যেও পঙ্কজ শ্রীবাস্তবের গ্রেপ্তারির ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন কেউ কেউ।

কলকাতা, ৪ ফেব্রুয়ারি : CBI ও কলকাতা পুলিশ মুখোমুখি সংঘাতে নামল। প্রতারণার মামলায় CBI-র যুগ্ম অধিকর্তা (কলকাতা জ়োন) পঙ্কজ শ্রীবাস্তবকে নোটিশ পাঠাল কলকাতা পুলিশ। ভবানীপুর থানার তরফে আজ দুপুরে নোটিশটি পাঠানো হয়। নিজাম প্যালেসে সেই নোটিশ দিয়ে আসে ভবানীপুর থানার দু'জন পুলিশকর্মী। পঙ্কজ শ্রীবাস্তব নোটিশ প্রাপ্তির বিষয়টি স্বীকার করেছেন। আজ দুপুরে কলকাতা থেকে দিল্লি রওনা দেন তিনি।

এদিকে, আজ মেট্রো চ্যানেলে ধরনা মঞ্চে মমতা প্রায় হুমকির সুরে CBI ও কেন্দ্রীয় সরকারের উদ্দেশে বলেছেন, "তোমাদের ৩৫৫, ৩৫৬ থাকলে, আমাদেরও ৪২০ আছে।" প্রসঙ্গত, CRPC-র ৪২০ ধারায় প্রতারণার বিষয়টিই বলা আছে।

গতকাল পঙ্কজ শ্রীবাস্তব বলেন, "প্রয়োজনীয় নথি নিয়ে পুলিশ কমিশনার রাজীব কুমারের বাসভবনে গিয়েছিল CBI। কিন্তু সেখানে তদন্তকারী দলকে যেভাবে পুলিশ বাধা দিয়েছে, তা নজিরবিহীন। এজন্য আমরা উপযুক্ত পদক্ষেপ নেব। রাজীব কুমারকে গত দু'বছরে বারবার ডাকা হয়েছে। কিন্তু তিনি CBI-এর ডাকে সাড়া দেননি। গতকাল সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে যাওয়ার পরেও বাধা পেল CBI। কিন্তু তদন্ত প্রক্রিয়া থামবে না।"

গতকাল CRPF জওয়ানদের নিজাম প্যালেস ও CGO কমপ্লেক্সে CBI অফিসের নিরাপত্তায় মোতায়েন করা হয়। আজ কলকাতা পুলিশের তরফে ৪৫ লাখ টাকার প্রতারণার মামলায় নোটিশ পাঠানো হয় পঙ্কজকে।

undefined

এবিষয়ে পঙ্কজ শ্রীবাস্তব বলেন, "হ্যাঁ, নোটিশ পেয়েছি। সবদিক খতিয়ে দেখে আইন মেনে পদক্ষেপ নেব।"

ভবানীপুর থানা থেকে নোটিশ পাওয়ার পর নিজাম প্যালেস থেকে তড়িঘড়ি পঙ্কজ শ্রীবাস্তবকে বেরিয়ে যেতে দেখা যায়। প্রাথমিকভাবে তিনি কিছু না বললেও পরে জানা যায়, তিনি দিল্লি যাচ্ছেন। এয়ারপোর্টে তাঁর দিল্লি যাওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এবিষয়ে কথা বলার আইনি অধিকার তাঁর নেই।

এদিকে কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে, প্রতারণার মামলায় পঙ্কজ শ্রীবাস্তবকে জিজ্ঞাসাবাদের জন্য পাঠানো হয়েছে নোটিশ। পুলিশের এই পদক্ষেপকে কাউন্টার অ্যাটাক বলে মনে করছেন কেউ কেউ। ধরনা মঞ্চে আজ ৪২০ ধারা নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যেও পঙ্কজ শ্রীবাস্তবের গ্রেপ্তারির ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন কেউ কেউ।


Kolkata, Feb 04 (ANI): Countering West Bengal Chief Minister Mamata Banerjee's narrative after the CBI-Kolkata police face off, Union Minister Prakash Javadekar criticised opposition parties for rallying behind the TMC chief and said the people supporting Banerjee are out on bail. "Opposition parties have supported Mamata Banerjee. Who are these people? They are out on bail. Such people are standing together. This is not Mahagathbandhan, they are divided by vision and united by corruption. The corrupt are standing together," Javadekar said in a press conference in Kolkata.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.