কলকাতা, ১৭ মার্চ : কলকাতার পূর্বতন পুলিশ কমিশনার পড়েছিলেন নির্বাচন কমিশনের রোষে। বর্তমান কুড়োলেন প্রশংসা। জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি নিয়ে প্রশ্নের উত্তরে বলিষ্ঠ যুক্তি পেশ করেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। সূত্রের খবর, তাতে খুশি হয়েছেন উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন।
২০১৬। রাজ্যে বিধানসভা নির্বাচন। একের পর এক অভিযোগ জমা পড়ে কলকাতার পুলিশ কমিশনারের বিরুদ্ধে। তখন কলকাতার পুলিশ কমিশনার ছিলেন রাজীব কুমার। ভারতের নির্বাচন কমিশন একের পর এক অভিযোগ পেয়ে সরিয়ে দেয় রাজীব কুমারকে। তাঁর জায়গায় পুলিশ কমিশনার করা হয় সৌমেন মিত্রকে। ক্ষমতায় ফেরার পর রাজ্য সরকার যদিও পুরোনো পদেই ফিরিয়ে নেয় রাজীব কুমারকে।
২০১৯। দেশে লোকসভা নির্বাচন। কমিশনের নিয়ম অনুযায়ী সরিয়ে দেওয়া হয় রাজীব কুমারকে। তাঁর জায়গায় আসেন অনুজ শর্মা। তাঁর নামে এখনও পর্যন্ত কোনও অভিযোগ জমা পড়েনি কমিশনের কাছে। তারপরও আজ নির্বাচন কমিশন জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি নিয়ে প্রশ্ন তোলেন অনুজ শর্মার সামনে। তার উত্তরে কলকাতার পুলিশ কমিশনার যে যুক্তি তুলে ধরেন তা প্রশংসা কুড়িয়েছে নির্বাচন কমিশনের। উপস্থিত থাকা অন্য আধিকারিকরাও তাঁর এই জবাবে সন্তুষ্ট। এনিয়ে কলকাতার পুলিশ কমিশনার অবশ্য কোনও মন্তব্য করেননি।