ETV Bharat / state

সজলকুমারের মৃত্যু নিয়ে সাক্ষ্য দিতে এলেন না কোনও যাত্রী - Sajal Kanjilal

পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে যে-দুর্ঘটনায় ট্রেনের দরজায় হাত আটকে সজলকুমার কাঞ্জিলালের মৃত্যু হয়, তার প্রত্যক্ষদর্শী যাত্রীদের কেউই এগিয়ে এলেন না সাক্ষ্য দিতে।

মেট্রো
author img

By

Published : Jul 19, 2019, 9:57 AM IST

কলকাতা, 19 জুলাই : সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে মেট্রোয় প্রাণঘাতী দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য দিতে আহ্বান জানানো হয়েছিল । কিন্তু এলেন না প্রত্যক্ষদর্শীদের কেউই ।

13 জুলাই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সজলকুমার কাঞ্জিলালের । ভিড় মেট্রোয় ওঠার সময়ে দরজায় হাত আটকে যায় তাঁর। মেট্রোর দরজায় ঝুলে ঝুলে যেতে গিয়ে পড়ে মারা যান কসবার ওই বাসিন্দা । কিন্তু গতকাল (বৃহস্পতিবার) আনুষ্ঠানিক তদন্তের প্রথম দিনে প্রত্যক্ষদর্শী কোনও যাত্রী সাক্ষ্য দিতে এলেন না । কমিশন অফ রেলওয়ে সিকিউরিটি (CRS) এর সিকিউরিটি কমিশনার শৈলেশ গর্গের উপস্থিতিতেই চলে বয়ান নেওয়া ।


মেট্রোরেলের যে কর্মীরা সেদিন কর্মরত ছিলেন তাঁদের বয়ান রেকর্ড করা হয় গতকাল । কিন্তু পার্ক স্ট্রিট স্টেশনে গত শনিবার যে-দুর্ঘটনায় ট্রেনের দরজায় হাত আটকে সজলকুমার কাঞ্জিলালের মৃত্যু হয়, তার প্রত্যক্ষদর্শী যাত্রীদের কেউই এগিয়ে আসেননি । সোমবার CRS-এর একটি দল এসে ঘটনাস্থানের প্রাথমিক পর্যবেক্ষণ শেষ করে যায় ।

মেট্রোরেলের প্রধান জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, "যে কেউ এসে নিজের বয়ান রেকর্ড করাতে পারেন, যদি তিনি মনে করেন যে তাঁর এই বয়ান সজলকুমার কাঞ্জিলালের মৃত্যুর সাথে কোনওভাবে যুক্ত রয়েছে বা তাঁর মৃত্যুর কারণ হদিশ করতে সেই বয়ান কাজে লাগতে পারে ।" তবে গতকাল একজনও প্রত্যক্ষদর্শী বয়ান দিতে আসেননি ।

মেট্রো সূত্রে খবর, CRS-এর তদন্ত এই সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে। প্ল্যাটফর্মে, যাতায়াতের সিঁড়িতে অযথা দাঁড়িয়ে থেকে পথ আটকে রেখে অন্য যাত্রীদের যাতায়াতের অসুবিধা তৈরি করার কারণে গতকালও এক জন যাত্রীর জরিমানা হয়েছে । সবমিলিয়ে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বেশ কয়েকজন যাত্রীকে জরিমানা করা হয়েছে ।

কলকাতা, 19 জুলাই : সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে মেট্রোয় প্রাণঘাতী দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য দিতে আহ্বান জানানো হয়েছিল । কিন্তু এলেন না প্রত্যক্ষদর্শীদের কেউই ।

13 জুলাই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সজলকুমার কাঞ্জিলালের । ভিড় মেট্রোয় ওঠার সময়ে দরজায় হাত আটকে যায় তাঁর। মেট্রোর দরজায় ঝুলে ঝুলে যেতে গিয়ে পড়ে মারা যান কসবার ওই বাসিন্দা । কিন্তু গতকাল (বৃহস্পতিবার) আনুষ্ঠানিক তদন্তের প্রথম দিনে প্রত্যক্ষদর্শী কোনও যাত্রী সাক্ষ্য দিতে এলেন না । কমিশন অফ রেলওয়ে সিকিউরিটি (CRS) এর সিকিউরিটি কমিশনার শৈলেশ গর্গের উপস্থিতিতেই চলে বয়ান নেওয়া ।


মেট্রোরেলের যে কর্মীরা সেদিন কর্মরত ছিলেন তাঁদের বয়ান রেকর্ড করা হয় গতকাল । কিন্তু পার্ক স্ট্রিট স্টেশনে গত শনিবার যে-দুর্ঘটনায় ট্রেনের দরজায় হাত আটকে সজলকুমার কাঞ্জিলালের মৃত্যু হয়, তার প্রত্যক্ষদর্শী যাত্রীদের কেউই এগিয়ে আসেননি । সোমবার CRS-এর একটি দল এসে ঘটনাস্থানের প্রাথমিক পর্যবেক্ষণ শেষ করে যায় ।

মেট্রোরেলের প্রধান জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, "যে কেউ এসে নিজের বয়ান রেকর্ড করাতে পারেন, যদি তিনি মনে করেন যে তাঁর এই বয়ান সজলকুমার কাঞ্জিলালের মৃত্যুর সাথে কোনওভাবে যুক্ত রয়েছে বা তাঁর মৃত্যুর কারণ হদিশ করতে সেই বয়ান কাজে লাগতে পারে ।" তবে গতকাল একজনও প্রত্যক্ষদর্শী বয়ান দিতে আসেননি ।

মেট্রো সূত্রে খবর, CRS-এর তদন্ত এই সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে। প্ল্যাটফর্মে, যাতায়াতের সিঁড়িতে অযথা দাঁড়িয়ে থেকে পথ আটকে রেখে অন্য যাত্রীদের যাতায়াতের অসুবিধা তৈরি করার কারণে গতকালও এক জন যাত্রীর জরিমানা হয়েছে । সবমিলিয়ে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বেশ কয়েকজন যাত্রীকে জরিমানা করা হয়েছে ।

Intro:সজল কুমার কাঞ্জিলালের মৃত্যুর কারণের সূলুক সন্ধান করতে গিয়ে আজ থেকে বয়ান রেকর্ড করার কাজ শুরু হল। তবে একজনও প্রত্যক্ষদর্শী এলেন না। আজ থেকে প্রত্যক্ষদর্শী এবং যে মেট্রোরেল কর্মীরা সেদিন কর্মরত ছিলেন তাঁদের বয়ান রেকর্ড করা হল আজ। কমিশন অফ রেলওয়ে সিকিউরিটি (সিআরএস) এর সিকিউরিটি কমিশনার শৈলেশ গর্গের উপস্থিতিতেই চলে বয়ান নেওয়া।




Body:এর আগে গত সোমবার সিআরএস-এর একটি দল এসে ঘটনাস্থলের প্রাথমিক পর্যবেক্ষণ শেষ করে যায়। পাশাপশি তাঁরা পার্ক স্ট্রিট স্টেশনের সিসিটিভি

মেট্রোরেলের প্রধান জনসংযোগ আধিকারিক ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায় জানান, "যে কেউ এসে নিজের বয়ান রেকর্ড করাতে পারেন যদি তিনি মনে করেন যে তাঁর এই বয়ান সজল কুমার কাঞ্জিলাল এর মৃত্যুর সাথে কোনো ভাবে যুক্ত রয়েছে বা তার মৃত্যুর কারণ হদিশ করতে সেই বয়ান কাজে লাগতে পারে।"

তবে আজ একজনও প্রত্যক্ষদর্শী বয়ান দিতে আসেনি।

ইতিমধ্যেই গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বেশ কয়েকজন যাত্রীকে বেশ বেশ কিছু করে জরিমানা করা হয়েছে।




Conclusion:মেট্রো সূত্রে খবর সিএসআর-এর তদন্ত এই সপ্তাহের মধ্যেই শেষ করা হতে পারে। প্লাটফর্মে যাতায়াতের সিঁড়িতে অযথা দাঁড়িয়ে থেকে পথ আটকে রেখে অন্যান্য যাত্রীদের যাতায়াতের অসুবিধা সৃষ্টি করা আজ আবার এক জন যাত্রীকে জরিমানা করা হয়।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.