ETV Bharat / state

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হচ্ছেন জগদীপ ধনকড়, স্বাগত জানালেন মমতা - WB

পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল নিযুক্ত হতে চলেছেন জগদীপ ধনকড় ৷

রাজভবন
author img

By

Published : Jul 20, 2019, 1:37 PM IST

Updated : Jul 21, 2019, 7:26 AM IST

কলকাতা, 20 জুলাই : পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হতে চলেছেন জগদীপ ধনকড় ৷ চলতি মাসেই রাজ্যপাল হিসেবে কেশরীনাথ ত্রিপাঠির মেয়াদ শেষ হচ্ছে ৷ এরইমধ্যে আজ জগদীপ ধনকড়ের নাম ঘোষণা করল কেন্দ্রীয় সরকার ৷ নতুন রাজ্যপালকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

মঙ্গলবার (23 জুলাই ) পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে কেশরীনাথ ত্রিপাঠির মেয়াদ ফুরোচ্ছে ৷ তাঁর মেয়াদ বাড়ানো হয় কি না এনিয়ে জল্পনা চলছিল ৷ সূত্রের খবর, গতরাতে দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে একটি বৈঠক হয় ৷ সেখানেই পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্যপাল হিসেবে জগদীপ ধনকড়ের নাম ঠিক হয় ৷ রাজ্যপাল হিসেবে কেন্দ্র জগদীপ ধনকড়ের নাম ঘোষণার পরই আজ টুইটে তাঁকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ টুইটে তিনি লেখেন, "শ্রী জগদীপ ধানকার বাংলার নতুন রাজ্যপাল হিসেবে স্বাগত জানাই। আমি সংবাদমাধ্যম থেকে এইমাত্র খবর পেলাম। ওনাকে আমাদের সুন্দর রাজ্যে স্বাগত জানাই ৷ " পরে আরও একটি টুইট করে মুখ্যমন্ত্রী লেখেন, "বাংলার নতুন রাজ্যপাল নিয়োগ সম্বন্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এইমাত্র কথা হল । আমি ওনাকে জানিয়েছি যে আমি ইতিমধ্যেই নতুন রাজ্যপালকে স্বাগত জানিয়েছি ৷ "

  • শ্রী জগদীপ ধানকারকে বাংলার নতুন রাজ্যপাল হিসেবে স্বাগত জানাই।

    আমি সংবাদমাধ্যম থেকে এইমাত্র খবর পেলাম।

    ওনাকে আমাদের সুন্দর রাজ্যে স্বাগত জানাই।

    — Mamata Banerjee (@MamataOfficial) July 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জয়পুর থেকে B.Sc. করার পর LL.B. করেন সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী ৷ কর্মজীবনে রাজস্থান হাইকোর্ট বার কাউন্সিলের সভাপতি ছিলেন ৷ পাশাপাশি, ICC ইন্টারন্যাশানাল কোর্ট অফ আরবিটশনের সদস্য ছিলেন ৷ রাজস্থানের ঝুনঝুনু থেকে সাংসদ হয়েছিলেন ৷ 1989-1991 সাল পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন ৷ কৃষ্ণগড় জেলা থেকে রাজস্থান বিধানসভাতেও নির্বাচিত হয়েছিলেন ৷ 2003 সালে কংগ্রেস ছেড়ে BJP-তে যোগ দিয়েছিলেন ৷

পশ্চিমবঙ্গ ছাড়াও আরও কয়েকটি রাজ্যে নতুন রাজ্যপাল হচ্ছেন ৷ মধ্যপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলকে উত্তরপ্রদেশের রাজ্যপাল হতে চলেছেন ৷ মধ্যপ্রদেশের রাজ্যপাল হতে চলেছেন বর্তমানে বিহারের রাজ্যপাল লালজি ট্যানডন ৷ বিহারের রাজ্যপাল হতে চলেছেন ফাগু চৌহান ৷ ত্রিপুরা ও নাগাল্যান্ডের রাজ্যপাল হতে চলেছেন যথাক্রমে রমেশ ব্যাস ও আর এন রবি ৷

কলকাতা, 20 জুলাই : পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হতে চলেছেন জগদীপ ধনকড় ৷ চলতি মাসেই রাজ্যপাল হিসেবে কেশরীনাথ ত্রিপাঠির মেয়াদ শেষ হচ্ছে ৷ এরইমধ্যে আজ জগদীপ ধনকড়ের নাম ঘোষণা করল কেন্দ্রীয় সরকার ৷ নতুন রাজ্যপালকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

মঙ্গলবার (23 জুলাই ) পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে কেশরীনাথ ত্রিপাঠির মেয়াদ ফুরোচ্ছে ৷ তাঁর মেয়াদ বাড়ানো হয় কি না এনিয়ে জল্পনা চলছিল ৷ সূত্রের খবর, গতরাতে দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে একটি বৈঠক হয় ৷ সেখানেই পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্যপাল হিসেবে জগদীপ ধনকড়ের নাম ঠিক হয় ৷ রাজ্যপাল হিসেবে কেন্দ্র জগদীপ ধনকড়ের নাম ঘোষণার পরই আজ টুইটে তাঁকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ টুইটে তিনি লেখেন, "শ্রী জগদীপ ধানকার বাংলার নতুন রাজ্যপাল হিসেবে স্বাগত জানাই। আমি সংবাদমাধ্যম থেকে এইমাত্র খবর পেলাম। ওনাকে আমাদের সুন্দর রাজ্যে স্বাগত জানাই ৷ " পরে আরও একটি টুইট করে মুখ্যমন্ত্রী লেখেন, "বাংলার নতুন রাজ্যপাল নিয়োগ সম্বন্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এইমাত্র কথা হল । আমি ওনাকে জানিয়েছি যে আমি ইতিমধ্যেই নতুন রাজ্যপালকে স্বাগত জানিয়েছি ৷ "

  • শ্রী জগদীপ ধানকারকে বাংলার নতুন রাজ্যপাল হিসেবে স্বাগত জানাই।

    আমি সংবাদমাধ্যম থেকে এইমাত্র খবর পেলাম।

    ওনাকে আমাদের সুন্দর রাজ্যে স্বাগত জানাই।

    — Mamata Banerjee (@MamataOfficial) July 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জয়পুর থেকে B.Sc. করার পর LL.B. করেন সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী ৷ কর্মজীবনে রাজস্থান হাইকোর্ট বার কাউন্সিলের সভাপতি ছিলেন ৷ পাশাপাশি, ICC ইন্টারন্যাশানাল কোর্ট অফ আরবিটশনের সদস্য ছিলেন ৷ রাজস্থানের ঝুনঝুনু থেকে সাংসদ হয়েছিলেন ৷ 1989-1991 সাল পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন ৷ কৃষ্ণগড় জেলা থেকে রাজস্থান বিধানসভাতেও নির্বাচিত হয়েছিলেন ৷ 2003 সালে কংগ্রেস ছেড়ে BJP-তে যোগ দিয়েছিলেন ৷

পশ্চিমবঙ্গ ছাড়াও আরও কয়েকটি রাজ্যে নতুন রাজ্যপাল হচ্ছেন ৷ মধ্যপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলকে উত্তরপ্রদেশের রাজ্যপাল হতে চলেছেন ৷ মধ্যপ্রদেশের রাজ্যপাল হতে চলেছেন বর্তমানে বিহারের রাজ্যপাল লালজি ট্যানডন ৷ বিহারের রাজ্যপাল হতে চলেছেন ফাগু চৌহান ৷ ত্রিপুরা ও নাগাল্যান্ডের রাজ্যপাল হতে চলেছেন যথাক্রমে রমেশ ব্যাস ও আর এন রবি ৷

Cachar (Assam)/ Mangaluru (Karnataka), Jul 20 (ANI): A 10-feet long king cobra was rescued from Chotajalenga village in Assam's Cachar district yesterday. The snake was later released in Borail Wildlife Sanctuary. Meanwhile, a 9-feet long rock python was rescued from a house in Nanthoor area of Karnataka's Mangaluru.
Last Updated : Jul 21, 2019, 7:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.