ETV Bharat / state

ষষ্ঠ দফায় পর্যাপ্ত বাহিনী, বলছেন নায়েক; দুবে গেলেন স্বরাষ্ট্র মন্ত্রক - ajay nayak

দিল্লিতে নির্বাচন সদনে বৈঠক করার পর বিবেক দুবে জানিয়ে দেন, 710 কোম্পানি বাহিনী রেখে ভোট করা হবে ষষ্ঠ দফায় । কিন্তু সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে কি না তা জানাতে পারেননি তিনি । আজ বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েকও কথা দিতে পারলেন না । জানাতে পারলেন না যে সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে কিনা ।

কেন্দ্রীয় বাহিনী
author img

By

Published : May 8, 2019, 6:58 PM IST

Updated : May 8, 2019, 10:34 PM IST

কলকাতা, 8 মে : আগামী 12 তারিখ ষষ্ঠ দফার নির্বাচনে সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী । সেভাবেই তৈরি হয়েছিল প্ল্যান । সেই প্ল্যান জানিয়ে দেওয়া হয় জেলাস্তরেও । কিন্তু গতকাল সন্ধ্যার পরে বদলে যায় চিত্রটা । দিল্লিতে নির্বাচন সদনে বৈঠক করার পর বিবেক দুবে জানিয়ে দেন, 710 কোম্পানি বাহিনী রেখে ভোট করা হবে ষষ্ঠ দফায় । কিন্তু সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে কি না তা জানাতে পারেননি তিনি । আজ বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েকও কথা দিতে পারলেন না । জানাতে পারলেন না যে সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে কি না । তিনি শুধু বলেন, "পর্যাপ্ত বাহিনী থাকবে ষষ্ঠ দফায় ।"

ভিডিয়োয় দেখুন

অন্যদিকে কমিশন চাইছে ষষ্ঠ দফায় সব বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকুক । সেই সূত্রে বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে আজ দেখা করছেন স্বরাষ্ট্র মন্ত্রকের সচিবের সঙ্গে । তিনি জানিয়েছেন, আরও বেশি বাহিনী পাওয়া যায় কি না সেই বিষয়ে আলোচনা করতে তিনি স্বরাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করবেন । সেক্ষেত্রে ষষ্ঠ দফায় আরও বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসার সম্ভাবনা প্রবল ।

2014 সালের লোকসভা নির্বাচনে সর্বোচ্চ 617 কম্পানি বাহিনী রেখে ভোট হয়েছিল । 2016 সালের বিধানসভা নির্বাচনে বাহিনী 700 কম্পানির কিছু কম ছিল । কিন্তু এবার সেই সব রেকর্ড ভাঙতে চলেছে ষষ্ঠ দফায় ।


যদিও রাজ্য পুলিশের সর্বোচ্চ মহলের কাছে গতকাল বিকেল পর্যন্ত খবর ছিল ষষ্ঠ দফায় সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী । রাজ্য পুলিশের এক কর্তা জানিয়েছিলেন, শুধুমাত্র মাওবাদী অধ্যুষিত ঝাড়গ্রাম লোকসভার 100 শতাংশ বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী । বাকি 7টি লোকসভা আসনের 73.5 শতাংশ বুথে থাকবে বাহিনী । ঠিক ছিল 8টি লোকসভা আসনে নির্বাচনের জন্য এবার থাকবে 683 কম্পানি কেন্দ্রীয় বাহিনী । সেই হিসেবেই তৈরি হয়ে যায় বাহিনী ডেপ্লয়মেন্টের প্ল্যান । কিন্তু বিবেক দুবে দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলার পর পালটে যায় সংখ্যাটা । সন্ধ্যের পর তিনি জানিয়ে দেন, 710 কম্পানি রেখে হবে ভোট । আজ আবার দুবে জানান, বাড়তে পারে বাহিনীর সংখ্যা । সেক্ষেত্রে 100 শতাংশ বুথেই বাহিনী থাকার সম্ভাবনা । যদিও বিবেক বলেন, "সেটা এখনও ঠিক হয়নি । দেখা যাক কী ডেপ্লয়মেন্ট হয় ।"

আগামী 12 মে পূর্ব মেদিনীপুরের তমলুক, কাঁথি, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বিষ্ণুপুরে নির্বাচন হবে । তবে এই দফায় বিশেষ গুরুত্ব পাচ্ছে ঝাড়গ্রাম ।

কলকাতা, 8 মে : আগামী 12 তারিখ ষষ্ঠ দফার নির্বাচনে সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী । সেভাবেই তৈরি হয়েছিল প্ল্যান । সেই প্ল্যান জানিয়ে দেওয়া হয় জেলাস্তরেও । কিন্তু গতকাল সন্ধ্যার পরে বদলে যায় চিত্রটা । দিল্লিতে নির্বাচন সদনে বৈঠক করার পর বিবেক দুবে জানিয়ে দেন, 710 কোম্পানি বাহিনী রেখে ভোট করা হবে ষষ্ঠ দফায় । কিন্তু সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে কি না তা জানাতে পারেননি তিনি । আজ বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েকও কথা দিতে পারলেন না । জানাতে পারলেন না যে সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে কি না । তিনি শুধু বলেন, "পর্যাপ্ত বাহিনী থাকবে ষষ্ঠ দফায় ।"

ভিডিয়োয় দেখুন

অন্যদিকে কমিশন চাইছে ষষ্ঠ দফায় সব বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকুক । সেই সূত্রে বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে আজ দেখা করছেন স্বরাষ্ট্র মন্ত্রকের সচিবের সঙ্গে । তিনি জানিয়েছেন, আরও বেশি বাহিনী পাওয়া যায় কি না সেই বিষয়ে আলোচনা করতে তিনি স্বরাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করবেন । সেক্ষেত্রে ষষ্ঠ দফায় আরও বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসার সম্ভাবনা প্রবল ।

2014 সালের লোকসভা নির্বাচনে সর্বোচ্চ 617 কম্পানি বাহিনী রেখে ভোট হয়েছিল । 2016 সালের বিধানসভা নির্বাচনে বাহিনী 700 কম্পানির কিছু কম ছিল । কিন্তু এবার সেই সব রেকর্ড ভাঙতে চলেছে ষষ্ঠ দফায় ।


যদিও রাজ্য পুলিশের সর্বোচ্চ মহলের কাছে গতকাল বিকেল পর্যন্ত খবর ছিল ষষ্ঠ দফায় সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী । রাজ্য পুলিশের এক কর্তা জানিয়েছিলেন, শুধুমাত্র মাওবাদী অধ্যুষিত ঝাড়গ্রাম লোকসভার 100 শতাংশ বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী । বাকি 7টি লোকসভা আসনের 73.5 শতাংশ বুথে থাকবে বাহিনী । ঠিক ছিল 8টি লোকসভা আসনে নির্বাচনের জন্য এবার থাকবে 683 কম্পানি কেন্দ্রীয় বাহিনী । সেই হিসেবেই তৈরি হয়ে যায় বাহিনী ডেপ্লয়মেন্টের প্ল্যান । কিন্তু বিবেক দুবে দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলার পর পালটে যায় সংখ্যাটা । সন্ধ্যের পর তিনি জানিয়ে দেন, 710 কম্পানি রেখে হবে ভোট । আজ আবার দুবে জানান, বাড়তে পারে বাহিনীর সংখ্যা । সেক্ষেত্রে 100 শতাংশ বুথেই বাহিনী থাকার সম্ভাবনা । যদিও বিবেক বলেন, "সেটা এখনও ঠিক হয়নি । দেখা যাক কী ডেপ্লয়মেন্ট হয় ।"

আগামী 12 মে পূর্ব মেদিনীপুরের তমলুক, কাঁথি, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বিষ্ণুপুরে নির্বাচন হবে । তবে এই দফায় বিশেষ গুরুত্ব পাচ্ছে ঝাড়গ্রাম ।

Intro:কলকাতা, ৮ মে: ষষ্ঠ দফার সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী। সেভাবেই তৈরি হয়েছিল প্ল্যান। সেই প্ল্যান জানিয়ে দেওয়া হয় জেলা স্তরে। কিন্তু গতকাল সন্ধ্যার পরে বদলে যায় চিত্রটা। দিল্লিতে নির্বাচন সদনে বৈঠক করার পর বিবেক দুবে জানিয়ে দেন, ৭১০ কম্পানি বাহিনী রেখে ভোট হবে ষষ্ঠ দফায়। কিন্তু সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবেন কিনা তা জানাতে পারেননি তিনি। আজ বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েকও কথা দিতে পারলেন না। জানাতে পারলেন না সব বুঝে কেন্দ্রীয় বাহিনী থাকবে কিনা। বললেন, “ পর্যাপ্ত বাহিনী থাকবে ষষ্ঠ দফায়।" Body:এদিকে, কমিশন চাইছে সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকুক। সেই সূত্রে আজ বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে দেখা করছেন স্বরাষ্ট্র মন্ত্রকের সচিবের সঙ্গে। দুবে জানিয়েছেন, আরো বেশি বাহিনী পাওয়া যায় কিনা সে বিষয়ে আলোচনা করতে তিনি স্বরাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করবেন। সে ক্ষেত্রে ষষ্ঠ দফায় আরো বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসার সম্ভাবনা প্রবল।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে সর্বোচ্চ ৬১৭ কম্পানি বাহিনী রেখে ভোট হয়েছিল। ২০১৬ সালের বিধানসভার নির্বাচনে বাহিনী 700 কম্পানির কিছু কম ছিল। কিন্তু এবার সেই সব রেকর্ড ভাঙতে চলেছে ষষ্ঠ দফায়।


যদিও রাজ্য পুলিশের সর্বচ্চ মহলের কাছে গতকাল বিকেল পর্যন্ত খবর ছিল ষষ্ঠ দফায় সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী! সূত্রের খবর তেমনটাই। রাজ্য পুলিশের এক কর্তা জানিয়েছিলেন, শুধুমাত্র মাও অধ্যুষিত ঝাড়গ্রাম লোকসভায় থাকবে 100% বুথে কেন্দ্রীয় বাহিনী। বাকি ৭ লোকসভা আসনে ৭৩.৫ শতাংশ বুথে থাকবে বাহিনী। ঠিক ছিল ৮ টি লোকসভা আসনে নির্বাচনের জন্য এবার থাকবে ৬৮৩ কম্পানি কেন্দ্রীয় বাহিনী। সেই হিসেবেই তৈরি হয়ে যায় বাহিনী ডেপ্লয়মেন্টের প্ল্যান। কিন্তু বিবেক দুবে দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলার পর পাল্টে যায় সংখ্যাটা। সন্ধ্যের পর তিনি জানিয়ে দেন, ৭১০ কম্পানি রেখে হবে ভোট। আজ আবার দুবে জানান বাড়তে পারে বাহিনীর সংখ্যা। সেক্ষেত্রে ১০০ শতাংশবুথেই বাহিনী থাকার সম্ভবনা। যদিও বিবেক বলেন, “ সেটা এখনও ঠিক হয়নি। দেখা যাক কি ডেপ্লয়মেন্ট হয়।"Conclusion:আগামী ১২ মে ষষ্ঠ দফার নির্বাচন। পূর্ব মেদিনীপুরের তমলুক, কাঁথি, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বিষ্ণুপুরে নির্বাচন হবে সেদিন। এই দফায় বিশেষ গুরুত্ব পাচ্ছে ঝাড়গ্রাম আসলে শ্রম দিবসে “ বিপ্লব" করেছিল মাওবাদীরা। তাদের গেরিলা আক্রমনে মহারাষ্ট্রের গড়চিরৌলিতে এক চালক সহ ১৫ জন জওয়ান শহিদ হন।IED বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালানো হয় সেনা জওয়ানদের গাড়িতে। পরের দিনই ছত্তিশগড়ের সুকমায় মাওবাদীরা গ্রামে ঢুকে দু'জনকে পুলিশের “গুপ্তচর সন্দেহে" খুন করে। সাম্প্রতিক এই ঘটনা প্রবাহের যুগে ঝুঁকি নিতে রাজি নয় নির্বাচন কমিশন। সেই সূত্রে পঞ্চম দফার নির্বাচনের আগেই ৫০ কোম্পানি বাহিনী পাঠানো হয় জঙ্গলমহলে।
Last Updated : May 8, 2019, 10:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.