ETV Bharat / state

CBI-এর তলব পেয়ে হাজিরা দিলেন মির্জ়া - West Bengal

বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার এইচ এম এস মির্জ়া CBI-এর তলব পেয়ে হাজিরা দিলেন ।

মির্জ়া
author img

By

Published : Jun 6, 2019, 11:53 AM IST

Updated : Jun 6, 2019, 4:21 PM IST

কলকাতা, 6 জুন : নারদকাণ্ডে CBI দপ্তরে হাজিরা দিলেন এস এম এইচ মির্জ়া । বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার মির্জ়া নারদ মামলায় অন্যতম অভিযুক্ত। আজ কিছুক্ষণ আগেই নিজ়াম প্যালেসে পৌঁছেছেন তিনি । তাঁর জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

সূত্রের খবর, 2014 সালে যেদিন ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে তিনি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ, সেদিন আরও দু'জন ব্যবসায়ী মির্জ়াকে টাকা দিয়েছিলেন । সেই দুই ব্যবসায়ী থেকে নির্দিষ্ট তথ্য পেয়েছে CBI । সেই সূত্রেই তাঁকে ফের জেরা করা হচ্ছে ।

2014 সালের লোকসভা নির্বাচনের আগে স্টিং অপারেশন করেন সাংবাদিক ম্যাথু স্যামুয়েল । অভিযোগ, সেই ফাঁদে পা দেন মির্জ়া । স্টিং অপারেশনের ফুটেজে দেখা যায়, হাফপ্যান্ট পরে আছেন তিনি । আড্ডার ভঙ্গিতে চলছে কথা । নানা তথ্য দিচ্ছেন তৃণমূল সম্পর্কেও । দাবি করছেন, বাংলার শাসকদলের হয়ে টাকা তোলেন তিনি । এমন কী দলের হয়ে কত টাকা তুলেছেন সেটাও উল্লেখ করতে ভোলেননি । ফুটেজে দেখা যায়, হাতে টাকাও নিচ্ছেন তিনি (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ETV ভারত) । টাকার বিনিময়ে ব্যবসায়িক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন IPS অফিসার । পরে অবশ্য মির্জ়া দাবি করেন, তাঁকে ফাঁসানো হয়েছে । তিনি টাকা নেননি ।

কলকাতা, 6 জুন : নারদকাণ্ডে CBI দপ্তরে হাজিরা দিলেন এস এম এইচ মির্জ়া । বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার মির্জ়া নারদ মামলায় অন্যতম অভিযুক্ত। আজ কিছুক্ষণ আগেই নিজ়াম প্যালেসে পৌঁছেছেন তিনি । তাঁর জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

সূত্রের খবর, 2014 সালে যেদিন ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে তিনি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ, সেদিন আরও দু'জন ব্যবসায়ী মির্জ়াকে টাকা দিয়েছিলেন । সেই দুই ব্যবসায়ী থেকে নির্দিষ্ট তথ্য পেয়েছে CBI । সেই সূত্রেই তাঁকে ফের জেরা করা হচ্ছে ।

2014 সালের লোকসভা নির্বাচনের আগে স্টিং অপারেশন করেন সাংবাদিক ম্যাথু স্যামুয়েল । অভিযোগ, সেই ফাঁদে পা দেন মির্জ়া । স্টিং অপারেশনের ফুটেজে দেখা যায়, হাফপ্যান্ট পরে আছেন তিনি । আড্ডার ভঙ্গিতে চলছে কথা । নানা তথ্য দিচ্ছেন তৃণমূল সম্পর্কেও । দাবি করছেন, বাংলার শাসকদলের হয়ে টাকা তোলেন তিনি । এমন কী দলের হয়ে কত টাকা তুলেছেন সেটাও উল্লেখ করতে ভোলেননি । ফুটেজে দেখা যায়, হাতে টাকাও নিচ্ছেন তিনি (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ETV ভারত) । টাকার বিনিময়ে ব্যবসায়িক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন IPS অফিসার । পরে অবশ্য মির্জ়া দাবি করেন, তাঁকে ফাঁসানো হয়েছে । তিনি টাকা নেননি ।

Intro:কলকাতা, ৪ জুন : অশঙ্কাটা ছিলই। সপ্তম দফার ভোটের আগের সন্ধ্যায় অশান্তির জেরে সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাকেশ সিংকে গ্রেপ্তার করা হল অবশেষে। অভিযোগ, তিনি দুই পুলিশকর্মীকে নিগ্রহ করেছেন। সে সময় তার সঙ্গী ছিল আরও জনা তিরিশ বিজেপি কর্মী। কলকাতা পুলিশ সূত্রে খবর সেই ঘটনা এবং ওয়াটগঞ্জ থানায় থাকা পুরনো কিছু মামলার জেরে গত রাতে গ্রেপ্তার করা হয়েছে রাকেশকে। দিল্লি থেকে কলকাতা বিমান বন্দরে নামতেই গ্রেপ্তার করা হয় তাঁকে।Body:অভিযোগ, গত ১৮ মে রাকেশ সিংয়ের পিছু নিয়েছিল দুই পুলিশ কর্মী। রাকেশ দলবল নিয়ে ওই দুই পুলিশ কর্মীকে আটক করে। অভিযোগ, ওই সময় তাদের শারীরিকভাবে নিগ্রহ করা হয়। ডিউটি রত অবস্থায় কোন পুলিশকর্মীকে শারীরিকভাবে নিগ্রহ আইনের চোখে গুরুতর অপরাধ। নিগ্রহ চলাকালীন ওই দুই পুলিশ কর্মী ফোন করতে যান। তাদের ফোন কেড়ে নেওয়ার চেষ্টা চলতে থাকে। পরে পুলিশের বড় বাহিনীকে ওই দুই পুলিশকর্মীকে উদ্ধার করে। ঘটনায় তিন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। রাকেশ সিং পলাতক ছিলেন তখন।
Conclusion:সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাকেশের অভিযোগ ছিল , “ আমি বাড়ি থেকে বেরোনোর পর এই দুই পুলিশ কর্মী আমার পিছু নেয়। পিছনে প্রায় 50-60 জন ছিল। আমাকে দুর্ঘটনা ঘটিয়ে মারার চেষ্টায় ছিল। তারপর এত বিজেপি কর্মীকে নিয়ে আমরা এদের ধরেছি।" রাকেশকে আজ আলিপুর আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর।



Last Updated : Jun 6, 2019, 4:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.