ETV Bharat / state

জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ

এন্টালি থানায় মোট তিনটি FIR হয়েছে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে ।

nrs
author img

By

Published : Jun 12, 2019, 3:09 PM IST

Updated : Jun 12, 2019, 3:49 PM IST

কলকাতা, 12 জুন : জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে দায়ের হল FIR । এন্টালি থানায় মোট তিনটি FIR হয়েছে বলে পুলিশ সূত্রে খবর । লালবাজার সূত্রে জানা গেছে, মৃত মহম্মদ শহিদের পরিজনরা জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ এনেছেন । CRPC-র 304 A ধারায় মামলা দায়ের হয়েছে । অন্যদিকে মৃতের প্রতিবেশীদের তরফের দায়ের করা হয়েছে একটি পৃথক মামলাও ।

ঘটনার সূত্রপাত সোমবার রাতে । এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় NRS মেডিকেল কলেজ ও হাসপাতাল । মহম্মদ শহিদ নামে 75 বছরের এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে ঝামেলা শুরু হয় । মৃতের পরিজনরা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলেন । সেই অভিযোগেই সোমবার রাতে শুরু হয় বিক্ষোভ । ডাক্তারদের উপর চড়াও হয় রোগীর পরিজনরা । ঘটনায় পরিবহ মুখোপাধ্যায় নামে এক জুনিয়র চিকিৎসক মাথায় গুরুতর চোট পান । তারপর থেকেই শুরু হয়েছে চিকিৎসকদের কর্মবিরতি এবং বিক্ষোভ ।

অন্যদিকে মৃতের পরিজন এবং প্রত্যক্ষদর্শীরা জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে এনেছেন অভিযোগ । তাদের বক্তব্য প্রথমে মারমুখী হন জুনিয়র ডাক্তাররাই । রীতিমতো লাঠি নিয়ে তারা চড়াও হয় মৃতের পরিবারের উপর ।

এদিকে, ডাক্তারদের কর্মবিরতির জেরে বেহাল রাজ্যের চিকিৎসা পরিষেবা । পরিবহের উপর হামলার প্রতিবাদে রাজ্য জুড়ে কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে জুনিয়র ডাক্তারদের পাঁচটি সংগঠন । অপরদিকে অবিলম্বে চিকিৎসা পরিষেবা শুরুর দাবি তুলেছে রোগীর পরিজন ।

কলকাতা, 12 জুন : জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে দায়ের হল FIR । এন্টালি থানায় মোট তিনটি FIR হয়েছে বলে পুলিশ সূত্রে খবর । লালবাজার সূত্রে জানা গেছে, মৃত মহম্মদ শহিদের পরিজনরা জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ এনেছেন । CRPC-র 304 A ধারায় মামলা দায়ের হয়েছে । অন্যদিকে মৃতের প্রতিবেশীদের তরফের দায়ের করা হয়েছে একটি পৃথক মামলাও ।

ঘটনার সূত্রপাত সোমবার রাতে । এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় NRS মেডিকেল কলেজ ও হাসপাতাল । মহম্মদ শহিদ নামে 75 বছরের এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে ঝামেলা শুরু হয় । মৃতের পরিজনরা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলেন । সেই অভিযোগেই সোমবার রাতে শুরু হয় বিক্ষোভ । ডাক্তারদের উপর চড়াও হয় রোগীর পরিজনরা । ঘটনায় পরিবহ মুখোপাধ্যায় নামে এক জুনিয়র চিকিৎসক মাথায় গুরুতর চোট পান । তারপর থেকেই শুরু হয়েছে চিকিৎসকদের কর্মবিরতি এবং বিক্ষোভ ।

অন্যদিকে মৃতের পরিজন এবং প্রত্যক্ষদর্শীরা জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে এনেছেন অভিযোগ । তাদের বক্তব্য প্রথমে মারমুখী হন জুনিয়র ডাক্তাররাই । রীতিমতো লাঠি নিয়ে তারা চড়াও হয় মৃতের পরিবারের উপর ।

এদিকে, ডাক্তারদের কর্মবিরতির জেরে বেহাল রাজ্যের চিকিৎসা পরিষেবা । পরিবহের উপর হামলার প্রতিবাদে রাজ্য জুড়ে কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে জুনিয়র ডাক্তারদের পাঁচটি সংগঠন । অপরদিকে অবিলম্বে চিকিৎসা পরিষেবা শুরুর দাবি তুলেছে রোগীর পরিজন ।

Last Updated : Jun 12, 2019, 3:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.