ETV Bharat / state

ETV ভারতের শুভারম্ভ - Ramoji Group launched ETV Bharat

দেশবাসীকে রামোজি গ্রুপের নতুন উপহার- ETV ভারত

ETV Bharat
author img

By

Published : Mar 21, 2019, 1:01 PM IST

Updated : Mar 22, 2019, 1:42 AM IST

প্রতীক্ষার অবসান। উন্মোচিত হল ভারতের সর্ববৃহৎ ডিজিটাল মিডিয়ার প্ল্যাটফর্ম ETV ভারত। দিল্লি থেকে উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ETV ভারতের উদ্বোধন করেন। তেলাঙ্গানায় পোর্টালের শুভ সূচনা করলেন রামোজি গ্রুপের চেয়ারম্যান শ্রী রামোজি রাও। পশ্চিমবঙ্গে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর হাত ধরে ETV ভারত বাংলা পোর্টালের উদ্বোধন করা হয়।

সংবাদপত্র ও টেলিভিশনে নিজেদের সফলভাবে প্রতিষ্ঠিত করার পর যুগের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল মিডিয়া ক্ষেত্রে প্রবেশ করল রামোজি গ্রুপ। নিয়ে আসল ইনাডু ইন্ডিয়া। দেশের প্রান্তে প্রান্তে পৌঁছানোর চেষ্টা তখন থেকেই। এবার মিডিয়া জগতে তাদের নয়া প্ল্যাটফর্ম ETV ভারত। সমগ্র দেশকে মানুষের হাতের মুঠোয় এনে দেওয়ার জন্য দেশের প্রতিটি কোণায় নিজস্ব প্রতিনিধিরা থাকবেন। 29টি রাজ্যের 725টি জেলায় থাকবেন ETV ভারতের সাংবাদিকরা। তীক্ষ্ণ নজর থাকবে প্রতিটিঘটনায়। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়বে সারা দেশে। 13টি ভাষায় খবর পরিবেশন করবে ETV ভারত। সেজন্য থাকছে 27টি স্বতন্ত্র পোর্টাল। ভাষাগুলি হল- ইংরেজি, হিন্দি, বাংলা, তেলুগু, তামিল, অসমিয়া, উর্দু, কন্নড়, পঞ্জাবি, মালায়ালম, মারাঠি, গুজরাতি ও ওড়িয়া। ভাষার ব্যবধানকে দূর করে নিজস্ব ভাষায় পাঠককে সমৃদ্ধ করা, বিষয়বস্তু বা কনটেন্টের জোগান দেওয়াই আমাদের লক্ষ্য। একইসূত্রে বাঁধা পড়বেন দেশবাসী। আর সেই সুতোর নাম ETV ভারত।

ETV ভারতের অন্যতম পরিবেশনা হল বাংলা ভাষার পোর্টাল। পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলার, প্রত্যেক ব্লকের খবর থাকবে ETV ভারত বাংলা পোর্টালে। সদাসতর্ক আমাদের সাংবাদিকরা। রাজ্যজুড়ে যখন যা ঘটবে তা লাইভ সম্প্রচারিত হবে। 24 ঘণ্টায় 5 মিনিট অন্তর বুলেটিন। পাঠক যেখানেই থাকুন না কেন, প্রতি মুহূর্তের আপডেট নিয়ে তাঁদের কাছে পৌঁছে যাবে ETV ভারত। আমাদের অন্যতম বৈশিষ্ট্য হল, মাল্টিপল লাইভ স্ট্রিমিং। দেশজুড়ে বিভিন্ন ঘটনা টানা সম্প্রচারিত হবে। আকর্ষণ, বৈচিত্র ও গভীরতায় ETV ভারত হয়ে উঠবে দেশের ইনফোটেনমেন্টের হাব। নিরপেক্ষ সংবাদের অন্য নাম হবে ETV ভারত।

প্রতীক্ষার অবসান। উন্মোচিত হল ভারতের সর্ববৃহৎ ডিজিটাল মিডিয়ার প্ল্যাটফর্ম ETV ভারত। দিল্লি থেকে উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ETV ভারতের উদ্বোধন করেন। তেলাঙ্গানায় পোর্টালের শুভ সূচনা করলেন রামোজি গ্রুপের চেয়ারম্যান শ্রী রামোজি রাও। পশ্চিমবঙ্গে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর হাত ধরে ETV ভারত বাংলা পোর্টালের উদ্বোধন করা হয়।

সংবাদপত্র ও টেলিভিশনে নিজেদের সফলভাবে প্রতিষ্ঠিত করার পর যুগের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল মিডিয়া ক্ষেত্রে প্রবেশ করল রামোজি গ্রুপ। নিয়ে আসল ইনাডু ইন্ডিয়া। দেশের প্রান্তে প্রান্তে পৌঁছানোর চেষ্টা তখন থেকেই। এবার মিডিয়া জগতে তাদের নয়া প্ল্যাটফর্ম ETV ভারত। সমগ্র দেশকে মানুষের হাতের মুঠোয় এনে দেওয়ার জন্য দেশের প্রতিটি কোণায় নিজস্ব প্রতিনিধিরা থাকবেন। 29টি রাজ্যের 725টি জেলায় থাকবেন ETV ভারতের সাংবাদিকরা। তীক্ষ্ণ নজর থাকবে প্রতিটিঘটনায়। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়বে সারা দেশে। 13টি ভাষায় খবর পরিবেশন করবে ETV ভারত। সেজন্য থাকছে 27টি স্বতন্ত্র পোর্টাল। ভাষাগুলি হল- ইংরেজি, হিন্দি, বাংলা, তেলুগু, তামিল, অসমিয়া, উর্দু, কন্নড়, পঞ্জাবি, মালায়ালম, মারাঠি, গুজরাতি ও ওড়িয়া। ভাষার ব্যবধানকে দূর করে নিজস্ব ভাষায় পাঠককে সমৃদ্ধ করা, বিষয়বস্তু বা কনটেন্টের জোগান দেওয়াই আমাদের লক্ষ্য। একইসূত্রে বাঁধা পড়বেন দেশবাসী। আর সেই সুতোর নাম ETV ভারত।

ETV ভারতের অন্যতম পরিবেশনা হল বাংলা ভাষার পোর্টাল। পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলার, প্রত্যেক ব্লকের খবর থাকবে ETV ভারত বাংলা পোর্টালে। সদাসতর্ক আমাদের সাংবাদিকরা। রাজ্যজুড়ে যখন যা ঘটবে তা লাইভ সম্প্রচারিত হবে। 24 ঘণ্টায় 5 মিনিট অন্তর বুলেটিন। পাঠক যেখানেই থাকুন না কেন, প্রতি মুহূর্তের আপডেট নিয়ে তাঁদের কাছে পৌঁছে যাবে ETV ভারত। আমাদের অন্যতম বৈশিষ্ট্য হল, মাল্টিপল লাইভ স্ট্রিমিং। দেশজুড়ে বিভিন্ন ঘটনা টানা সম্প্রচারিত হবে। আকর্ষণ, বৈচিত্র ও গভীরতায় ETV ভারত হয়ে উঠবে দেশের ইনফোটেনমেন্টের হাব। নিরপেক্ষ সংবাদের অন্য নাম হবে ETV ভারত।


Vrindavan (UP), Mar 21 (ANI): Swarm of people turned up at famous Banke Bihari Temple in UP's Vrindavan to celebrate Holi. The festival of Holi marks the triumph of good over evil. It also proclaims the arrival of the spring season. People danced in water and smeared colour on each other's faces with joy.

Last Updated : Mar 22, 2019, 1:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.