ETV Bharat / state

রাজ্যে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার সিংহভাগ, সন্তুষ্ট কমিশন - report sent to EC

দ্রুত জামিন অযোগ্য ধারায় মামলা থাকা ব্যক্তিদের গ্রেপ্তার করতে হবে। সেই রিপোর্ট দিল্লিতে পাঠানো হয়। তাতে মোটের উপর সন্তুষ্ট কমিশন।

নির্বাচন কমিশন
author img

By

Published : Mar 27, 2019, 5:29 PM IST

Updated : Mar 27, 2019, 11:44 PM IST

কলকাতা, 27 মার্চ : লোকসভা নির্বাচনে কোনওরকম গোলমাল এড়াতে জামিন অযোগ্য ধারায় মামলা থাকা ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। সেইমতো কোমর বেঁধে নামে রাজ্য ও কলকাতা পুলিশ। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর সূত্রে খবর, সেই নির্দেশের সিংহভাগ কার্যকর হয়েছে। দিল্লিতে সেই রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে। তাতে নির্বাচন কমিশন মোটের উপর সন্তোষ প্রকাশ করেছে।

প্রতি নির্বাচনের আগেই জামিন অযোগ্য ধারায় মামলা থাকা ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশ দেয় কমিশন। নির্ঘণ্ট ঘোষণার মাসছয়েক আগে সেই প্রক্রিয়া শুরু হয়ে যায়। চলতি বছরের জানুয়ারিতে কমিশনের তরফে নির্দেশ জারি করা হয়েছিল। সেই মোতাবেক ফেব্রুয়ারিতে কমিশনের হাতে যে রিপোর্ট যায়, তাতে খুব একটা সন্তুষ্ট হয়নি কমিশন। কলকাতায় কমিশনের ফুলবেঞ্চ এসে দ্রুত সেই নির্দেশ কার্যকর করার নির্দেশ দেয়। তারপর রাজ্যজুড়ে ধরপাকড় শুরু হয়। সূত্রের খবর, অযোগ্য ধারায় মামলা থাকায় 80 শতাংশেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তারপর মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের তরফে সেই রিপোর্ট দিল্লিতে পাঠানো হয়।

রিপোর্ট হাতে পেয়ে পুলিশের ভূমিকা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে কমিশন। সম্প্রতি দু'একজন পুলিশ কর্তার ভূমিকা নিয়ে ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন প্রশ্ন তুলেছিলেন। মৃদু তিরস্কারও করেন বলে সূত্রের খবর। তারপর জামিন অযোগ্য মামলা থাকা ব্যক্তিদের ধরপাকড়ের ক্ষেত্রে পুলিশের তৎপরতায় খুশি কমিশন। একাধিক মহলের অভিমত, সেজন্য একাধিক অভিযোগ জমা পড়লেও পুলিশের বিরুদ্ধে বড় কোনও পদক্ষেপ নেয়নি কমিশন।

কলকাতা, 27 মার্চ : লোকসভা নির্বাচনে কোনওরকম গোলমাল এড়াতে জামিন অযোগ্য ধারায় মামলা থাকা ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। সেইমতো কোমর বেঁধে নামে রাজ্য ও কলকাতা পুলিশ। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর সূত্রে খবর, সেই নির্দেশের সিংহভাগ কার্যকর হয়েছে। দিল্লিতে সেই রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে। তাতে নির্বাচন কমিশন মোটের উপর সন্তোষ প্রকাশ করেছে।

প্রতি নির্বাচনের আগেই জামিন অযোগ্য ধারায় মামলা থাকা ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশ দেয় কমিশন। নির্ঘণ্ট ঘোষণার মাসছয়েক আগে সেই প্রক্রিয়া শুরু হয়ে যায়। চলতি বছরের জানুয়ারিতে কমিশনের তরফে নির্দেশ জারি করা হয়েছিল। সেই মোতাবেক ফেব্রুয়ারিতে কমিশনের হাতে যে রিপোর্ট যায়, তাতে খুব একটা সন্তুষ্ট হয়নি কমিশন। কলকাতায় কমিশনের ফুলবেঞ্চ এসে দ্রুত সেই নির্দেশ কার্যকর করার নির্দেশ দেয়। তারপর রাজ্যজুড়ে ধরপাকড় শুরু হয়। সূত্রের খবর, অযোগ্য ধারায় মামলা থাকায় 80 শতাংশেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তারপর মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের তরফে সেই রিপোর্ট দিল্লিতে পাঠানো হয়।

রিপোর্ট হাতে পেয়ে পুলিশের ভূমিকা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে কমিশন। সম্প্রতি দু'একজন পুলিশ কর্তার ভূমিকা নিয়ে ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন প্রশ্ন তুলেছিলেন। মৃদু তিরস্কারও করেন বলে সূত্রের খবর। তারপর জামিন অযোগ্য মামলা থাকা ব্যক্তিদের ধরপাকড়ের ক্ষেত্রে পুলিশের তৎপরতায় খুশি কমিশন। একাধিক মহলের অভিমত, সেজন্য একাধিক অভিযোগ জমা পড়লেও পুলিশের বিরুদ্ধে বড় কোনও পদক্ষেপ নেয়নি কমিশন।

Last Updated : Mar 27, 2019, 11:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.