ETV Bharat / state

অনুমোদন সত্ত্বেও অনুষ্ঠানে বাধা, হাইকোর্টের দ্বারস্থ রামনবমী উৎসব সমিতি - শুনানি

রামনবমীর অনুষ্ঠানের জন্য প্রশাসনের থেকে সব অনুমতিই নিয়েছিল মেচেদার রামনবমী উৎসব সমিতি। তা সত্বেও স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানা মাঠ দখল করেছেন। এই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ সমিতি। মামলার শুনানি শুরু হয়েছে। আগামীকাল ফের শুনানি হবে।

কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Apr 10, 2019, 5:42 PM IST

কলকাতা, 10 এপ্রিল : আগামী 14 এপ্রিল রামনবমী। সেই উপলক্ষ্যে মেচেদার রামনবমী উৎসব সমিতি নিকটবর্তী একটি জায়গায় রামনবমী পালন করার অনুমতি পেয়েছে। অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি সেই মাঠ দখল করেছেন। এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রামনবমী উৎসব সমিতি।

রামনবমী উৎসব সমিতির সভাপতি তুষার দোলুই বলেন, "পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট ও রামনবমী উৎসব সমিতির উদ্যোগে মেচেদা মাতঙ্গিনী ময়দান ও শ্রী শ্রী জগন্নাথদেব মন্দির সংলগ্ন মাঠে অনুষ্ঠানের জন্য আমরা আগে থেকেই প্রশাসনের কাছে অনুমোদন নিয়েছি। জায়গাটা জাতীয় সড়ক কর্তৃপক্ষের অধীনে। তাই তাদের থেকেও অনুমোদন নিয়েছি আমরা। কিন্তু ওই এলাকার শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানা কোনও অনুমতি ছাড়াই জগন্নাথদেব মন্দির সংলগ্ন মাঠ দখল করেছেন। সেখানে পুজোর প্রস্তুতি নিচ্ছেন। আমরা 7 থেকে 15 এপ্রিল পর্যন্ত প্রশাসনের তরফে ওই মাঠের অনুমোদন পেয়েছি। তারপরও কী করে এটা হয়?"

আজ মামলাটি বিচারপতি দেবাংশু বসাকের সিঙ্গল বেঞ্চে ওঠে। মামলাকারীদের তরফে আইনজীবী ফিরোজ এডুলজি ও অনুপ দাশগুপ্ত বলেন, "মাতঙ্গিনী ময়দান আমরা পুজোর জন্য নিয়েছি। শ্রী শ্রী জগন্নাথদেব মন্দিরের মাঠের অনুমোদন লোকজনের খাওয়া দাওয়া ও গাড়ি রাখার জন্য নিয়েছি। 500 মিটারের মধ্যে জাতীয় সড়ক কর্তৃপক্ষের আরও অনেক জায়গা রয়েছে। তবুও আমাদের জায়গাই দখল করতে চাইছেন পঞ্চায়েত সমিতির সভাপতি।" অন্যদিকে রাজ্যের তরফে AG কিশোর দত্ত জানান, সবাইকেই পুজোপাঠ করার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু কোনও মিছিল করার অনুমতি দেওয়া হয়নি।

বিচারপতি দেবাংশু বসাক মামলাকারীর আইনজীবীকে বলেন, "বিষয়টি খুবই সামান্য ব্যাপার। আপনি একটা সাইড প্ল্যান জমা দিন। আর ওই জায়গার কিছু ছবি আনুন। আগামীকাল আবার শুনানি হবে।"

কলকাতা, 10 এপ্রিল : আগামী 14 এপ্রিল রামনবমী। সেই উপলক্ষ্যে মেচেদার রামনবমী উৎসব সমিতি নিকটবর্তী একটি জায়গায় রামনবমী পালন করার অনুমতি পেয়েছে। অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি সেই মাঠ দখল করেছেন। এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রামনবমী উৎসব সমিতি।

রামনবমী উৎসব সমিতির সভাপতি তুষার দোলুই বলেন, "পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট ও রামনবমী উৎসব সমিতির উদ্যোগে মেচেদা মাতঙ্গিনী ময়দান ও শ্রী শ্রী জগন্নাথদেব মন্দির সংলগ্ন মাঠে অনুষ্ঠানের জন্য আমরা আগে থেকেই প্রশাসনের কাছে অনুমোদন নিয়েছি। জায়গাটা জাতীয় সড়ক কর্তৃপক্ষের অধীনে। তাই তাদের থেকেও অনুমোদন নিয়েছি আমরা। কিন্তু ওই এলাকার শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানা কোনও অনুমতি ছাড়াই জগন্নাথদেব মন্দির সংলগ্ন মাঠ দখল করেছেন। সেখানে পুজোর প্রস্তুতি নিচ্ছেন। আমরা 7 থেকে 15 এপ্রিল পর্যন্ত প্রশাসনের তরফে ওই মাঠের অনুমোদন পেয়েছি। তারপরও কী করে এটা হয়?"

আজ মামলাটি বিচারপতি দেবাংশু বসাকের সিঙ্গল বেঞ্চে ওঠে। মামলাকারীদের তরফে আইনজীবী ফিরোজ এডুলজি ও অনুপ দাশগুপ্ত বলেন, "মাতঙ্গিনী ময়দান আমরা পুজোর জন্য নিয়েছি। শ্রী শ্রী জগন্নাথদেব মন্দিরের মাঠের অনুমোদন লোকজনের খাওয়া দাওয়া ও গাড়ি রাখার জন্য নিয়েছি। 500 মিটারের মধ্যে জাতীয় সড়ক কর্তৃপক্ষের আরও অনেক জায়গা রয়েছে। তবুও আমাদের জায়গাই দখল করতে চাইছেন পঞ্চায়েত সমিতির সভাপতি।" অন্যদিকে রাজ্যের তরফে AG কিশোর দত্ত জানান, সবাইকেই পুজোপাঠ করার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু কোনও মিছিল করার অনুমতি দেওয়া হয়নি।

বিচারপতি দেবাংশু বসাক মামলাকারীর আইনজীবীকে বলেন, "বিষয়টি খুবই সামান্য ব্যাপার। আপনি একটা সাইড প্ল্যান জমা দিন। আর ওই জায়গার কিছু ছবি আনুন। আগামীকাল আবার শুনানি হবে।"

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.