কলকাতা, ২৬ মার্চ : নবান্ন সূত্রে জানা গেছে, গতকাল শিক্ষা দপ্তরের কাছ থেকে SSC চাকরিপ্রার্থীদের অনশন সংক্রান্ত রিপোর্ট চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই খবরে আশার আলো দেখছেন অনশনকারীরা। তাঁরা একাধিকবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন। তাঁদের অনশনের ২৬তম দিনে মুখ্যমন্ত্রীর রিপোর্ট চাওয়াকে হস্তক্ষেপ বলেই মনে করছেন অনশনকারী চাকরিপ্রার্থীরা।
অনশনকারীদের সম্পর্কে রিপোর্ট শিক্ষা দপ্তর ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর কাছে জমা দিয়েছে বলে জানা গেছে। SSC যুব ছাত্র অধিকার মঞ্চের পক্ষ থেকে অর্পিতা দাস বলেন, "আমরা আশাবাদী। আমরা এটাই চেয়েছিলাম। শুরু থেকে বলছিলাম যে, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই আমাদের সমস্যার সমাধান হতে পারে। মনে হচ্ছে, দ্রুত সমস্যার সমাধান হবে।"
অর্পিতা গতকাল বলেন, "আজ ২৬ দিনে অনশন পড়ল। আমাদের প্রায় ৮৪ জন অসুস্থ হয়েছেন। তবে আমাদের মনোবল ভাঙেনি। ২৬ দিন কেন, ৬৬ দিনও কাটাতে পারি।" শিক্ষামন্ত্রীর গঠিত পাঁচ সদস্যের কমিটির আছে দু'দিনের মধ্যে অভিযোগ জমা দিতে যাবেন বলে জানিয়েছেন অর্পিতা।
বুদ্ধিজীবী মীরাতুন নাহার, পরিচালক তরুণ মজুমদার, কবি সব্যসাচী দে প্রমুখ গতকাল অনশনকারীদের সঙ্গে দেখা করেন।