শিলং (মেঘালয়), ৯ ফেব্রুয়ারি : কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে আজ আট ঘণ্টা জেরা করে CBI। আগামীকাল তাঁকে ফের জেরা করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আজ জেরার পর CBI-র তরফে দাবি করা হয়, "SIT-র প্রধান হিসেবে রাজীব কুমারের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।"
২০১৪ সালে সারদা চিটফান্ড কেলেঙ্কারি সামনে আসার পর ঘটনার তদন্তের জন্য রাজ্য সরকার SIT গঠন করে। বিধাননগরের তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারকে SIT-র প্রধান করা হয়। সারদা কাণ্ডের তদন্তে নেমে ২০১৪ সালের ২২ এপ্রিল মাঝরাতে বিধাননগর পুলিশ একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সল্টলেক শাখায় যায়। ED-র আধিকারিকদের অনুপস্থিতিতেই সারদার কর্ণধার সুদীপ্ত সেনের স্ত্রী পিয়ালিদেবীর ব্যাঙ্কের লকার খোলে পুলিশ। সূত্রের খবর, ব্যাঙ্কের লকার খোলার ঘটনায় রাজীব কুমারের ভূমিকা কী ছিল, তা নিয়ে আজ CBI প্রশ্ন করে। কেন মাঝরাতে পুলিশ ব্যাঙ্কের লকার খুলতে গিয়েছিল, ঘটনাস্থানে ED-র কোনও আধিকারিক ছিলেন না কেন, তা নিয়ে রাজীব কুমারকে প্রশ্ন করা হয়।
উল্লেখ্য, আজ শিলঙে রাজীব কুমারকে সকাল ১১টা নাগাদ জেরা শুরু করে CBI। সূত্রের খবর, তাঁর বয়ান রেকর্ড করা হয়। তাঁর জন্য ২২ পাতার একটি প্রশ্নপত্র তৈরি করা হয়। রাজীব কুমার পৌঁছানোর কিছুক্ষণ আগে CBI অফিসে পৌঁছান তাঁর আইনজীবী। তিনি CBI আধিকারিকদের কাছে অনুরোধ করেন, মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) থেকে যেহেতু মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে সেই সময় আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ কমিশনারের কলকাতায় থাকা প্রয়োজন।
জেরার সময় রাজীব কুমারের আইনজীবীকে থাকতে দেওয়া হয়নি। জেরা শেষে আইনজীবী দাবি করেন, রাজীব কুমার গোড়া থেকেই তদন্তে সাহায্য করে আসছেন। তাঁর কথায়, "উনি (রাজীব কুমার) সহযোগিতা করবেন বলেই এখানে (শিলঙে) এসেছেন। আদালতের নির্দেশ মেনে এসেছেন। এর আগেও উনি সহযোগিতা করেছেন।"
আগামীকাল কখন রাজীব কুমার CBI অফিসে যেতে হবে, সে প্রসঙ্গে রাজীব কুমারের আইনজীবী বলেন, "কখন আসতে হবে সে বিষয়ে (রাজীব কুমারের সঙ্গে) কথা হয়নি।" তার কিছুক্ষণ পরই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভা সাংসদ কুণাল ঘোষ জানান, তাকে কাল সকাল ১০টায় ডেকেছে CBI।