ETV Bharat / state

লকার কেন মাঝরাতে খোলা হয়, CBI-র প্রশ্ন রাজীবকে - United Bank of India

সুদীপ্ত সেনের স্ত্রী পিয়ালিদেবীর ব্যাঙ্কের লকার খোলা নিয়ে রাজীব কুমরাকে প্রশ্ন CBI-র

CBI অফিস থেকে বেরোচ্ছেন রাজীব কুমার
author img

By

Published : Feb 9, 2019, 11:32 PM IST

শিলং (মেঘালয়), ৯ ফেব্রুয়ারি : কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে আজ আট ঘণ্টা জেরা করে CBI। আগামীকাল তাঁকে ফের জেরা করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আজ জেরার পর CBI-র তরফে দাবি করা হয়, "SIT-র প্রধান হিসেবে রাজীব কুমারের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।"

২০১৪ সালে সারদা চিটফান্ড কেলেঙ্কারি সামনে আসার পর ঘটনার তদন্তের জন্য রাজ্য সরকার SIT গঠন করে। বিধাননগরের তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারকে SIT-র প্রধান করা হয়। সারদা কাণ্ডের তদন্তে নেমে ২০১৪ সালের ২২ এপ্রিল মাঝরাতে বিধাননগর পুলিশ একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সল্টলেক শাখায় যায়। ED-র আধিকারিকদের অনুপস্থিতিতেই সারদার কর্ণধার সুদীপ্ত সেনের স্ত্রী পিয়ালিদেবীর ব্যাঙ্কের লকার খোলে পুলিশ। সূত্রের খবর, ব্যাঙ্কের লকার খোলার ঘটনায় রাজীব কুমারের ভূমিকা কী ছিল, তা নিয়ে আজ CBI প্রশ্ন করে। কেন মাঝরাতে পুলিশ ব্যাঙ্কের লকার খুলতে গিয়েছিল, ঘটনাস্থানে ED-র কোনও আধিকারিক ছিলেন না কেন, তা নিয়ে রাজীব কুমারকে প্রশ্ন করা হয়।

উল্লেখ্য, আজ শিলঙে রাজীব কুমারকে সকাল ১১টা নাগাদ জেরা শুরু করে CBI। সূত্রের খবর, তাঁর বয়ান রেকর্ড করা হয়। তাঁর জন্য ২২ পাতার একটি প্রশ্নপত্র তৈরি করা হয়। রাজীব কুমার পৌঁছানোর কিছুক্ষণ আগে CBI অফিসে পৌঁছান তাঁর আইনজীবী। তিনি CBI আধিকারিকদের কাছে অনুরোধ করেন, মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) থেকে যেহেতু মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে সেই সময় আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ কমিশনারের কলকাতায় থাকা প্রয়োজন।

undefined

জেরার সময় রাজীব কুমারের আইনজীবীকে থাকতে দেওয়া হয়নি। জেরা শেষে আইনজীবী দাবি করেন, রাজীব কুমার গোড়া থেকেই তদন্তে সাহায্য করে আসছেন। তাঁর কথায়, "উনি (রাজীব কুমার) সহযোগিতা করবেন বলেই এখানে (শিলঙে) এসেছেন। আদালতের নির্দেশ মেনে এসেছেন। এর আগেও উনি সহযোগিতা করেছেন।"

আগামীকাল কখন রাজীব কুমার CBI অফিসে যেতে হবে, সে প্রসঙ্গে রাজীব কুমারের আইনজীবী বলেন, "কখন আসতে হবে সে বিষয়ে (রাজীব কুমারের সঙ্গে) কথা হয়নি।" তার কিছুক্ষণ পরই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভা সাংসদ কুণাল ঘোষ জানান, তাকে কাল সকাল ১০টায় ডেকেছে CBI।

শিলং (মেঘালয়), ৯ ফেব্রুয়ারি : কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে আজ আট ঘণ্টা জেরা করে CBI। আগামীকাল তাঁকে ফের জেরা করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আজ জেরার পর CBI-র তরফে দাবি করা হয়, "SIT-র প্রধান হিসেবে রাজীব কুমারের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।"

২০১৪ সালে সারদা চিটফান্ড কেলেঙ্কারি সামনে আসার পর ঘটনার তদন্তের জন্য রাজ্য সরকার SIT গঠন করে। বিধাননগরের তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারকে SIT-র প্রধান করা হয়। সারদা কাণ্ডের তদন্তে নেমে ২০১৪ সালের ২২ এপ্রিল মাঝরাতে বিধাননগর পুলিশ একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সল্টলেক শাখায় যায়। ED-র আধিকারিকদের অনুপস্থিতিতেই সারদার কর্ণধার সুদীপ্ত সেনের স্ত্রী পিয়ালিদেবীর ব্যাঙ্কের লকার খোলে পুলিশ। সূত্রের খবর, ব্যাঙ্কের লকার খোলার ঘটনায় রাজীব কুমারের ভূমিকা কী ছিল, তা নিয়ে আজ CBI প্রশ্ন করে। কেন মাঝরাতে পুলিশ ব্যাঙ্কের লকার খুলতে গিয়েছিল, ঘটনাস্থানে ED-র কোনও আধিকারিক ছিলেন না কেন, তা নিয়ে রাজীব কুমারকে প্রশ্ন করা হয়।

উল্লেখ্য, আজ শিলঙে রাজীব কুমারকে সকাল ১১টা নাগাদ জেরা শুরু করে CBI। সূত্রের খবর, তাঁর বয়ান রেকর্ড করা হয়। তাঁর জন্য ২২ পাতার একটি প্রশ্নপত্র তৈরি করা হয়। রাজীব কুমার পৌঁছানোর কিছুক্ষণ আগে CBI অফিসে পৌঁছান তাঁর আইনজীবী। তিনি CBI আধিকারিকদের কাছে অনুরোধ করেন, মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) থেকে যেহেতু মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে সেই সময় আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ কমিশনারের কলকাতায় থাকা প্রয়োজন।

undefined

জেরার সময় রাজীব কুমারের আইনজীবীকে থাকতে দেওয়া হয়নি। জেরা শেষে আইনজীবী দাবি করেন, রাজীব কুমার গোড়া থেকেই তদন্তে সাহায্য করে আসছেন। তাঁর কথায়, "উনি (রাজীব কুমার) সহযোগিতা করবেন বলেই এখানে (শিলঙে) এসেছেন। আদালতের নির্দেশ মেনে এসেছেন। এর আগেও উনি সহযোগিতা করেছেন।"

আগামীকাল কখন রাজীব কুমার CBI অফিসে যেতে হবে, সে প্রসঙ্গে রাজীব কুমারের আইনজীবী বলেন, "কখন আসতে হবে সে বিষয়ে (রাজীব কুমারের সঙ্গে) কথা হয়নি।" তার কিছুক্ষণ পরই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভা সাংসদ কুণাল ঘোষ জানান, তাকে কাল সকাল ১০টায় ডেকেছে CBI।

AP Video Delivery Log - 1500 GMT News
Saturday, 9 February, 2019
Here is a roundup of Associated Press video content which has been sent to customers in the last hour. These items are available to access now on Media Port and Video Hub. Please note, customers will receive stories only if subscribed to the relevant product.
AP-APTN-1435: US IA Cory Booker AP Clients Only 4195201
US Senator Booker takes 2020 campaign to Iowa
AP-APTN-1435: Brazil Fire UGC Must credit Nathalia Ferreira 4195199
Amateur video shows fire at Brazil football club
AP-APTN-1435: Canada Mosque Killing Must credit CTV; No access Canada 4195203
Man who shot 6 at Canada mosque jailed for 40 years
AP-APTN-1435: US WA Vaccines Hearing AP Clients Only 4195202
US vaccine critics protest bill removing exemptions
AP-APTN-1435: US NY Bezos National Enquirer Part must credit National Enquirer; 14 days news only; No archive; No licensing 4195198
US prosecutors probing Enquirer after Bezos report
AP-APTN-1435: US NV Killings Immigrant Must credit KTVN; No access Reno market; No use by US broadcast networks 4195197
Suspect in Nevada killings to be tried in Reno
AP-APTN-1426: Turkey Collapse Funeral AP Clients Only 4195248
Erdogan at funeral of 9 from same family killed in collapse
AP-APTN-1407: Gaza Funeral AP Clients Only 4195246
Funeral of Gaza boy, 14, killed in Friday protests
AP-APTN-1405: Brazil Fire Relatives AP Clients Only 4195245
Relatives of victims of Flamengo FC fire arrive in Rio
AP-APTN-1357: Venezuela Border AP Clients Only 4195205
Venezuela military continues to block aid
AP-APTN-1357: US CA Snowbound Must credit content creator 4195206
Crews reopen road to snowbound California lodge
AP-APTN-1357: SKorea US NKorea AP Clients Only 4195208
US envoy for NKorea holds meetings with SKorea FM
AP-APTN-1357: Brazil Violence No access Brazil; Must credit TV Record 4195209
Suspected drug traffickers killed in Rio shootout
AP-APTN-1357: SKorea US NKorea 2 AP Clients Only 4195210
US envoy for NKorea meets SKorea nuclear envoy
AP-APTN-1357: Netherlands Motorway Plane AP Clients Only 4195213
Boeing moved at snail's pace along Dutch motorway
AP-APTN-1357: Brazil Fire Mass AP Clients Only 4195218
Mass for victims of Brazil football academy fire
AP-APTN-1357: Australia Floods No access Australia 4195214
Australia minister assesses impact of flooding
AP-APTN-1357: US Virginia Impeachment Must credit WJLA; No access Washington DC market; No use by US broadcast networks 4195216
Virginia state politician on impeachment of governor
AP-APTN-1357: Costa Rica Protest AP Clients Only 4195219
Costa Rica women rally in support of Arias accusers
AP-APTN-1357: India Liquor Deaths AP Clients Only 4195221
Scores die in India from drinking tainted liquor
AP-APTN-1327: Russia Ski Race No access Russia; No access by Eurovision 4195244
Skiers all over Russia take to slopes for annual race
AP-APTN-1316: China Tibet Snow No access mainland China 4195242
Heavy snow causes disruption in Tibet
AP-APTN-1316: France Yellow Vests 2 AP Clients Only 4195243
Damage, scuffles, at yellow vest demo in Paris
To opt-in to receive AP’s video updates (content alerts, outlooks, etc) via email, please register via http://discover.ap.org/Signup-for-APvideoalert
If you have a video coverage enquiry, please contact the Customer Desk (available 24/7) – customerdesk@ap.org
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.