ETV Bharat / state

রাতের কলকাতায় হেনস্থার শিকার অভিনেতা - উষসী সেনগুপ্ত

পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ তুলেছেন ওই অভিনেতা । তাঁর দাবি, অভিযুক্তরা কোন বাড়িতে ঢুকেছে দেখানোর পর পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি । উলটে তাঁকে বলা হয়, সংশ্লিষ্ট বাড়িতে নিরাপত্তারক্ষী রয়েছে, তাই পুলিশ ভিতরে ঢুকতে পারবে না ।

জিতু কমল
author img

By

Published : Jul 5, 2019, 4:18 AM IST

Updated : Jul 5, 2019, 12:31 PM IST

কলকাতা, 5 জুলাই : ফের রাতের কলকাতায় পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ উঠল । গভীর রাতে পাটুলি এলাকায় হেনস্থার শিকার হন অভিনেতা জিতু কমল । অভিযোগ, পিছন থেকে একটি গাড়ি এসে তাঁর গাড়িতে ধাক্কা মারে । তাঁকে গালিগালাজও করা হয় । জিতুর দাবি, পরে অভিযুক্তদের বাড়ি দেখালেও তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ । বরং তাঁকে বলা হয়, সংশ্লিষ্ট বাড়িতে নিরাপত্তারক্ষী রয়েছে, তাই পুলিশ ভিতরে ঢুকতে পারবে না ।

আজ রাতে পাটুলির উপহার বিল্ডিং থেকে শুটিং সেরে ফিরছিলেন জিতু । অভিযোগ, রাত 1 টা 25 মিনিট নাগাদ পিয়ারলেসের রাস্তায় ঢোকার মুখে তাঁর গাড়িতে পিছন থেকে একটি কালো গাড়ি সজোরে ধাক্কা মারে । জিতু গাড়ি থেকে নামতে গেলে গাড়িটি পালিয়ে যায় । গাড়িটিকে ধাওয়া করেন জিতু । কিছুটা দূর যাওয়ার পর গাড়িটি দাঁড়িয়ে যায় । এরপর সেই গাড়িতে থাকা দুজন হকি স্টিক কিছু একটি বের করে জিতুকে লক্ষ্য করে গালিগালাজ করতে থাকে । বলে, "ফোট এখান থেকে । যা করার করে নে ।" জিতু ভিডিয়ো করতে গেলে তারা গাড়ি স্টার্ট করে চলে যায় । পিছু নেন জিতু । শেষপর্যন্ত দুজনে উপহার বিল্ডিংয়ে ঢুকে যায় । জিতুর অভিযোগ, "দুজনেই মদ্যপ অবস্থায় ছিলেন । আমি ভিডিয়ো করার আগেই গাড়ি স্টার্ট করে বেরিয়ে যায় । গাড়ি থেকে নেমে ওদের সঙ্গে কথা বললে আমাকে মেরেও ফেলতে পারত । "

ঠিক কী ঘটেছিল গতরাতে জানালেন জিতু নিজে : দেখুন ভিডিয়ো

এই সংক্রান্ত আরও খবর : পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ উষসীর, তদন্ত কমিটি লালবাজারের

ইতিমধ্যে পুলিশকে ফোন করেন জিতু । তাঁর অভিযোগ, "আমার কাছে একাধিকবার পুলিশের তরফে ফোন করা হয় । বলা হয়, আজ বাড়ি চলে যান । কাল অভিযোগ দায়ের করবেন । " প্রায় 30 মিনিট পর অবশ্য পুলিশ আসে । জিতুর বক্তব্য, "আমি পুলিশকে দেখাই দুজনে কোন বাড়িতে ঢুকেছে । কিন্তু পুলিশ বলে, ভিতরে নিরাপত্তারক্ষী রয়েছে, ভিতরে ঢুকতে পারব না । " এখানেই পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জিতু । তাঁর প্রশ্ন, "অভিযুক্তদের তখনই থানায় নিয়ে যাওয়া হল না কেন ? CCTV ফুটেজ় তো রয়েছে । অথচ তাদের কাল পর্যন্ত সুযোগ দেওয়া হল কেন ? পুলিশ তো আজ ব্যবস্থা নিতে পারত । " তাঁর বক্তব্য, "আমি যদি কাউকে খুন করে নিজের বাড়ির মধ্যে চলে আসি, তাহলে সেখানে নিরাপত্তারক্ষী রয়েছে বলে পুলিশ পৌঁছাতে পারবে না ?"

এই সংক্রান্ত আরও খবর : উষসী সেনগুপ্তকে হেনস্থা : সাসপেন্ড চারু মার্কেট থানার SI

কলকাতা, 5 জুলাই : ফের রাতের কলকাতায় পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ উঠল । গভীর রাতে পাটুলি এলাকায় হেনস্থার শিকার হন অভিনেতা জিতু কমল । অভিযোগ, পিছন থেকে একটি গাড়ি এসে তাঁর গাড়িতে ধাক্কা মারে । তাঁকে গালিগালাজও করা হয় । জিতুর দাবি, পরে অভিযুক্তদের বাড়ি দেখালেও তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ । বরং তাঁকে বলা হয়, সংশ্লিষ্ট বাড়িতে নিরাপত্তারক্ষী রয়েছে, তাই পুলিশ ভিতরে ঢুকতে পারবে না ।

আজ রাতে পাটুলির উপহার বিল্ডিং থেকে শুটিং সেরে ফিরছিলেন জিতু । অভিযোগ, রাত 1 টা 25 মিনিট নাগাদ পিয়ারলেসের রাস্তায় ঢোকার মুখে তাঁর গাড়িতে পিছন থেকে একটি কালো গাড়ি সজোরে ধাক্কা মারে । জিতু গাড়ি থেকে নামতে গেলে গাড়িটি পালিয়ে যায় । গাড়িটিকে ধাওয়া করেন জিতু । কিছুটা দূর যাওয়ার পর গাড়িটি দাঁড়িয়ে যায় । এরপর সেই গাড়িতে থাকা দুজন হকি স্টিক কিছু একটি বের করে জিতুকে লক্ষ্য করে গালিগালাজ করতে থাকে । বলে, "ফোট এখান থেকে । যা করার করে নে ।" জিতু ভিডিয়ো করতে গেলে তারা গাড়ি স্টার্ট করে চলে যায় । পিছু নেন জিতু । শেষপর্যন্ত দুজনে উপহার বিল্ডিংয়ে ঢুকে যায় । জিতুর অভিযোগ, "দুজনেই মদ্যপ অবস্থায় ছিলেন । আমি ভিডিয়ো করার আগেই গাড়ি স্টার্ট করে বেরিয়ে যায় । গাড়ি থেকে নেমে ওদের সঙ্গে কথা বললে আমাকে মেরেও ফেলতে পারত । "

ঠিক কী ঘটেছিল গতরাতে জানালেন জিতু নিজে : দেখুন ভিডিয়ো

এই সংক্রান্ত আরও খবর : পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ উষসীর, তদন্ত কমিটি লালবাজারের

ইতিমধ্যে পুলিশকে ফোন করেন জিতু । তাঁর অভিযোগ, "আমার কাছে একাধিকবার পুলিশের তরফে ফোন করা হয় । বলা হয়, আজ বাড়ি চলে যান । কাল অভিযোগ দায়ের করবেন । " প্রায় 30 মিনিট পর অবশ্য পুলিশ আসে । জিতুর বক্তব্য, "আমি পুলিশকে দেখাই দুজনে কোন বাড়িতে ঢুকেছে । কিন্তু পুলিশ বলে, ভিতরে নিরাপত্তারক্ষী রয়েছে, ভিতরে ঢুকতে পারব না । " এখানেই পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জিতু । তাঁর প্রশ্ন, "অভিযুক্তদের তখনই থানায় নিয়ে যাওয়া হল না কেন ? CCTV ফুটেজ় তো রয়েছে । অথচ তাদের কাল পর্যন্ত সুযোগ দেওয়া হল কেন ? পুলিশ তো আজ ব্যবস্থা নিতে পারত । " তাঁর বক্তব্য, "আমি যদি কাউকে খুন করে নিজের বাড়ির মধ্যে চলে আসি, তাহলে সেখানে নিরাপত্তারক্ষী রয়েছে বলে পুলিশ পৌঁছাতে পারবে না ?"

এই সংক্রান্ত আরও খবর : উষসী সেনগুপ্তকে হেনস্থা : সাসপেন্ড চারু মার্কেট থানার SI

sample description
Last Updated : Jul 5, 2019, 12:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.