ETV Bharat / state

জয় শ্রীরাম না বলায় মার, চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ

ট্রেনের মধ্যে জোর করে জয় শ্রীরাম বলানোর চেষ্টা হয়েছিল । তা বলতে অস্বীকার করায় চলন্ত ট্রেন থেকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ ।

জয় শ্রীরাম না বলায় বেধড়ক মার, চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ
author img

By

Published : Jun 25, 2019, 9:56 PM IST

Updated : Jun 26, 2019, 9:14 AM IST

কলকাতা, 25 জুন : ট্রেনের মধ্যে জোর করে জয় শ্রীরাম বলানোর চেষ্টা হয়েছিল । তা বলতে অস্বীকার করায় চলন্ত ট্রেন থেকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ । 20 জুন ঘটনাটি ঘটে আপ ক্যানিং শিয়ালদা লোকালে । ঘটনায় জখম শাহরুফ হালদার নামে বছর বাইশের এক যুবক বালিগঞ্জ GRP-তে অভিযোগ দায়ের করেছেন । অন্যদিকে সেই দিনই পার্কসার্কাস স্টেশনে ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ দায়ের হয়েছে । সেই ঘটনায় সুপ্রিয় সর্দার নামে এক যুবক জখম হন । তিনি এই বিষয়ে শিয়ালদা GRP-তে অভিযোগ দায়ের করেছেন ।

20 জুন দুপুর বারোটা পাঁচের আপ ক্যানিং শিয়ালদহ লোকাল ধরে মেটিয়াবুরুজের উদ্দেশে যাচ্ছিলেন বাসন্তীর চুনাখালির বাসিন্দা শাহরুফ হালদার । তাঁর সঙ্গে মান্নান মোল্লা সহ আরও কয়েকজন ছিলেন । অভিযোগ ট্রেনটি তালদি স্টেশনে ঢুকতেই ট্রেনে "হিন্দু সংহতি" নামে একটি সংগঠনের কিছু সমর্থক কামরায় ওঠে । তাঁরা জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছিল । অভিযোগ, ট্রেনটি যাদবপুর স্টেশন ছেড়ে ঢাকুরিয়া পৌঁছাতেই হিন্দু সংহতি-র সদস্যরা শাহরুফ ও তাঁর সঙ্গীদের জয় শ্রীরাম বলানোর চেষ্টা করে বলে অভিযোগ । জয় শ্রীরাম বলতে না চাওয়ায় শাহরুফ ও তাঁর সঙ্গীদের মারধরের পাশাপাশি পার্কসার্কাস স্টেশনে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয় । এই ঘটনায় গুরুতর জখম হন শাহরুফ সহ আরও কয়েকজন । ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় সেখানে ।

হিয়াতপুর হিজবুল্লা মাদ্রাসার শিক্ষক শাহরুফ বলেন, “ ওই দিন ক্যানিং থেকে ট্রেনে উঠেছিলাম । মাদ্রাসায় যাচ্ছিলাম । ক্যানিং এবং তালদি স্টেশন থেকে হিন্দু সংহতির বেশ কয়েকজন ওই কামরায় ওঠেন । প্রথমদিকে সবই ঠিক ছিল । বালিগঞ্জ আসার পরই পালটে যায় ছবিটা । শুরু হয় 'জয় শ্রীরাম' স্লোগান‌ । কামরায় উপস্থিত সবাইকে বলা হয় ওই স্লোগান দেওয়ার জন্য।'' শাহরুফ আরও বলেন, তিনি স্লোগান দিতে চাননি। তাতেই ক্ষিপ্ত হয়ে যান ওরা । শুরু করেন মারধর ।

অন্যদিকে হিন্দু সংহতির অভিযোগ, ট্রেনের মধ্যে ইচ্ছে করেই কিছু যুবক হিন্দু সংহতির সদস্যদের সঙ্গে অশান্তি শুরু করেছিল । ওই সংগঠনের সভাপতি দেবতনু ভট্টাচার্য বলেন, সংগঠনের সদস্যরা জয় শ্রীরাম ধ্বনি দিলে তারা আপত্তি তোলে । যারা আপত্তি তুলেছিল তারা ট্রেন থেকে ফোন করে পার্কসার্কাস এলাকার কিছু লোককে বিষয়টি জানায় । এরপর ট্রেন পার্কসার্কাস স্টেশনে পৌঁছালে চলন্ত কামরায় হিন্দু সংহতির সদস্যদের লক্ষ্য করে প্ল্যাটফর্ম থেকে পাথর ছোড়া হয় । এর জেরে সুপ্রিয় সর্দার নামে একজন জখম হয়েছেন । সুপ্রিয় ক্যানিং থানার তালদি এলাকার বাসিন্দা ।

গোটা ঘটনায় দু'পক্ষই রেল পুলিশে অভিযোগ জানিয়েছে । তবে এখনও পর্যন্ত এ বিষয়ে কেউ আটক বা গ্রেপ্তার হয়নি । ঘটনার তদন্ত চলছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ।

কলকাতা, 25 জুন : ট্রেনের মধ্যে জোর করে জয় শ্রীরাম বলানোর চেষ্টা হয়েছিল । তা বলতে অস্বীকার করায় চলন্ত ট্রেন থেকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ । 20 জুন ঘটনাটি ঘটে আপ ক্যানিং শিয়ালদা লোকালে । ঘটনায় জখম শাহরুফ হালদার নামে বছর বাইশের এক যুবক বালিগঞ্জ GRP-তে অভিযোগ দায়ের করেছেন । অন্যদিকে সেই দিনই পার্কসার্কাস স্টেশনে ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ দায়ের হয়েছে । সেই ঘটনায় সুপ্রিয় সর্দার নামে এক যুবক জখম হন । তিনি এই বিষয়ে শিয়ালদা GRP-তে অভিযোগ দায়ের করেছেন ।

20 জুন দুপুর বারোটা পাঁচের আপ ক্যানিং শিয়ালদহ লোকাল ধরে মেটিয়াবুরুজের উদ্দেশে যাচ্ছিলেন বাসন্তীর চুনাখালির বাসিন্দা শাহরুফ হালদার । তাঁর সঙ্গে মান্নান মোল্লা সহ আরও কয়েকজন ছিলেন । অভিযোগ ট্রেনটি তালদি স্টেশনে ঢুকতেই ট্রেনে "হিন্দু সংহতি" নামে একটি সংগঠনের কিছু সমর্থক কামরায় ওঠে । তাঁরা জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছিল । অভিযোগ, ট্রেনটি যাদবপুর স্টেশন ছেড়ে ঢাকুরিয়া পৌঁছাতেই হিন্দু সংহতি-র সদস্যরা শাহরুফ ও তাঁর সঙ্গীদের জয় শ্রীরাম বলানোর চেষ্টা করে বলে অভিযোগ । জয় শ্রীরাম বলতে না চাওয়ায় শাহরুফ ও তাঁর সঙ্গীদের মারধরের পাশাপাশি পার্কসার্কাস স্টেশনে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয় । এই ঘটনায় গুরুতর জখম হন শাহরুফ সহ আরও কয়েকজন । ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় সেখানে ।

হিয়াতপুর হিজবুল্লা মাদ্রাসার শিক্ষক শাহরুফ বলেন, “ ওই দিন ক্যানিং থেকে ট্রেনে উঠেছিলাম । মাদ্রাসায় যাচ্ছিলাম । ক্যানিং এবং তালদি স্টেশন থেকে হিন্দু সংহতির বেশ কয়েকজন ওই কামরায় ওঠেন । প্রথমদিকে সবই ঠিক ছিল । বালিগঞ্জ আসার পরই পালটে যায় ছবিটা । শুরু হয় 'জয় শ্রীরাম' স্লোগান‌ । কামরায় উপস্থিত সবাইকে বলা হয় ওই স্লোগান দেওয়ার জন্য।'' শাহরুফ আরও বলেন, তিনি স্লোগান দিতে চাননি। তাতেই ক্ষিপ্ত হয়ে যান ওরা । শুরু করেন মারধর ।

অন্যদিকে হিন্দু সংহতির অভিযোগ, ট্রেনের মধ্যে ইচ্ছে করেই কিছু যুবক হিন্দু সংহতির সদস্যদের সঙ্গে অশান্তি শুরু করেছিল । ওই সংগঠনের সভাপতি দেবতনু ভট্টাচার্য বলেন, সংগঠনের সদস্যরা জয় শ্রীরাম ধ্বনি দিলে তারা আপত্তি তোলে । যারা আপত্তি তুলেছিল তারা ট্রেন থেকে ফোন করে পার্কসার্কাস এলাকার কিছু লোককে বিষয়টি জানায় । এরপর ট্রেন পার্কসার্কাস স্টেশনে পৌঁছালে চলন্ত কামরায় হিন্দু সংহতির সদস্যদের লক্ষ্য করে প্ল্যাটফর্ম থেকে পাথর ছোড়া হয় । এর জেরে সুপ্রিয় সর্দার নামে একজন জখম হয়েছেন । সুপ্রিয় ক্যানিং থানার তালদি এলাকার বাসিন্দা ।

গোটা ঘটনায় দু'পক্ষই রেল পুলিশে অভিযোগ জানিয়েছে । তবে এখনও পর্যন্ত এ বিষয়ে কেউ আটক বা গ্রেপ্তার হয়নি । ঘটনার তদন্ত চলছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ।

Intro: ট্রেনের মধ্যে জোর করে জয় শ্রীরাম বলানোর চেষ্টা হয়েছিল কয়েকজন সংখ্যালঘু সম্প্রদায়ের যুবককে। তারা তা বলতে অস্বীকার করলে চলন্ত ট্রেন থেকে তাদের প্ল্যাটফর্মের উপর ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। গত ২০শে জুন ঘটনাটি ঘটে শিয়ালদহ দক্ষিণ শাখার আপ ক্যানিং শিয়ালদহ লোকালে। এ বিষয়ে ঘটনায় জখম শাহরুফ হালদার নামে বছর বাইশের এক যুবক বালিগঞ্জ জিআরপিতে অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে পার্কসার্কাস স্টেশানে ট্রেনে লক্ষ্য করে পাথর ছোঁড়ার অভিযোগ রয়েছে ঐদিন। সেই ঘটনায় সুপ্রিয় সর্দার নামে এক যুবকও আহত হয়েছেন। তিনি এ বিষয়ে শিয়ালদহ জিআরপিতে অভিযোগ দায়ের করেছেন।

গত ২০শে জুন দুপুর বারোটা পাঁচের আপ ক্যানিং শিয়ালদহ লোকাল ধরে মেটিয়াবুরুজের উদ্দেশ্যে যাচ্ছিলেন বাসন্তীর চুনাখালীর বাসিন্দা শাহরুফ হালদার। তার সাথে বাসন্তীর ভারতীর মোড়ের বাসিন্দা মান্নান মোল্লা সহ আরও বেশ কয়েকজন সংখ্যা লঘু সম্প্রদায়ের যুবক ছিলেন। অভিযোগ ট্রেনটি তালদি স্টেশানে ঢুকতেই ট্রেনে বেশ কিছু হিন্দু সংহতির লোকজন ওঠে ঐ কম্পারটমেন্টে। তারা প্রথম থেকেই ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে অন্যদের ওঠা নামায় বাধা সৃষ্টি করছিল বলে অভিযোগ। পাশাপাশি সর্বক্ষন জয় শ্রীরাম ধ্বনি দিয়ে চলেছিল। কিন্তু ট্রেনটি যাদবপুর স্টেশান ছেড়ে ঢাকুরিয়া স্টেশানে ঢুকতেই আচমকা হিন্দু সংহতির সমর্থকরা জোর করে শাহরুফ ও তার সঙ্গীদের জয় শ্রীরাম বলানোর চেষ্টা করে বলে অভিযোগ। বলতে না চাওয়ায় মারধোরের পাশাপাশি তাদেরকে পার্ক সার্কাস স্টেশানে ট্রেন ঢোকার মুখে চলন্ত গাড়ি থেকে প্ল্যাটফর্মের উপর ফেলে দেওয়া হয়। এই ঘটনায় গুরুতর জখম হন শাহরুফ সহ আরও বেশ কয়েকজন। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ট্রেন ও পার্ক সার্কাস স্টেশান চত্বরে।

অন্যদিকে হিন্দু সংহতির অভিযোগ, ট্রেনের মধ্যে ইচ্ছে করেই কিছু সংখ্যালঘু যুবক হিন্দু সংহতির কর্মীদের সাথে অশান্তি শুরু করেন। হিন্দু সংহতির জয় শ্রীরাম শ্লোগান দেওয়ায় আপত্তি তোলেন। ঘটনাকে কেন্দ্র করে ট্রেনের মধ্যেই উত্তেজনা ছড়ায়। এরপর ঐ মুসলিম যুবকরা পার্ক সার্কাস এলাকায় ফোনে কিছু মানুষকে বিষয়টি জানালে চলন্ত ট্রেনে হিন্দু সংহতির সদস্যদের লক্ষ্য করে পাথর ছোড়া হয়। ঘটনায় সুপ্রিয় সর্দার নামে একজন জখম হয়েছেন। সুপ্রিয় ক্যানিং থানার তালদি এলাকার বাসিন্দা। যদিও এই ঘটনায় দু পক্ষই রেল পুলিশে অভিযোগ জানিয়েছে, তবে এখনো পর্যন্ত এ বিষয়ে কেউ আটক বা গ্রেফতার হয়নি। ঘটনার তদন্ত চলছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।Body:Intro তে কপি দিলাম Conclusion:একটু দেখে নেবেন
Last Updated : Jun 26, 2019, 9:14 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.