ETV Bharat / state

"সরকার ভুল করছে", শিক্ষামন্ত্রীর কড়া বার্তার জবাব অনশনরত প্রাথমিক শিক্ষকদের

author img

By

Published : Jul 17, 2019, 2:05 AM IST

Updated : Jul 17, 2019, 4:45 AM IST

শিক্ষামন্ত্রীর কড়া বার্তার জবাব দিলেন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা ।

http://10.10.50.85:6060//finalout4/west-bengal-nle/thumbnail/17-July-2019/3860520_816_3860520_1563309159920.png

কলকাতা, 17 জুলাই : স্কুল কামাই করে আন্দোলন করলে পরে কোনও ছুটি অ্যাডজাস্ট করা হবে না । শিক্ষামন্ত্রীর এই কড়া বার্তার জবাব দিলেন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা । তাঁদের বক্তব্য, শিক্ষামন্ত্রী যত আজেবাজে কথা বলবেন তাঁদের আন্দোলনে যোগদানকারীর সংখ্যা তত বাড়বে । সরকার ভুল করছে ।

ন্যূনতম যোগ্যতা অনুযায়ী বেতন কাঠামো ও তাঁদের 14 জন শিক্ষকের বদলির নির্দেশ বাতিলের দাবিতে গত শুক্রবার থেকে অবস্থান ও শনিবার বেলা 12টা থেকে অনশন করছেন প্রাথমিক শিক্ষকরা । প্রথমে 20 জন শিক্ষক-শিক্ষিকা আমরণ অনশনে বসলেও শারীরিক অসুস্থতার কারণে দু'জন অনশন ভাঙেন । অনশন গড়িয়েছে চতুর্থ দিনে । উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোর কমিটির সদস্য চন্দন চট্টোপাধ্য়ায় এই বিষয়ে বলেন, "অনশন যেমন চলছিল তেমনই চলছে । 18 জন অনশন মঞ্চে রয়েছেন । অনশনকারীদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে ।"

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, "ছুটি না নিয়ে স্কুল কামাই করে যাঁরা আন্দোলনে অংশগ্রহণ করছেন তাঁদের ছুটি পরে আর অ্যাডজাস্ট করা হবে না ।" এই বিষয়ে দ্রুত একটি সার্কুলারও জারি করা হবে বলে তিনি জানিয়েছিলেন। শিক্ষামন্ত্রীর এই হুঁশিয়ারি নিয়ে চন্দনবাবু বলেন, "এভাবে আমাদের আন্দোলনকে দমানো যাবে না । উনি বিবৃতি দেওয়ার পরই আমাদের আন্দোলনে শিক্ষক সংখ্যা বেড়ে গেছে । উনি যত এই ধরনের আজেবাজে মন্তব্য করবেন, তত আন্দোলনকারীর সংখ্যা বাড়বে । উনি বেশি বেশি বেতন কাটবেন । এর থেকে বেশি কিছু তো হতে পারে না । এমনিতেই কম বেতন পাচ্ছি, কেটে নেবেন আরও ।"

এখনও পর্যন্ত প্রশাসন থেকে কোনও বার্তা পাননি প্রাথমিক শিক্ষকরা । তার উপর শিক্ষামন্ত্রী বলেছেন, তিনি কোনও উস্থি বা কুস্তি জানেন না । তিনি সব প্রাথমিক শিক্ষকদের সঙ্গেই একটি বৈঠক করবেন । কারও সঙ্গে আলাদা করে বসবেন না । এই বিষয়ে চন্দনবাবু বলেন, "পুলিশের থেকে অসমর্থিত সূত্রে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে বসতে বলা হয়েছিল । কিন্তু আমরা শিক্ষামন্ত্রীর থেকে নিচু স্তরের কোনও আধিকারিকের সঙ্গে কথা বলতে রাজি নই । আমরা কোনও রুদ্ধদ্বার বৈঠকও চাইছি না । রুদ্ধদ্বার বৈঠক হতে পারে যদি অবিলম্বে 14 জনের ট্রান্সফার অর্ডার বাতিল করা হয় । তাহলে আমরা বুঝব সরকারের সদিচ্ছা রয়েছে । সেটা না করে শিক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিচ্ছেন এবং ভুল করছেন । আমাদেরকে এখনও পর্যন্ত বৈঠকের কথা কিছু জানায়নি । যদি জানায় তাহলে চিন্তাভাবনা করব ।"

কলকাতা, 17 জুলাই : স্কুল কামাই করে আন্দোলন করলে পরে কোনও ছুটি অ্যাডজাস্ট করা হবে না । শিক্ষামন্ত্রীর এই কড়া বার্তার জবাব দিলেন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা । তাঁদের বক্তব্য, শিক্ষামন্ত্রী যত আজেবাজে কথা বলবেন তাঁদের আন্দোলনে যোগদানকারীর সংখ্যা তত বাড়বে । সরকার ভুল করছে ।

ন্যূনতম যোগ্যতা অনুযায়ী বেতন কাঠামো ও তাঁদের 14 জন শিক্ষকের বদলির নির্দেশ বাতিলের দাবিতে গত শুক্রবার থেকে অবস্থান ও শনিবার বেলা 12টা থেকে অনশন করছেন প্রাথমিক শিক্ষকরা । প্রথমে 20 জন শিক্ষক-শিক্ষিকা আমরণ অনশনে বসলেও শারীরিক অসুস্থতার কারণে দু'জন অনশন ভাঙেন । অনশন গড়িয়েছে চতুর্থ দিনে । উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোর কমিটির সদস্য চন্দন চট্টোপাধ্য়ায় এই বিষয়ে বলেন, "অনশন যেমন চলছিল তেমনই চলছে । 18 জন অনশন মঞ্চে রয়েছেন । অনশনকারীদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে ।"

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, "ছুটি না নিয়ে স্কুল কামাই করে যাঁরা আন্দোলনে অংশগ্রহণ করছেন তাঁদের ছুটি পরে আর অ্যাডজাস্ট করা হবে না ।" এই বিষয়ে দ্রুত একটি সার্কুলারও জারি করা হবে বলে তিনি জানিয়েছিলেন। শিক্ষামন্ত্রীর এই হুঁশিয়ারি নিয়ে চন্দনবাবু বলেন, "এভাবে আমাদের আন্দোলনকে দমানো যাবে না । উনি বিবৃতি দেওয়ার পরই আমাদের আন্দোলনে শিক্ষক সংখ্যা বেড়ে গেছে । উনি যত এই ধরনের আজেবাজে মন্তব্য করবেন, তত আন্দোলনকারীর সংখ্যা বাড়বে । উনি বেশি বেশি বেতন কাটবেন । এর থেকে বেশি কিছু তো হতে পারে না । এমনিতেই কম বেতন পাচ্ছি, কেটে নেবেন আরও ।"

এখনও পর্যন্ত প্রশাসন থেকে কোনও বার্তা পাননি প্রাথমিক শিক্ষকরা । তার উপর শিক্ষামন্ত্রী বলেছেন, তিনি কোনও উস্থি বা কুস্তি জানেন না । তিনি সব প্রাথমিক শিক্ষকদের সঙ্গেই একটি বৈঠক করবেন । কারও সঙ্গে আলাদা করে বসবেন না । এই বিষয়ে চন্দনবাবু বলেন, "পুলিশের থেকে অসমর্থিত সূত্রে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে বসতে বলা হয়েছিল । কিন্তু আমরা শিক্ষামন্ত্রীর থেকে নিচু স্তরের কোনও আধিকারিকের সঙ্গে কথা বলতে রাজি নই । আমরা কোনও রুদ্ধদ্বার বৈঠকও চাইছি না । রুদ্ধদ্বার বৈঠক হতে পারে যদি অবিলম্বে 14 জনের ট্রান্সফার অর্ডার বাতিল করা হয় । তাহলে আমরা বুঝব সরকারের সদিচ্ছা রয়েছে । সেটা না করে শিক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিচ্ছেন এবং ভুল করছেন । আমাদেরকে এখনও পর্যন্ত বৈঠকের কথা কিছু জানায়নি । যদি জানায় তাহলে চিন্তাভাবনা করব ।"

Intro:কলকাতা, ১৬ জুলাই: গতকালই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অনশন-অবস্থান নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যাঁরা স্কুল কামাই করে আন্দোলনে অংশগ্রহণ করছেন তাঁদের পরবর্তীকালে কোনো ছুটি অ্যাডজাস্ট করা হবে না। শিক্ষামন্ত্রীর এই হুঁশিয়ারির পাল্টা জবাব দিল আজ সল্টলেকে ৪ দিন ধরে অনশনকারী প্রাথমিক শিক্ষকরা‌। তাঁদের বক্তব্য, শিক্ষামন্ত্রী যত আজেবাজে কথা বলবেন তাঁদের আন্দোলনে শিক্ষক সংখ্যা তত বেশি বাড়বে। সরকার ভুল করছে।
Body:
ন্যূনতম যোগ্যতা অনুযায়ী বেতন কাঠামো ও তাঁদের ১৪ জন শিক্ষকের বদলির নির্দেশ বাতিল করে তাঁদের নিজ নিজ স্কুলে পুনর্বহাল করার দাবিতে গত শুক্রবার থেকে অবস্থান ও শনিবার বেলা ১২টা থেকে অনশন শুরু করেছেন প্রাথমিক শিক্ষকরা। প্রথমে ২০ জন শিক্ষক-শিক্ষিকা আমরণ অনশন করলেও শারীরিক অসুস্থতার কারণে দু-জনকে অনশন থেকে তুলে নেওয়া হয়। আজ অনশনের ৭২ ঘন্টা পেরিয়ে গেছে। উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোর কমিটির সদস্য চন্দন চ্যাটার্জি বলেন, "আজকে অনুষ্ঠান যেমন চলছিল তেমনি চলছে। ১৮ জন অনশন মঞ্চে রয়েছেন। আজকে মঞ্চে উপস্থিত হয়েছিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান, বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তন্ময় ভট্টাচার্য। যাঁরা অনশকারী তাদের শারীরিক অবস্থার আস্তে আস্তে অবনতি হচ্ছে।" গত দু-দিন ধরে প্রবল রোদ ও আজ বৃষ্টি। সব কিছু মাথায় নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা। চন্দন চ্যাটার্জি বলেন, "বৃষ্টির জন্য থাকলেও সেটা টেম্পোরারি। বৃষ্টি আটকাচ্ছিল না। তবুও, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ছিল। মঞ্চ কেউ ছাড়েননি।"

গতকাল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, "ছুটি না নিয়ে, স্কুল কামাই করে যাঁরা আন্দোলনে অংশগ্রহণ করছেন, তাঁদের ছুটি পরে আর অ্যাডজাস্ট করা হবে না ।" এই বিষয়ে দ্রুত একটি সার্কুলারও জারি করা হবে বলে জানিয়েছিলেন তিনি। শিক্ষামন্ত্রীর এই হুঁশিয়ারি নিয়ে আজ চন্দন চ্যাটার্জি বলেন, "কালকের তো পার্থবাবু একটা বিবৃতি দিয়েছেন যে, শিক্ষকেরা কীভাবে কী করছে এইগুলো, আমরা দেখব বিষয়টা। এতেও আমাদের আন্দোলনকে দমানো যাবে না। উনি কালকে বিবৃতি দেওয়ার পরই আজকে আমাদের শিক্ষক সংখ্যা বেড়ে গেছে। উনি যত এই ধরনের আজে বাজে মন্তব্য করবেন, তত শিক্ষক সংখ্যা বাড়বে। কারণ, এটা তো আর এমনি সাধারণ আন্দোলন নয়, এটা শিক্ষকদের আন্দোলন। শিক্ষকরা সমস্ত নিয়মনীতি জানেন। উনি বলেছেন কোনো ছূটি অ্যাডজাস্ট হবে না। ছুটি অ্যাডজাস্টমেন্ট না হলে কী হবে? উনি বেশি বেশি বেতন কাটবেন। এর থেকে বেশি কিছু তো হতে পারে না। শিক্ষকরা এমনিতেই কম বেতন পাচ্ছি, কেটে নেবেন আরও।"

এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোন সদুত্তর বা বার্তা পাননি প্রাথমিক শিক্ষকরা। উপরন্তু, শিক্ষামন্ত্রী গতকাল জানিয়ে দিয়েছেন, তিনি কোন উস্থি বা কুস্তি জানেন না। তিনি সব প্রাথমিক শিক্ষকদের সঙ্গেই একটি বৈঠক করবেন। কারোর সঙ্গে আলাদা করে বসবেন না। এই বিষয়ে চন্দন চ্যাটার্জি বলেন, "কালকে পুলিশের থেকে অসমর্থিত সূত্রে একটা খবর এসেছিল যে আপনারা প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে বসুন। যেহেতু, আমরা শিক্ষামন্ত্রীকে জানিয়েছি বিষয়টা সেক্ষেত্রে আমরা ওনার থেকে নিচু স্তরের কোনো আধিকারিকের সঙ্গে কথা বলতে আমরা রাজি নই। আমরা কোনো রুদ্ধদ্বার বৈঠকও চাইছি না। রুদ্ধদ্বার বৈঠক হতে পারে। যদি অবিলম্বে ১৪ জনের ট্রান্সফার অর্ডার বাতিল করেন। তাহলে আমরা বুঝব সরকারের সদিচ্ছা রয়েছে। সেটা না করে শিক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিচ্ছেন এবং ভুল করছেন। আর যত সময় যাবে সরকার তত ভুল করবে। আমাদেরকে এখনও পর্যন্ত বৈঠকের কথা কিছু জানায়নি। যদি জানায় তাহলে চিন্তাভাবনা করব। কিন্তু, এক্ষেত্রে একটা কথা বলি, আপনার সঙ্গে না বসে যদি বেতন নির্ধারণ হয় সেটা কি গণতান্ত্রিক পদ্ধতিতে হতে পারে? উনি নজরুল মঞ্চে বসে একটা ডিক্লেয়ার করে দেবেন। এখন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ শিক্ষক সংগঠন উস্থি। উনি যদি এভাবে করেন তাহলে আমরা সেই জায়গায় যাব না।"
Conclusion:
Last Updated : Jul 17, 2019, 4:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.