বোলপুর, 3 ফেব্রুয়ারি: বোলপুরে নতুন চিটফান্ড সংস্থার পর্দা ফাঁস ৷ 30 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ ৷ বোলপুরের প্রায় 150’র বেশি যুবকের কাছ থেকে শেয়ার মার্কেটে খাটানোর নামে লক্ষ লক্ষ টাকা তোলে ৷ এরপর ওই সংস্থা নিজেদের দেউলিয়া ঘোষণা করে বলে অভিযোগ ৷ এই ঘটনায় বোলপুর থানায় অভিযোগ দায়ের করেন প্রতারিতরা ৷ অভিযোগের ভিত্তিতে চিটফান্ড সংস্থার কর্ণধার শুভ্রায়ন শীল নামে এক যুবককে আটক করেছে বোলপুর থানার পুলিশ (Youth Arrests for Embezzling 30 Crore Rupees) ৷
বীরভূমে গরুপাচার মামলার তদন্ত করছে ইডি ও সিবিআই ৷ বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ এছাড়া, কয়লা পাচার মামলাতেও বীরভূম জেলার যোগ উঠে এসেছে ৷ এমনকি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তদন্তে নেমে লটারির টিকিটেও কেলেঙ্কারি সামনে এসেছে ৷ এইসবের মাঝে এবার নতুন চিটফান্ড সংস্থার পর্দা ফাঁস হল বোলপুরে ৷ 'এসএস কন্সালটেন্সি' নামে একটি বেসরকারি সংস্থা শেয়ার বাজারে টাকা লগ্নির নামে কোটি কোটি টাকা বাজার থেকে তোলে ৷ অভিযোগ পরে সেই টাকা আত্মসাৎ করে সংস্থাকে দেউলিয়া ঘোষণা করে দিয়ে গা ঢাকা দেয় কর্তৃপক্ষ ৷
প্রায় 3 মাস পর সংস্থার কর্ণধার শুভ্রায়ন শীল নামে এক যুবককে খুঁজে পান লগ্নিকারীরা ৷ অভিযোগ, বোলপুর শহর-সহ আশেপাশের এলাকা থেকে প্রায় 150 জনের কাছ থেকে টাকা নিয়েছে শুভ্রায়ন এবং তাঁর সংস্থা ৷ বিশেষয় যুবকদের কাছ থেকে প্রলোভন দেখিয়ে এই টাকা তুলেছিল চিটফান্ড সংস্থাটি ৷ সুদ দেওয়ার নামে কারও থেকে কমপক্ষে 2 লক্ষ টাকা ৷ আবার কারও থেকে সর্বাধিক আড়াই কোটি টাকা পর্যন্ত নেওয়া হয়েছে ৷ এইভাবে বাজার 30 কোটি টাকার বেশি তুলে, তা আত্মসাতের অভিযোগ উঠেছে ৷
আরও পড়ুন: আট বছর পর হাইকোর্ট থেকে জামিন এমপিএস কর্ণধার প্রথমনাথ মান্নার
বোলপুরের 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুভ্রায়ন শীল ৷ খবর পেয়ে তাঁর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় লগ্নিকারীরা ৷ অভিযোগ মাত্র 1 বছরে ওই যুবক দামি বাইক, চার চাকা গাড়ি ও দামি মোবাইল কিনে ফেলেছেন ৷ খবর পেয়ে বোলপুর থানার পুলিশ শুভ্রায়নের বাড়ি যায় ৷ পুলিশ চিটফান্ড সংস্থার কর্ণধার ওই যুবককে আটক করেছে ৷ ধৃত যুবক বলেন, ‘‘আমি একটা কোম্পানি খুলেছিলাম ৷ সেটায় ক্ষতি হয়েছে ৷ তবে, আমি ওদের কাছে সময় চেয়েছিলাম ৷ টাকা ফিরিয়ে দেব বলে ৷’’
লগ্নিকারীদের মধ্যে তৌসিফ উদ্দিন এবং মানবেন্দ্র ধর বলেন, "আমাদের কাছ থেকে টাকা নিয়েছিল সুদ-সহ ফেরত দেবে বলে ৷ বোলপুরের শতাধিক ছেলে লক্ষ লক্ষ টাকা দিয়েছে ৷ পরে সেই টাকা না ফিরিয়ে পালিয়ে যায় ৷ খাবার ডেলিভারি বয়ের থেকে ওর খবর পাই ৷ 30 কোটি টাকার বেশি লুঠ করেছে ৷ আমরা চাই পুলিশ আমাদের টাকা আদায় করে দিক ৷"