ETV Bharat / state

Mob Lynching: চোর সন্দেহে গণপিটুনিতে মৃত যুবক, গ্রেফতার 10 - Mob Lynching news in birbhum

সন্দেহজনকভাবে গ্রামের রাস্তায় ঘোরাঘুরি করতে দেখে চোর ভেবে গণপিটুনি দেয় স্থানীয়রা(Mob Lynching)৷ আর তাতেই মৃত্যু হল এক যুবকের ৷ ঘটনায় গ্রেফতার 10 জন ৷

Etv Bharat
চোর সন্দেহে গণপিটুনিতে মৃত যুবক
author img

By

Published : Oct 17, 2022, 6:34 PM IST

রামপুরহাট, 17 অক্টোবর: গণপিটুনির জেরে এক যুবকের মৃত্যুর ঘটনায় সোমবার দশ জনকে গ্রেফতার করল পুলিশ(young man died after being beaten up)। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার শালবাদরা-গামরাপাহাড়ি গ্রামে(Crime in Rampurhat)। মৃত যুবকের নাম আতাউল রহমান (35)। বাড়ি বীরভূমের মহম্মদবাজার থানা এলাকার সোঁতশাল গ্রামে ।

শনিবার এলাকায় ওই যুবককে সন্দেহজনক অবস্থায় ঘুরতে দেখে স্থানীয়রা ৷ এরপরই তাকে চোর সন্দেহ করে এলাকার লোকজন গণপিটুনি দেয় ৷ খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত যুবককে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করলে সেখানেই শনিবার তার মৃত্যু হয়(Mob Lynching incident in Birbhum)।

এই ঘটনায় এলাকায় গিয়ে তদন্ত শুরু করে পুলিশ। গণপিটুনিতে যুক্ত থাকার অভিযোগে এলাকার 10 জনকে গ্রেফতার করে পুলিশ । সোমবার ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে । মৃতদেহ ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ।

আরও পড়ুন : ইট রাখা নিয়ে বচসার জের, বৃদ্ধকে পিটিয়ে মারার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

রামপুরহাট, 17 অক্টোবর: গণপিটুনির জেরে এক যুবকের মৃত্যুর ঘটনায় সোমবার দশ জনকে গ্রেফতার করল পুলিশ(young man died after being beaten up)। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার শালবাদরা-গামরাপাহাড়ি গ্রামে(Crime in Rampurhat)। মৃত যুবকের নাম আতাউল রহমান (35)। বাড়ি বীরভূমের মহম্মদবাজার থানা এলাকার সোঁতশাল গ্রামে ।

শনিবার এলাকায় ওই যুবককে সন্দেহজনক অবস্থায় ঘুরতে দেখে স্থানীয়রা ৷ এরপরই তাকে চোর সন্দেহ করে এলাকার লোকজন গণপিটুনি দেয় ৷ খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত যুবককে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করলে সেখানেই শনিবার তার মৃত্যু হয়(Mob Lynching incident in Birbhum)।

এই ঘটনায় এলাকায় গিয়ে তদন্ত শুরু করে পুলিশ। গণপিটুনিতে যুক্ত থাকার অভিযোগে এলাকার 10 জনকে গ্রেফতার করে পুলিশ । সোমবার ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে । মৃতদেহ ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ।

আরও পড়ুন : ইট রাখা নিয়ে বচসার জের, বৃদ্ধকে পিটিয়ে মারার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.