সিউড়ি, 19 নভেম্বর: বেতন না পেয়ে আর্থিক অনটনের জেরে আত্মহত্যা করল সিউড়ির এক যুবক। জয়দেব মাল নামে ওই যুবক সিউড়ির ইরিগেশন কলোনিতে একটি বেসরকারি সংস্থায় কাজ করত।
তাঁর পরিবারের অভিযোগ, গত কয়েকমাস ধরে কোনও বেতন, এমনকী পুজোর বোনাসও পায়নি জয়দেব। তাই স্বাভাবিকভাবেই আর্থিক সমস্যার মধ্যে পড়তে হয়েছিল তাঁর পরিবারকে । আর অভাবের জেরে পরিবারে প্রতিদিনই অশান্তি লেগে থাকত ।
আর গতকাল সকালে বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রথমে দেহ দেখতে পান পরিবারের কয়েকজন সদস্য । পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় সিউড়ি সদর হাসপাতালে। পরিবারের সদস্যদের অভিযোগ, বেতন না পাওয়ায় আর্থিক অনটনের জেরে আত্মঘাতী হয়েছে সে।
কয়েক মাস বেতন পাননি, সিউড়িতে আত্মঘাতী যুবক - আর্থিক অনটনের জেরে আত্মহত্যা
গত কয়েকমাস ধরে কোনও বেতন, এমনকী পুজোর বোনাসও পায়নি জয়দেব। তাই স্বাভাবিকভাবেই আর্থিক সমস্যার মধ্যে পড়তে হয়েছিল তাঁর পরিবারকে ।
![কয়েক মাস বেতন পাননি, সিউড়িতে আত্মঘাতী যুবক suicide](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9599999-thumbnail-3x2-suri.jpg?imwidth=3840)
সিউড়ি, 19 নভেম্বর: বেতন না পেয়ে আর্থিক অনটনের জেরে আত্মহত্যা করল সিউড়ির এক যুবক। জয়দেব মাল নামে ওই যুবক সিউড়ির ইরিগেশন কলোনিতে একটি বেসরকারি সংস্থায় কাজ করত।
তাঁর পরিবারের অভিযোগ, গত কয়েকমাস ধরে কোনও বেতন, এমনকী পুজোর বোনাসও পায়নি জয়দেব। তাই স্বাভাবিকভাবেই আর্থিক সমস্যার মধ্যে পড়তে হয়েছিল তাঁর পরিবারকে । আর অভাবের জেরে পরিবারে প্রতিদিনই অশান্তি লেগে থাকত ।
আর গতকাল সকালে বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রথমে দেহ দেখতে পান পরিবারের কয়েকজন সদস্য । পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় সিউড়ি সদর হাসপাতালে। পরিবারের সদস্যদের অভিযোগ, বেতন না পাওয়ায় আর্থিক অনটনের জেরে আত্মঘাতী হয়েছে সে।