বোলপুর, 22 এপ্রিল: ডাইনি অপবাদ দিয়ে গত তিনবছর ধরে 3টি পরিবারকে গ্রামছাড়া করে রাখার অভিযোগ ৷ ওই পরিবারগুলির 12 জন সদস্যের বর্তমান ঠিকানা খোলা আকাশের নীচে ৷ অভিযোগ, তাঁদের গ্রামের বাড়ির সব সামগ্রী এবং গবাদি পশুদেরও ছিনিয়ে নেওয়া হয়েছে ৷ ঘটনা বীরভূমের বোলপুর থানার সিয়ান-মুলুক গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত মণিকুণ্ডুডাঙা গ্রামের ৷ একাধিকবার প্রশাসনের বিভিন্ন স্তরে লিখিতভাবে অভিযোগ করেও কোন ফল হয়নি ৷ ওই পরিবারকে ঘরে ফেরাতে পুলিশ ব্যর্থ বলে অভিযোগ উঠেছে ৷ তাই কখনও রাস্তায়, কখনও বাসস্ট্যান্ডে ঘুরে ঘুরে দিন কাটছে ওই তিন পরিবার ৷
বোলপুর থানার আদিবাসী অধ্যুষিত মণিকুণ্ডুডাঙা গ্রামে বছর তিন আগে কুকুরের কামড়ে মৃত্যু হয় এক যুবকের ৷ আরও বেশ কয়েকজনকে কামড়ায় কুকুরটি ৷ এই ঘটনায় গ্রামের ওই তিন পরিবারের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় ৷ যে তাঁরাই গ্রামের লোকজনকে কামড়াতে কুকুরকে ব্যবহার করছে ৷ অভিযোগ সেই সময় গ্রামেই বসে সালিশি সভা ৷ সেই সভায় নিদান দেওয়া হয় 3টি পরিবারের 12 জন সদস্যকে গ্রামছাড়া করা হবে ৷ তাঁরা গ্রামছাড়া হতেই লুঠ করে নেওয়া হয় বাড়ির যাবতীয় সামগ্রী ৷ এমনকী গৃহপালিত গরু, ছাগলও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ ৷
প্রায় তিন বছর ধরে সন্তানদের নিয়ে বোলপুর শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন ওই তিন পরিবারের সদস্যরা ৷ কখনও বাসস্ট্যান্ডের শেডে, কখনও ফুটপাতে, কখনও বা কারও বাড়িতে আশ্রয় নিয়ে দিন কাটছে তাঁদের ৷ মাথা গোঁজার ঠাঁই যেখানে নেই ৷ সেখানে সন্তানদের পড়াশোনা করানো কথা চিন্তাও করতে পারেন না তাঁরা ৷ স্বাভাবিকভাবেই গত তিনবছর ধরে স্কুলের মুখ দেখেনি এই পরিবারগুলির সন্তানরা ৷
গ্রামে ফিরতে চেয়ে 3 বছরে একাধিকবার বীরভূম জেলাশাসক, পুলিশ সুপার, বোলপুর মহকুমা শাসক, বোলপুরের এসডিপিও ও বোলপুর থানাকে লিখিতভাবে জানিয়েছেন তাঁরা ৷ কিন্তু, অভিযোগ উঠেছে এ বিষয়ে কোনও সুরাহা করতে পারেনি প্রশাসনের উপর মহল ৷ সম্প্রতি তফসিলি জাতি ও উপজাতি অধিকার সংক্রান্ত একটি সংগঠনের সহযোগিতায় গ্রামছাড়া পরিবারগুলি বীরভূম জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন ৷ পুলিশ সুপার তাঁদের দ্রুত গ্রামে ফেরানোর আশ্বাস দিয়েছেন ৷
আরও পড়ুন: পুরুলিয়ায় ডাইনি অপবাদে এক পরিবারকে ঘরছাড়া করার অভিযোগ
তবে পুলিশের ব্যর্থতাতেই 3 বছর ধরে তাঁরা গ্রামছাড়া বলে অভিযোগ ৷ তাঁদের মধ্যে এক মহিলা অভিযোগ করেছেন, ‘‘সবাইকে জানিয়েছি ৷ কোনও ফল হয়নি ৷ ছেলেমেয়েগুলোকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছি ৷ স্কুলে যাওয়া ভুলেই গিয়েছে ওরা ৷ পুলিশ কিছুই করছে না ৷’’ তফসিলি জাতি উপজাতি যুগ্ম মঞ্চের তকফে বৈদ্যনাথ সাহা বলেন, ‘‘প্রশাসনকে বহুবার জানিয়েও কাজ হয়নি ৷ এদিন এসডিপিওকে সব জানালাম ৷ এরা রাস্তায় রাস্তায় ঘুরছে ৷ আমাদের দাবি যতদিন না পুলিশ বা প্রশাসন তাঁদের গ্রামে ফেরাতে পারছে ৷ ততদিন ওদের থাকার ব্যবস্থা করুক সরকার ৷’’