ETV Bharat / state

BJP Leader Killed: গরুপাচারে ফেরার আব্দুল লতিফের সঙ্গে এক গাড়িতে কী করছিলেন রাজু ? উঠছে প্রশ্ন - Raju Jha and Abdul Latif Connection

একসঙ্গে কী করছিলেন কয়লা মাফিয়া তথা বিজেপি নেতা রাজু ঝা এবং গরুপাচার মামলায় পলাতক আব্দুল লতিফ ? রাজু ঝা-র মৃত্যুর ঘটনায় সেই প্রশ্নই উঠতে শুরু করেছে ৷ পাশাপাশি, সিবিআই এর খাতায় পলাতক আব্দুল লতিফকে বর্ধমানে প্রকাশে দেখতে পাওয়া নিয়েও প্রশ্ন উঠছে ৷

ETV Bharat
Raju Jha's Cattle Smuggling Connection
author img

By

Published : Apr 2, 2023, 2:23 PM IST

Updated : Apr 2, 2023, 11:03 PM IST

ঘটনার কিছু সময় আগের আব্দুল লতিফের ভিডিয়ো

বোলপুর, 2 এপ্রিল: নিহত কয়লা মাফিয়া তথা বিজেপি নেতা রাজু ঝা-র সঙ্গে একই গাড়িতে কী করছিলেন গরুপাচার মামলায় 'ফেরার' আব্দুল লতিফ ওরফে হিঙ্গুর শেখ ? এবার সেই প্রশ্নই উঠছে ৷ উল্লেখ্য, শক্তিগড়ে আব্দুল লতিফ গাড়ি থেকে নেমে শৌচাগারে যেতেই, রাজু ঝা-কে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চলে ৷ যে গাড়িতে রাজু ঝা ছিলেন, সেই সাদা ফরচুনা (WB 48D 7032) গাড়িটি গরুপাচার মামলায় ফেরার ইলামবাজারের আব্দুল লতিফের নামে রয়েছে ৷ দীর্ঘদিন ধরে সিবিআই-এর খাতায় ফেরার তিনি ৷ ফলে প্রশ্ন উঠছে, ফেরার হলে শক্তিগড়ে প্রকাশ্যে কীভাবে ঘুরছিলেন আব্দুল লতিফ ? ইতিমধ্যে, তাঁর গাড়ির চালক শেখ নূরকে আটক করেছে পুলিশ ৷ আর এই ঘটনায় কয়লা ও গরুপাচার মামলায় একপ্রকার যোগসূত্র উঠে এল ৷

উল্লেখ্য, 'কয়লা মাফিয়া' রাজু ঝা-এর সঙ্গে দূরত্ব বেড়েছিল তাঁর সঙ্গী অনুপ মাঝি ওরফে লালার ৷ তারপরেই 2021 সালে বিজেপিতে যোগ দেন রাজু ৷ দুর্গাপুরে তাঁর বিলাসবহুল হোটেল ও বাস টার্মিনাল রয়েছে ৷ শক্তিগড়ে একটি দোকানের সামনে শনিবার সন্ধ্যায় একটি সাদা ফরচুনা গাড়ি দাঁড়ায় ৷ জানা গিয়েছে, সেই গাড়িতে ছিলেন রাজু ঝা ৷ তাঁর সঙ্গে ছিলেন ব্রতীন বন্দ্যোপাধ্যায় ৷ আর সেই সঙ্গে ছিলেন গরুপাচার মামলায় পলাতক আব্দুল লতিফ ওরফে হিঙ্গুর শেখ এবং তাঁর চালক নূর শেখ ৷ জানা গিয়েছে, গাড়িটি ছিল আব্দুল লতিফের নামে ৷

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সিবিআই এর খাতায় ফেরার গরুপাচারকারী আব্দুল লতিফ বিজেপি নেতার সঙ্গে কী করছিলেন ? তাহলে কি রাজেশ ওরফে রাজু ঝা কয়লাপাচারের পাশাপাশি গরুপাচার-কাণ্ডেও জড়িত ? সেই প্রশ্নই এবার উঠতে শুরু করেছে ৷ পাশাপাশি, রাজনৈতিক একটা দিকও এক্ষেত্রে উঠে আসছে ৷ রাজু ঝা 2021 সালের দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন ৷ আর সেই রাজু ঝা গরুপাচার মামলায় পলাতকের সঙ্গে ! যে মামলায় রাজ্যের বিরোধী দল বিজেপি শাসক শিবিরকে ক্রমাগত কোণঠাসা করছে ৷ সেই মামলায় এবার স্বয়ং বিজেপি নেতার জড়িত থাকার ইঙ্গিত ! এমন একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

আরও পড়ুন: একুশের বিধানসভা নির্বাচনের আগে পদ্ম শিবিরে যোগদান, কে এই নিহত বিজেপি নেতা রাজু ঝা ?

বীরভূমের ইলামবাজারের গরুর হাট থেকে বাংলাদেশে কন্টেনারে করে গরুপাচার হত ৷ বাংলাদেশ সীমান্ত পর্যন্ত এই গরু পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল লতিফের ৷ গরুপাচারকারী এনামুল হকের অন্যতম সঙ্গী ছিলেন লতিফ ৷ তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরেই আব্দুল লতিফের খোঁজে তল্লাশি শুরু করে সিবিআই ৷ ইলামবাজারে গরুর হাট-সহ আব্দুল লতিফের বাড়ি, মার্বেল দোকানে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা ৷ উল্লেখ্য, গতকাল সন্ধ্যের ঘটনা পুরোপুরি পূর্ব পরিকল্পনা মাফিক বলে তদন্তে মনে করছে পুলিশ ৷

ঘটনার কিছু সময় আগের আব্দুল লতিফের ভিডিয়ো

বোলপুর, 2 এপ্রিল: নিহত কয়লা মাফিয়া তথা বিজেপি নেতা রাজু ঝা-র সঙ্গে একই গাড়িতে কী করছিলেন গরুপাচার মামলায় 'ফেরার' আব্দুল লতিফ ওরফে হিঙ্গুর শেখ ? এবার সেই প্রশ্নই উঠছে ৷ উল্লেখ্য, শক্তিগড়ে আব্দুল লতিফ গাড়ি থেকে নেমে শৌচাগারে যেতেই, রাজু ঝা-কে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চলে ৷ যে গাড়িতে রাজু ঝা ছিলেন, সেই সাদা ফরচুনা (WB 48D 7032) গাড়িটি গরুপাচার মামলায় ফেরার ইলামবাজারের আব্দুল লতিফের নামে রয়েছে ৷ দীর্ঘদিন ধরে সিবিআই-এর খাতায় ফেরার তিনি ৷ ফলে প্রশ্ন উঠছে, ফেরার হলে শক্তিগড়ে প্রকাশ্যে কীভাবে ঘুরছিলেন আব্দুল লতিফ ? ইতিমধ্যে, তাঁর গাড়ির চালক শেখ নূরকে আটক করেছে পুলিশ ৷ আর এই ঘটনায় কয়লা ও গরুপাচার মামলায় একপ্রকার যোগসূত্র উঠে এল ৷

উল্লেখ্য, 'কয়লা মাফিয়া' রাজু ঝা-এর সঙ্গে দূরত্ব বেড়েছিল তাঁর সঙ্গী অনুপ মাঝি ওরফে লালার ৷ তারপরেই 2021 সালে বিজেপিতে যোগ দেন রাজু ৷ দুর্গাপুরে তাঁর বিলাসবহুল হোটেল ও বাস টার্মিনাল রয়েছে ৷ শক্তিগড়ে একটি দোকানের সামনে শনিবার সন্ধ্যায় একটি সাদা ফরচুনা গাড়ি দাঁড়ায় ৷ জানা গিয়েছে, সেই গাড়িতে ছিলেন রাজু ঝা ৷ তাঁর সঙ্গে ছিলেন ব্রতীন বন্দ্যোপাধ্যায় ৷ আর সেই সঙ্গে ছিলেন গরুপাচার মামলায় পলাতক আব্দুল লতিফ ওরফে হিঙ্গুর শেখ এবং তাঁর চালক নূর শেখ ৷ জানা গিয়েছে, গাড়িটি ছিল আব্দুল লতিফের নামে ৷

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সিবিআই এর খাতায় ফেরার গরুপাচারকারী আব্দুল লতিফ বিজেপি নেতার সঙ্গে কী করছিলেন ? তাহলে কি রাজেশ ওরফে রাজু ঝা কয়লাপাচারের পাশাপাশি গরুপাচার-কাণ্ডেও জড়িত ? সেই প্রশ্নই এবার উঠতে শুরু করেছে ৷ পাশাপাশি, রাজনৈতিক একটা দিকও এক্ষেত্রে উঠে আসছে ৷ রাজু ঝা 2021 সালের দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন ৷ আর সেই রাজু ঝা গরুপাচার মামলায় পলাতকের সঙ্গে ! যে মামলায় রাজ্যের বিরোধী দল বিজেপি শাসক শিবিরকে ক্রমাগত কোণঠাসা করছে ৷ সেই মামলায় এবার স্বয়ং বিজেপি নেতার জড়িত থাকার ইঙ্গিত ! এমন একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

আরও পড়ুন: একুশের বিধানসভা নির্বাচনের আগে পদ্ম শিবিরে যোগদান, কে এই নিহত বিজেপি নেতা রাজু ঝা ?

বীরভূমের ইলামবাজারের গরুর হাট থেকে বাংলাদেশে কন্টেনারে করে গরুপাচার হত ৷ বাংলাদেশ সীমান্ত পর্যন্ত এই গরু পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল লতিফের ৷ গরুপাচারকারী এনামুল হকের অন্যতম সঙ্গী ছিলেন লতিফ ৷ তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরেই আব্দুল লতিফের খোঁজে তল্লাশি শুরু করে সিবিআই ৷ ইলামবাজারে গরুর হাট-সহ আব্দুল লতিফের বাড়ি, মার্বেল দোকানে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা ৷ উল্লেখ্য, গতকাল সন্ধ্যের ঘটনা পুরোপুরি পূর্ব পরিকল্পনা মাফিক বলে তদন্তে মনে করছে পুলিশ ৷

Last Updated : Apr 2, 2023, 11:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.