ETV Bharat / state

মল্লারপুরে মৃত কিশোরের বাড়িতে পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায়বিচার কমিটি

পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায়বিচার কমিটির প্রতিনিধি দল পরিবারের সঙ্গে দেখা করার পর জানান, কোনও কিশোর পুলিশ হেপাজতে আত্মহত্যা করলেও তার বিচারবিভাগীয় তদন্ত হওয়া প্রয়োজন । তাছাড়া এই পরিবারের সদস্যদের যেভাবে পুলিশ দমিয়ে রেখেছে তা তাঁদের শরীরী ভাষায় প্রকাশ পাচ্ছে ।

author img

By

Published : Nov 1, 2020, 11:12 PM IST

mallarpur incident
মল্লারপুরে পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় বিচার কমিটির প্রতিনিধি দল

মল্লারপুর, 1 নভেম্বর : আজ বীরভূমের মল্লারপুরে পুলিশি হেপাজতে মৃত কিশোরের বাড়িতে পৌঁছায় পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় বিচার কমিটির প্রতিনিধি দল ৷ পরিবারের সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা । ছিলেন CPI(M)-এর প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোম ও কমিটির রাজ্য সম্পাদক অলকেশ দাস । তাঁদের দাবি, পুলিশি চাপের মুখে অসত্য কথা বলছেন মৃত কিশোরের পরিবার ।

30 অক্টোবর মল্লারপুর থানায় পুলিশি হেফাজতে থাকাকালীন এক ওই কিশোরের মৃত্যু হয় । মৃত কিশোরের নাম শুভ মেহেনা ৷ বয়স 16 বছর । বাড়ি মল্লারপুরের বাউরি পাড়ায় ৷ খবর চাউর হতেই উত্তেজিত জনতা 60 নং জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে প্রায় 3 ঘণ্টা অবরোধ করে ।

মল্লারপুরে পুলিশি হেপাজতে মৃত কিশোরের বাড়িতে পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় বিচার কমিটি

বীরভূম জেলা BJP মৃত শুভ মেহেনার বাবা ও মা BJP সমর্থক বলে দাবি করে ৷ গতকাল BJP-র তরফে সেখানে 12 ঘণ্টা বন্ধ পালন করা হয় । কিন্তু মৃত কিশোরের মা ও বাবা দাবি করেন তাঁদের ছেলে আত্মঘাতী হয়েছে ৷ এও দাবি করেন যে তাঁরা তৃণমূলের সমর্থক । আজ ময়না তদন্তের রিপোর্ট এলে দেখা যায় গলায় দাগ রয়েছে । প্রাথমিক ভাবে মনে করা হয় এটি একটি আত্মহত্যার ঘটনা ।

কিন্তু পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় বিচার কমিটির প্রতিনিধি দল পরিবারের সঙ্গে দেখা করার পর জানান, কোনও কিশোর পুলিশ হেপাজতে আত্মহত্যা করলেও তার বিচারবিভাগীয় তদন্ত হওয়া প্রয়োজন । তাছাড়া এই পরিবারের সদস্যদের যেভাবে পুলিশ দমিয়ে রেখেছে তা তাঁদের শরীরী ভাষায় প্রকাশ পাচ্ছে ।

এ বিষয়ে কমিটির রাজ্য সম্পাদক অলকেশ দাস বলেন, "কোনও বাবা, মা বলতে পারেন না তাঁর ছেলে নেশা করত । তাঁর ছেলে আত্মহত্যা করেছে । কতটা চাপে রয়েছে পরিবার তা বোঝা যাচ্ছে ।" CPI(M)- এর প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোম বলেন, " শরীরী ভাষায় ভিতরে আসল কথা বেরিয়ে আসছে । থানায় গলায় দড়ি দিয়েছে বলে সাজানো একটা ঘটনা । এই পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে ।"

মল্লারপুর, 1 নভেম্বর : আজ বীরভূমের মল্লারপুরে পুলিশি হেপাজতে মৃত কিশোরের বাড়িতে পৌঁছায় পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় বিচার কমিটির প্রতিনিধি দল ৷ পরিবারের সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা । ছিলেন CPI(M)-এর প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোম ও কমিটির রাজ্য সম্পাদক অলকেশ দাস । তাঁদের দাবি, পুলিশি চাপের মুখে অসত্য কথা বলছেন মৃত কিশোরের পরিবার ।

30 অক্টোবর মল্লারপুর থানায় পুলিশি হেফাজতে থাকাকালীন এক ওই কিশোরের মৃত্যু হয় । মৃত কিশোরের নাম শুভ মেহেনা ৷ বয়স 16 বছর । বাড়ি মল্লারপুরের বাউরি পাড়ায় ৷ খবর চাউর হতেই উত্তেজিত জনতা 60 নং জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে প্রায় 3 ঘণ্টা অবরোধ করে ।

মল্লারপুরে পুলিশি হেপাজতে মৃত কিশোরের বাড়িতে পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় বিচার কমিটি

বীরভূম জেলা BJP মৃত শুভ মেহেনার বাবা ও মা BJP সমর্থক বলে দাবি করে ৷ গতকাল BJP-র তরফে সেখানে 12 ঘণ্টা বন্ধ পালন করা হয় । কিন্তু মৃত কিশোরের মা ও বাবা দাবি করেন তাঁদের ছেলে আত্মঘাতী হয়েছে ৷ এও দাবি করেন যে তাঁরা তৃণমূলের সমর্থক । আজ ময়না তদন্তের রিপোর্ট এলে দেখা যায় গলায় দাগ রয়েছে । প্রাথমিক ভাবে মনে করা হয় এটি একটি আত্মহত্যার ঘটনা ।

কিন্তু পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় বিচার কমিটির প্রতিনিধি দল পরিবারের সঙ্গে দেখা করার পর জানান, কোনও কিশোর পুলিশ হেপাজতে আত্মহত্যা করলেও তার বিচারবিভাগীয় তদন্ত হওয়া প্রয়োজন । তাছাড়া এই পরিবারের সদস্যদের যেভাবে পুলিশ দমিয়ে রেখেছে তা তাঁদের শরীরী ভাষায় প্রকাশ পাচ্ছে ।

এ বিষয়ে কমিটির রাজ্য সম্পাদক অলকেশ দাস বলেন, "কোনও বাবা, মা বলতে পারেন না তাঁর ছেলে নেশা করত । তাঁর ছেলে আত্মহত্যা করেছে । কতটা চাপে রয়েছে পরিবার তা বোঝা যাচ্ছে ।" CPI(M)- এর প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোম বলেন, " শরীরী ভাষায় ভিতরে আসল কথা বেরিয়ে আসছে । থানায় গলায় দড়ি দিয়েছে বলে সাজানো একটা ঘটনা । এই পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.