বোলপুর, 13 ডিসেম্বর: বাংলা-সহ আটটি রাজ্যকে নিয়ে লোক মহোৎসবের সূচনা করতে শান্তিনিকেতনে আসছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । তার চূড়ান্ত প্রস্তুতি প্রায় শেষ । বুধবার সৃজনী শিল্পগ্রামে সাংবাদিক বৈঠক করে অনুষ্ঠানে সূচি ও রাজ্যপালের সফরসূচি প্রকাশ করলেন পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের অধিকর্তা আশিস গিরি ও সহ-অধিকর্তা তাপস সামন্ত রায় । ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনের কথা মাথায় রেখে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের (ইজেডসিসি) শান্তিনিকেতন শাখা সৃজনী শিল্পগ্রামে চারদিনের লোকসাংস্কৃতিক মহোৎসবের আয়োজন করা হয়েছে ৷ এই অনুষ্ঠানের সূচনা করতে 14 ডিসেম্বর শান্তিনিকেতন আসছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । দুপুর 3টেয় তিনি মহোৎসবের উদ্বোধন করবেন । বাংলা-সহ আটটি রাজ্য থেকে প্রায় 1200 লোকশিল্পী ও হস্তশিল্পী অংশগ্রহণ করবেন এই অনুষ্ঠানে ।
এই মহোৎসবে লোকগান, লোকনৃত্য, জনজাতীয় নৃত্য, গীত মঞ্চস্থ করবেন৷ পাশাপাশি থাকছে আটটি রাজ্যের হস্তশিল্পের প্রদর্শনী ও চিত্রকর্মশালা । এছাড়া, বিভিন্ন রাজ্যের নানারকম খাবারের সম্ভার থাকবে । চারদিনের অনুষ্ঠানে অসমের বিহু, সিকিমের সিংহী ছাম, বিহারের ঝিঝিয়া নৃত্য, ঝাড়খণ্ডের কড়সা নৃত্য, মণিপুরের থাং টা, ওড়িষ্যার সম্বলপুরী নৃত্য, ত্রিপুরার হোজাগিরি নৃত্য ও পশ্চিমবঙ্গের বিলুপ্তপ্রায় টোটো জনজাতীয় নৃত্য প্রদর্শিত হবে পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রে । চারদিন সকাল 10টা থেকে শুরু হবে নানা অনুষ্ঠান ও দুপুর 3টে থেকে শুরু হবে প্রদর্শনীগুলি ৷
ইতিমধ্যেই অনুষ্ঠানে চূড়ান্ত প্রস্তুতি শেষ ৷ সেজে উঠেছে সৃজনী শিল্পগ্রাম । এদিন সাংবাদিক বৈঠক করে পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের অধিকর্তা আশিস গিরি বলেন, "বিশ্বভারতী ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছে ৷ সেকথা মাথায় রেখেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । রাজ্যপাল উৎসবের উদ্বোধন করবেন ৷ এছাড়া, আমরা বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য-সহ বীরভূম জেলার গণ্যমান্য ব্যাক্তিদের আমন্ত্রণ জানিয়েছি ।"
আরও পড়ুন: