ETV Bharat / state

MSP of Paddy : চলতি বছরে ধানের সহায়ক মূল্য বাড়াল রাজ্য সরকার

গতবছর সরকার চাষিদের থেকে কুইন্টাল প্রতি ধান কিনেছিল 1868 টাকা দরে। এই বছর সরকার চাষিদের কুইন্টাল প্রতি ধানের দর দেবে 1940 টাকা । অর্থাত্‍ হিসাব অনুযায়ী এই বছর কৃষকরা তাদের ধান বিক্রি করে সরকারের থেকে কুইন্টাল প্রতি 72 টাকা করে বেশি পাবেন।

Price of Paddy
চলতি বছরে ধানের সহায়ক মূল্য বাড়াল রাজ্য সরকার
author img

By

Published : Nov 11, 2021, 4:44 PM IST

কলকাতা, 11 নভেম্বর : বছরটা ভাল যায়নি চাষিদের ৷ প্রকৃতির খামখেয়ালি, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড় সব মিলে চাষে ব্যাপক প্রভাব পড়েছে ৷ এই অবস্থায় ধান চাষিদের জন্য সুখবর দিল রাজ্য সরকার ৷ লাগাতার করোনা সংক্রমণ বাড়ার পাশাপাশি দিন কয়েক ধরেই নজরে আসছে, সরকারকে ধান বিক্রি করার জন্য রাজ্যের চাষিরা রাত জেগে কিষান মান্ডিতে লাইন দিচ্ছেন। এই ঘটনা নিয়ে একাধিক জায়গায় নানান বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে ৷ এসবের মাঝেই রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের চাষিদের কিছুটা স্বস্তি দিতে ধান বিক্রিতে কুইন্টাল প্রতি সহায়ক মূল্য বাড়াল রাজ্য সরকার। একই সঙ্গে রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, গত বছরের তুলনায় আরও বেশি পরিমাণ ধান কিনবে রাজ্য সরকার ৷ ইতিমধ্যেই সরকারের ঘোষণা অনুযায়ী নতুন দামে ধান কেনার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে রাজ্যের অধিকাংশ জেলায়।

বীরভূম, মুর্শিদাবাদ-সহ বেশকিছু জেলার খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, অন্যান্য বছরের তুলনায় এই বছর ধান কেনার লক্ষ্যমাত্রা বৃদ্ধি করেছে রাজ্য সরকার। রাজ্যের চাষিদের দীর্ঘদিন ধরেই দাবি, আরও বেশি করে সরকার তাদের থেকে ধান কিনে নিক। তাতে তারা ক্ষতির সম্মুখীন হবেন না। এবার কৃষকদের সেই দাবি মতোই কিছুটা হলেও ধান কেনার পরিমাণ বৃদ্ধি করা হল। সরকারের এই পদক্ষেপ রাজ্যের চাষিদের কাছে বাড়তি পাওনা বলেই মনে করছেন তাঁরা।

রাজ্য সরকারের নতুন ধানের দাম প্রসঙ্গে জানা গিয়েছে, গতবছর সরকার চাষিদের থেকে কুইন্টাল প্রতি ধান কিনেছিল 1868 টাকা দরে। এই বছর সরকার চাষিদের কুইন্টাল প্রতি ধানের দর দেবে 1940 টাকা। অর্থাত্‍ হিসাব অনুযায়ী এই বছর কৃষকরা তাদের ধান বিক্রি করে সরকারের থেকে কুইন্টাল প্রতি 72 টাকা করে বেশি পাবেন।

আরও পড়ুন : ফের বাড়ল গ্যাসের দাম, কী বলছে আমজনতা...

এছাড়াও কুইন্টাল প্রতি আরও 20 টাকা পাবেন চাষিরা ৷ এই 20 টাকা বাড়তি দেওয়া হচ্ছে চাষিদের বাড়ি থেকে কিষান মান্ডিতে ধান নিয়ে আসার বহন খরচ হিসেবে। সরকারের তরফে এই খরচকে উত্‍সাহ ভাতা হিসেবে চাষিদের দেওয়া হচ্ছে। অর্থাত্‍ এই বছর চাষিরা তাঁদের ধান বিক্রি করে সরকারের থেকে কুইন্টাল প্রতি পাবেন 1960 টাকা।

কলকাতা, 11 নভেম্বর : বছরটা ভাল যায়নি চাষিদের ৷ প্রকৃতির খামখেয়ালি, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড় সব মিলে চাষে ব্যাপক প্রভাব পড়েছে ৷ এই অবস্থায় ধান চাষিদের জন্য সুখবর দিল রাজ্য সরকার ৷ লাগাতার করোনা সংক্রমণ বাড়ার পাশাপাশি দিন কয়েক ধরেই নজরে আসছে, সরকারকে ধান বিক্রি করার জন্য রাজ্যের চাষিরা রাত জেগে কিষান মান্ডিতে লাইন দিচ্ছেন। এই ঘটনা নিয়ে একাধিক জায়গায় নানান বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে ৷ এসবের মাঝেই রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের চাষিদের কিছুটা স্বস্তি দিতে ধান বিক্রিতে কুইন্টাল প্রতি সহায়ক মূল্য বাড়াল রাজ্য সরকার। একই সঙ্গে রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, গত বছরের তুলনায় আরও বেশি পরিমাণ ধান কিনবে রাজ্য সরকার ৷ ইতিমধ্যেই সরকারের ঘোষণা অনুযায়ী নতুন দামে ধান কেনার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে রাজ্যের অধিকাংশ জেলায়।

বীরভূম, মুর্শিদাবাদ-সহ বেশকিছু জেলার খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, অন্যান্য বছরের তুলনায় এই বছর ধান কেনার লক্ষ্যমাত্রা বৃদ্ধি করেছে রাজ্য সরকার। রাজ্যের চাষিদের দীর্ঘদিন ধরেই দাবি, আরও বেশি করে সরকার তাদের থেকে ধান কিনে নিক। তাতে তারা ক্ষতির সম্মুখীন হবেন না। এবার কৃষকদের সেই দাবি মতোই কিছুটা হলেও ধান কেনার পরিমাণ বৃদ্ধি করা হল। সরকারের এই পদক্ষেপ রাজ্যের চাষিদের কাছে বাড়তি পাওনা বলেই মনে করছেন তাঁরা।

রাজ্য সরকারের নতুন ধানের দাম প্রসঙ্গে জানা গিয়েছে, গতবছর সরকার চাষিদের থেকে কুইন্টাল প্রতি ধান কিনেছিল 1868 টাকা দরে। এই বছর সরকার চাষিদের কুইন্টাল প্রতি ধানের দর দেবে 1940 টাকা। অর্থাত্‍ হিসাব অনুযায়ী এই বছর কৃষকরা তাদের ধান বিক্রি করে সরকারের থেকে কুইন্টাল প্রতি 72 টাকা করে বেশি পাবেন।

আরও পড়ুন : ফের বাড়ল গ্যাসের দাম, কী বলছে আমজনতা...

এছাড়াও কুইন্টাল প্রতি আরও 20 টাকা পাবেন চাষিরা ৷ এই 20 টাকা বাড়তি দেওয়া হচ্ছে চাষিদের বাড়ি থেকে কিষান মান্ডিতে ধান নিয়ে আসার বহন খরচ হিসেবে। সরকারের তরফে এই খরচকে উত্‍সাহ ভাতা হিসেবে চাষিদের দেওয়া হচ্ছে। অর্থাত্‍ এই বছর চাষিরা তাঁদের ধান বিক্রি করে সরকারের থেকে কুইন্টাল প্রতি পাবেন 1960 টাকা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.