ETV Bharat / state

আক্রান্ত মুখ্যমন্ত্রী, অনুব্রতর নির্দেশে বোলপুরে পথ অবরোধ তৃণমূলের - Road Block

নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হওয়ার প্রেক্ষিতে বোলপুরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করলেন তৃণমূল নেতা-কর্মীরা । দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নির্দেশেই চলে এই বিক্ষোভ ৷

আক্রান্ত মুখ্যমন্ত্রী, অনুব্রত নির্দেশে বোলপুরে পথ অবরোধ তৃণমূলের
আক্রান্ত মুখ্যমন্ত্রী, অনুব্রত নির্দেশে বোলপুরে পথ অবরোধ তৃণমূলের
author img

By

Published : Mar 11, 2021, 8:13 PM IST

বোলপুর, 11 মার্চ : নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হওয়ার প্রেক্ষিতে বোলপুরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করলেন তৃণমূল নেতা-কর্মীরা । মুখ্যমন্ত্রী আক্রান্ত হওয়ার পরেই ‘ভয়ঙ্কর আন্দোলন হবে’ বলে জানিয়েছিলেন বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ।

সেই মত অনুব্রতর নির্দেশে বোলপুর থেকে ইলামবাজার ও বোলপুর থেকে বর্ধমান যাওয়ার রাস্তা শিবতলা মোড়ে সকাল থেকেই অবরোধ করেন তৃণমূল নেতাকর্মীরা । জনবহুল রাস্তা অবরোধ করায় রীতিমতো যানজট হয় এলাকায় । মুখ্যমন্ত্রীর উপর হামলা কেন করা হল জবাব চাই। এই দাবিতে রাস্তায় বসে চলতে থাকে বিক্ষোভ ।

উল্লেখ্য, ভবানীপুরের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায় এবার পূর্ব নন্দীগ্রাম থেকে ভোটে লড়ছেন ৷ মঙ্গলবার তিনি নন্দীগ্রামে যান ৷ বুধবার সকালে বেশ কয়েকটি মন্দিরে পুজো দেওয়ার পর হলদিয়ায় মনোনয়নপত্র পেশ করেন ৷ তার পর ফিরে আসেন নন্দীগ্রামে ৷

বোলপুরে পথ অবরোধ তৃণমূলের

সেখানে আবার প্রচার সংক্রান্ত কর্মসূচিতে যোগদান করেন ৷ সেখান থেকে নন্দীগ্রামে তাঁর জন্য নির্দিষ্ট বাড়িতে যাওয়ার পথে রওনা দেন ৷ তার মধ্যেই মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে ধাক্কাধাক্কিতে আহত হন মমতা ৷ তাঁর পায়ে আঘাত লাগে ৷ তাঁর মাথা ও শরীরের অন্যান্য অংশে আঘাত লাগে ৷

আরও পড়ুন : হাইকোর্টের নির্দেশে জয়পুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বহাল

তার পর সেখান থেকে গ্রিন করিডর করে সোজা কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ আপাতত তিনি সেখানেই চিকিৎসাধীন ৷

বোলপুর, 11 মার্চ : নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হওয়ার প্রেক্ষিতে বোলপুরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করলেন তৃণমূল নেতা-কর্মীরা । মুখ্যমন্ত্রী আক্রান্ত হওয়ার পরেই ‘ভয়ঙ্কর আন্দোলন হবে’ বলে জানিয়েছিলেন বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ।

সেই মত অনুব্রতর নির্দেশে বোলপুর থেকে ইলামবাজার ও বোলপুর থেকে বর্ধমান যাওয়ার রাস্তা শিবতলা মোড়ে সকাল থেকেই অবরোধ করেন তৃণমূল নেতাকর্মীরা । জনবহুল রাস্তা অবরোধ করায় রীতিমতো যানজট হয় এলাকায় । মুখ্যমন্ত্রীর উপর হামলা কেন করা হল জবাব চাই। এই দাবিতে রাস্তায় বসে চলতে থাকে বিক্ষোভ ।

উল্লেখ্য, ভবানীপুরের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায় এবার পূর্ব নন্দীগ্রাম থেকে ভোটে লড়ছেন ৷ মঙ্গলবার তিনি নন্দীগ্রামে যান ৷ বুধবার সকালে বেশ কয়েকটি মন্দিরে পুজো দেওয়ার পর হলদিয়ায় মনোনয়নপত্র পেশ করেন ৷ তার পর ফিরে আসেন নন্দীগ্রামে ৷

বোলপুরে পথ অবরোধ তৃণমূলের

সেখানে আবার প্রচার সংক্রান্ত কর্মসূচিতে যোগদান করেন ৷ সেখান থেকে নন্দীগ্রামে তাঁর জন্য নির্দিষ্ট বাড়িতে যাওয়ার পথে রওনা দেন ৷ তার মধ্যেই মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে ধাক্কাধাক্কিতে আহত হন মমতা ৷ তাঁর পায়ে আঘাত লাগে ৷ তাঁর মাথা ও শরীরের অন্যান্য অংশে আঘাত লাগে ৷

আরও পড়ুন : হাইকোর্টের নির্দেশে জয়পুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বহাল

তার পর সেখান থেকে গ্রিন করিডর করে সোজা কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ আপাতত তিনি সেখানেই চিকিৎসাধীন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.