বোলপুর, 27 ফেব্রুয়ারি : স্কুল চত্বরে অনুব্রত মণ্ডলের সভা ঘিরে বিতর্ক । বোলপুর উচ্চ বিদ্যালয়ে তৃণমূলের জেলা সভাপতির সভা ছিল । অভিযোগ, তাঁর সভার জন্য আগেভাগে স্কুলের তরফে ছুটি দিয়ে দেওয়া হয় । ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন স্কুলের প্রধান শিক্ষক সুপ্রিয় কুমার সাধু । যা হয়েছে তা অনভিপ্রেত বলে তিনি উল্লেখ করেন ।
গতকাল ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন । গতকাল বিকেল পাঁচটার পর থেকে নির্বাচনী আদর্শ আচরণবিধি লাগু হয়ে গিয়েছে । এরমধ্যে অনুব্রতর সভা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক । বোলপুর উচ্চ বিদ্যালয় চত্বরে আজ দুপুর দেড়টার পর সভা করার কথা ছিল অনুব্রত মণ্ডলের । শনিবার হওয়ায় স্কুল দুপুর দেড়টায় ছুটি হওয়ার কথা । অভিযোগ, সময়ের আগে সভা শুরু করে দেন তৃণমূলের জেলা সভাপতি । বাধ্য হয়ে পড়ুয়াদের সময়ের আগে ছুটি দিয়ে দেন প্রধান শিক্ষক সুপ্রিয় কুমার সাধু ।
আরও পড়ুন : "2017 থেকে খেলা আরম্ভ হয়ে গিয়েছে", ব্যাটে-বলে অনুব্রত
এই বিষয়ে তাঁর ক্ষোভ প্রকাশ করে প্রধান শিক্ষক বলেন, "স্কুল ছুটি হওয়ার আগে দেখলাম ওরা সভার কাজ শুরু করে দিয়েছে । কিন্তু অনুমতি দেওয়া হয়েছিল স্কুল ছুটির পর সভার কাজ আরম্ভ করবে । যা হল তা অনভিপ্রেত । সময়ের আগে স্কুল ছুটি দিয়ে দিতে হল ।"