লোহাপুর, 20 ফেব্রুয়ারি: "দিদি জাতে মাতাল তালে ঠিক"। এই ভাষাতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরি ৷ পেট্রল, ডিজ়েলের দাম বৃদ্ধি জন্য মোদি সরকারের পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীকেউ দায়ি করলেন লোকসভার বিরোধী দলনেতা ।
আজ বীরভূমের হাসন বিধানসভার লোহাপুরে একটি জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন," দিদি বলছে মোদি পেট্রলের দাম বাড়াচ্ছে কেন ? দিদিকে বলতে চাই দিদি, আপনার সরকার তো সেল ট্যাক্স নিচ্ছে । আপনি সেল ট্যাক্সটা একটু কম করেন না কেন ? দিদি কিন্তু জাতে মাতাল তালে ঠিক। মোদিকে গাল দেবে কিন্তু দর কমাবে না।"
সম্প্রতি রাজ্য সরকারের ঘোষণা করা প্রকল্প, " শান্তির দূত"-কে কটাক্ষও করেন অধীর ৷ বলেন," ভোট এসেছে এখন দিদির মাথা খারাপ হয়ে গেছে । প্রতিদিন একটা করে প্রকল্প ঘোষণা করছে । সর্বশেষ প্রকল্পের নাম শান্তির দূত, 5 টাকায় ভাত আর ডিম দেবে নাকি ? দশ বছর হয়ে গেল এতদিন ডিম খাওয়ানোর কথা দিদির মনে ছিল না । ভোট এসে গেছে এখন দিদির মনে পড়েছে এদেরকে ভাত দিতে হবে । এদেরকে ডিম দিতে হবে । মানুষ বলছে, তুমি আমাদের যতই ভাত দাও ডিম দাও আমরা তোমাকে একটি বড় ঘোড়ার ডিম দেব ।"
একই সঙ্গে অনুব্রতর গড়ে ফের ভাঙন ধরালেন অধীর ৷ এবার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর যোগদান করলেন কংগ্রেসে । রামপুরহাট পুরসভার 10 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জামাল উদ্দিন শেখ কয়েকজন কর্মী সহ কংগ্রেসে যোগদান করেন । তাঁদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন অধীর রঞ্জন চৌধুরি । যোগদানের পর জামাল উদ্দিন বলেন, কো-অর্ডিনেটর থাকা সত্ত্বেও ওয়ার্ডের উন্নয়নের কাজ করতে দেওয়া হচ্ছিল না । তৃণমূল পার্টি অফিস থেকেই পৌরসভার সমস্ত কাজ করা হচ্ছে । তাই কংগ্রেসে যোগদান করলাম।"