ETV Bharat / state

Water ATM Service: মিলছে না জল পরিষেবা, অভিযোগ জানাতেই গালিগালাজ ও প্রাণে মারার হুমকি তৃণমূল নেতার - জল পরিষেবা

জল পরিষেবা না-পেয়ে অভিযোগ করায় উপভোক্তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণের হুমকি ৷ বিতর্কে তৃণমূল নেতা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 24, 2023, 7:26 PM IST

অভিযোগ জানাতেই গালিগালাজ ও প্রাণে মারার হুমকি তৃণমূল নেতার

নানুর, 24 এপ্রিল: নানুরের বাসাপাড়ায় একটি ওয়াটার এটিএম পরিষেবা চালু করা হয়েছে। যেখানে টাকার বিনিময়ে জল মেলে ৷ তবে সম্প্রতি পর্যাপ্ত জল না-মেলায় অভিযোগ করেন এক বাসিন্দা। এরপরেই বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল কেরিম খান অভিযোগকারীকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণে মেরে ফেলার হুমকি দেন। গ্রেফতার করিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন।

নানুর ব্লকের বাসাপাড়ায় বছর দু'য়েক আগে সরকারি টাকায় তৈরি হয়েছে একটি ওয়াটার এটিএম। যেটি আধুনিক মানের। যা সাধারণত থাকে এয়ারপোর্ট বা মডেল রেল স্টেশন, মেট্রো স্টেশনগুলিতে। এই ওয়াটার এটিএম থেকে 2 টাকার বিনিময়ে মেলে 2 লিটার পরিশ্রুত পানীয় জল ৷ কিন্ত অভিযোগ, কয়েক দিন ধরে এই পরিষেবা ঠিক মতো পাওয়া যাচ্ছিল না ৷ 2 টাকা দিলেও এটিএম থেকে পর্যাপ্ত জল বের হচ্ছিল না ৷ যে এই ওয়াটার এটিএমের দায়িত্ব ছিলেন, এই ব্যক্তিকে ফোন করে অভিযোগ করেন সুশান ভৌমিক নামে এক ব্যক্তি ৷ তাঁর বাড়ি নানুরের রামকৃষ্ণপুর গ্রামে ৷

তাঁর কাছ থেকে জানা গিয়েছে, জল পরিষেবা নিয়ে অভিযোগ করার কয়েক ঘণ্টার মধ্যে এক ব্যক্তির ফোন আসে তাঁর কাছে ৷ ফোনে কথা বলেন বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তথা নানুরের তৃণমূল নেতা আব্দুল কেরিম খান। এই কথোপকথনের একটি অডিয়ো প্রকাশ্যে এসেছে (যার সত্যতা ইটিভি ভারত যাচাই করেনি)। এই অডিয়ো ক্লিপে শোনা যাচ্ছে, অভিযোগকারী ব্যক্তিকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং হুমকি দিচ্ছেন তৃণমূল নেতা আব্দুল কেরিম খান। শুধু হুমকি নয়, পুলিশকে দিয়ে তুলে এনে মারধর করার হুমকিও দিতে শোনা গিয়েছে ৷

আরও পড়ুন: মিটিংয়ে জুনিয়রদের অকথ্য গালিগালাজ, বিতর্কে আইএএস অফিসার

প্রসঙ্গত, তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল-ঘনিষ্ঠ এই নেতা গরু পাচার মামলায় ইডি ও সিবিআইয়ের নজরে রয়েছেন। ইতিমধ্যে তাঁর নানুরের বাড়িতে হানা দিয়ে দীর্ঘ তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দারা। এমনকী, তাঁকে কলকাতার নিজাম প্যালেস ও দিল্লিতে ডেকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যদিও, এই প্রসঙ্গে তৃণমূল নেতা আব্দুল কেরিম খান বলেন, "এটা একদমই নিজেদের মধ্যে ব্যাপার। তেমন কিছু নয়।"

অভিযোগ জানাতেই গালিগালাজ ও প্রাণে মারার হুমকি তৃণমূল নেতার

নানুর, 24 এপ্রিল: নানুরের বাসাপাড়ায় একটি ওয়াটার এটিএম পরিষেবা চালু করা হয়েছে। যেখানে টাকার বিনিময়ে জল মেলে ৷ তবে সম্প্রতি পর্যাপ্ত জল না-মেলায় অভিযোগ করেন এক বাসিন্দা। এরপরেই বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল কেরিম খান অভিযোগকারীকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণে মেরে ফেলার হুমকি দেন। গ্রেফতার করিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন।

নানুর ব্লকের বাসাপাড়ায় বছর দু'য়েক আগে সরকারি টাকায় তৈরি হয়েছে একটি ওয়াটার এটিএম। যেটি আধুনিক মানের। যা সাধারণত থাকে এয়ারপোর্ট বা মডেল রেল স্টেশন, মেট্রো স্টেশনগুলিতে। এই ওয়াটার এটিএম থেকে 2 টাকার বিনিময়ে মেলে 2 লিটার পরিশ্রুত পানীয় জল ৷ কিন্ত অভিযোগ, কয়েক দিন ধরে এই পরিষেবা ঠিক মতো পাওয়া যাচ্ছিল না ৷ 2 টাকা দিলেও এটিএম থেকে পর্যাপ্ত জল বের হচ্ছিল না ৷ যে এই ওয়াটার এটিএমের দায়িত্ব ছিলেন, এই ব্যক্তিকে ফোন করে অভিযোগ করেন সুশান ভৌমিক নামে এক ব্যক্তি ৷ তাঁর বাড়ি নানুরের রামকৃষ্ণপুর গ্রামে ৷

তাঁর কাছ থেকে জানা গিয়েছে, জল পরিষেবা নিয়ে অভিযোগ করার কয়েক ঘণ্টার মধ্যে এক ব্যক্তির ফোন আসে তাঁর কাছে ৷ ফোনে কথা বলেন বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তথা নানুরের তৃণমূল নেতা আব্দুল কেরিম খান। এই কথোপকথনের একটি অডিয়ো প্রকাশ্যে এসেছে (যার সত্যতা ইটিভি ভারত যাচাই করেনি)। এই অডিয়ো ক্লিপে শোনা যাচ্ছে, অভিযোগকারী ব্যক্তিকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং হুমকি দিচ্ছেন তৃণমূল নেতা আব্দুল কেরিম খান। শুধু হুমকি নয়, পুলিশকে দিয়ে তুলে এনে মারধর করার হুমকিও দিতে শোনা গিয়েছে ৷

আরও পড়ুন: মিটিংয়ে জুনিয়রদের অকথ্য গালিগালাজ, বিতর্কে আইএএস অফিসার

প্রসঙ্গত, তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল-ঘনিষ্ঠ এই নেতা গরু পাচার মামলায় ইডি ও সিবিআইয়ের নজরে রয়েছেন। ইতিমধ্যে তাঁর নানুরের বাড়িতে হানা দিয়ে দীর্ঘ তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দারা। এমনকী, তাঁকে কলকাতার নিজাম প্যালেস ও দিল্লিতে ডেকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যদিও, এই প্রসঙ্গে তৃণমূল নেতা আব্দুল কেরিম খান বলেন, "এটা একদমই নিজেদের মধ্যে ব্যাপার। তেমন কিছু নয়।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.